1. সিস্টেম বলতে কী বুঝায়?
যে ব্যবস্থার মাধ্যমে ইনপুট প্রয়োগ করে আকাঙ্ক্ষিত আউটপুট পাওয়া যায় এবং উক্ত আউটপুট পেতে প্রসেস
অবলম্বন করতে হয়, তাকেই সিস্টেম (System) বলে।
2. সিস্টেমের উপাদান (Element) কয়টি ও কী কী?
সিস্টেমের উপাদান তিনটি যথা
(1) ইনপুট (Input)
(ii) (Process)
(iii) আউটপুট (Output)
3. পরিমাপ পদ্ধতিতে কী কী উপাদান থাকে?
(1) Sensor (ii) Signal conditioner
(ii) Display.
No comments