1. সেন্সর বলতে কী বুঝা
যা পরিমাপিত কোয়ান্টিটির উপস্থিতি অনুভব সিগন্যাল প্রদান করে, তাকে Sensor (সেশর) বলে।
2. সিগন্যাল কন্ডিশনারের কাজ কী?
এটি সেন্সর হতে গৃহীত সিগন্যালকে ডিসপ্লে কিংবা নিয়ন্ত্রণের উপযোগী করে।
3. কন্ট্রোল সিস্টেম বলতে কী বুঝায়?
যে পদ্ধতিতে কোনো ভৌত বা প্রসেস ভ্যারিয়েবলকে স্বয়ংক্রিয়ভাবে অথবা অন্য কোনো সিস্টেমের দ্বারা নিয়ন্ত্রণ
করা হয়, তাকে কন্ট্রোল সিস্টেম বলে ।
4। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম বলতে কী বুঝা?
যে কন্ট্রোল সিস্টেমে ইনপুট কোয়ান্টিটির উপর আউটপুটের কোনো প্রভাব থাকে না, তাকে ওপেন সুপ কট্রেস সিস্টেম বলে।
5। ক্লোজড সুপ কন্ট্রোল সিস্টেম বলতে কী বুঝায়?
যে কন্ট্রোল সিস্টেমে ইনপুট কোয়ান্টিটির উপর আউটপুটের কোনো প্রভাব থাকে না যেমন- ইলেকট্রনিক টোস্টার, ET) যে কন্ট্রোল সিস্টেমে আউটপুট কোয়ান্টিটি ইনপুট কোয়ান্টিটির উপর প্রভাব বিস্তার করে, কন্ট্রোল সিস্টেম বলে। যেমন- লিকুইড লেভেল কন্ট্রোল, অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল।
6. সিকুয়েন্সিয়াল কন্ট্রোল বলতে কী বুঝায়?
পর্যায়ক্রমিক ধাপে ও সময়ে কোনো ঘটনাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে সিকুয়েন্সিয়াল কন্ট্রোল বলে।
7. সেন্সর ও ট্রান্সডিউসারের মাঝে মূল পার্থক্য লেখ।
সেন্সর আউটপুটে পরিমাপিত কোয়ান্টিটির সাথে সম্পর্কযুক্ত সিগন্যাল প্রদান করে আর ট্রান্সডিউসার আকৃতিকে অন্য আকৃতিতে পরিবর্তনের মাধ্যমে সিস্টেমের এক স্টো থেকে অন্য স্টেজে স্থানান্তরিত করে।
8. এর সিগন্যাল কীভাবে পাওয়া যায়?
Error এর সিগন্যাল = রেফারেন্স ভ্যালু সিগন্যাল - মেজারড ভ্যালু সিগন্যাল।
9.পরিমাপ পদ্ধতিকে (Measurement system)
পরিমাপ পদ্ধতিকে (Measurement system) একটি কালো বক্স হিসেবে চিন্তা করা যায়, যা পরিমাপ কাজে ব্যবহৃত হয়। এর একটি ইনপুট (পরিমাপিত কোয়ান্টিটি) এবং একটি আউটপুট (পরিমাপিত কোয়ান্টিটি) মান থাকে। উদাহরণস্বরূপ উচ্চতা পরিমাপ পদ্ধতি (Temperature measurement system) অর্থাৎ একটি থার্মোমিটারের ইনপুট (Temperature) এবং আউটপুট (ছেলে সাগঙ্কিত মান) থাকে।
10. সিস্টেম বলতে কী বুঝায়?
যে ব্যবস্থার মাধ্যমে ইনপুট প্রদান করে আকাঙ্ক্ষিত আউটপুট পাওয়া যায় এবং উক্ত আউটপুট পেতে যে প্রক্রিয়া (Process) অবলম্বন করতে হয়, তাকেই সিস্টেম বলে।
Input —-----Process —------Output
11. ওপেন গ্রুপ পদ্ধতির মৌলিক উপাদানগুলো কী কী? ওপেন গ্রুপ পদ্ধতির মৌলিক উপাদানগুলো হলো
(i) Command Input (iii) Reference input
(ii) Reference selector (iv) Dynamic unit
12. (Closed) লুপ কন্ট্রোল সিস্টেমের মৌলিক উপাদানগুলো কী কী?
(1) কম্পানি মিন্ট (Comparision element) (ii) কন্ট্রোল ইলিমেন্ট (Control element) (iii) কারেকশন ইলিমেন্ট (Correction element) (iv) (Process element) (v) Desired output..
No comments