1. মেকট্রনিক্স শব্দটি প্রথম কে নামকরণ করেন?
মেকট্রনিক্স শব্দটি প্রথম নামকরণ করেন Tetsura Mory ১৯৬৯ সালে। তিনি জাপানি Yasakawa Electric Comporation' নামক একটি কোম্পানিতে সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন।
2. Mechatronics টার্মটির উৎপত্তি কোথা থেকে?
Mechanical এবং Electronics শব্দ দুটি থেকে Mecha এবং Tronics অংশ নিয়ে Mechatronics-এর উৎপত্তি
3. W. Bolton-এর মতে মেকাট্রনিক্স-এর সংজ্ঞা দাও।
w. Bolton-এর মতে, "মেকাট্রনিক্স হলো ইলেকট্রনিক্স, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল বিষয়।" (Integration of electronics, control engineering and mechanical engineering)
5. মেকাট্রনিক্স-এর গাঠনিক উপাদানগুলো কী কী? মেকাট্রনিক্স-এর গাঠনিক উপাদানগুলো হলো
(1) ইনফরমেশন সিস্টেম (iii) মেকানিক্যাল সিস্টেম
(11) কম্পিউটার সিস্টেম (iv) ইলেকট্রিক্যাল সিস্টেম।
6. মেকট্রনিঙ্গে অটোমেটিক কন্ট্রোল বলতে কী বুঝানো হয়েছে? ।
এখানে অটোমেটিক কন্ট্রোল বলতে কোনো অপারেটর ছাড়া কোনো মেশিনকে অন্য কোনো মেশিন এখানে বুঝানো হয়েছে
7. মেকাট্রনিক্সের মৌলিক উপাদানগুলো কী কী?
মেকট্রনিক্স-এর মৌলিক বিষয়গুলো হলো (1) ইলেকট্রিক্যাল (Electrical) (ii) মেকানিক্যাল (Mechanical) (iv) ইলেকট্রনিক্স (Electronics)
8. ভায়াগ্রামের মাধ্যমে মেকাট্রনিক্সের Key Element গুলো দেখাও।
No comments