বি পিএসসি নন ক্যাডার পরীক্ষার আন্তর্জাতিক বিষয়াবলী গুরুত্বপূর্ণ পাট।  পরীক্ষার কারিকুলাম অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান  থেকে 40 মার্ক থাকে।  আমি এই নোটে আন্তর্জাতিক বিষয়াবলী ২০২১ সালের পরীক্ষার গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো একত্রিত করার চেষ্টা করেছি।  তুমি চাইলে আন্তর্জাতিক বিষয়াবলী pdf বই আকারে ডাউনলোড করে দিতে পারবে।  বিপিএসসি এর পরীক্ষায় সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সহজেই অনেক বেশি মাক ক্যারি করা যায় এজন্য এই বিষয়টিকে গুরুত্ব সহকারে পড়া উচিত। 




১. রোহিঙ্গা জনগোষ্ঠী প্রধানত মিয়ানমারের কোন রাজ্যের বাসিন্দা? রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য গঠিত আন্তর্জাতিক কমিশনের নাম কি? এ কমিশনের প্রধানের নাম কি?


উত্তর : রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা। রোহিঙ্গা সমস্যা সমাধানে গঠিত আন্তর্জাতিক কমিশনের নাম 'অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট'। এ কমিশনের প্রধান ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।


২. কাতালোনিয়া কোন মহাদেশে অবস্থিত? এর রাজধানীর নাম কি?


উত্তর : কাতালোনিয়া ইউরোপ মহাদেশে অবস্থিত। এর রাজধানীর নাম বার্সেলোনা।


৩. ভারতের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? তিনি কত তারিখে এ দায়িত্ব গ্রহণ করেন? এর আগে তিনি কোন পদে অধিষ্ঠিত ছিলেন?


উত্তর : ভারতের বর্তমান প্রেসিডেন্টের নাম রামনাথ কোবিন্দ। তিনি ২০১৭ সালের ২৫ জুলাই দায়িত্ব গ্রহণ করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বিহারের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।


৪. জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম কি? মোট আয়তন কত? এ রাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপ্রধান কে?


উত্তর : জনসংখ্যা ও আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এর আয়তন ০.৪৪ বর্গ কিলোমিটার। ভ্যাটিকান সিটির বর্তমান রাষ্ট্রপ্রধান ক্যাথলিক যাজক পোপ ফ্রান্সিস।


৫. ২২তম বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-22) কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী বিশ্বের ৩টি দেশের নাম লিখুন।


উত্তর : ২২তম বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-22) মরক্কোর মারাকাশে অনুষ্ঠিত হয়। গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী বিশ্বের ৩টি দেশ : ১. চীন, ২. যুক্তরাষ্ট্র, ৩.


৬. পূর্ণরূপ লিখুন : ক. IDA খ. IFC গ. WHO


ক. IDA : International Development Association.

খ. IFC : International Finance Corporation.

গ. WHO World Health Organization.




৭। ক. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 


উত্তর : বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।


খ. চলতি বছর জাতিসংঘের কততম অধিবেশন হলো?


 উত্তর : ২০২০ সালের ১৫ সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম সম্মেলন অনুষ্ঠিত হয় (এবারই প্রথমবারের মতো ভার্চুয়াল সম্মেলন হয়)।


গ. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?


 উত্তর : জাতিসংঘের বর্তমান মহাসচিব পর্তুগালের নাগরিক।


৮। ক. ASEAN-এর সদস্য সংখ্যা কত? 


উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আর্থিক সংগঠন আসিয়ানের সদস্য সংখ্যা ১০টি।


খ. SAARC ভুক্ত কোন কোন দেশের সমুদ্রবন্দর নেই?


উত্তর : সার্কভুক্ত আটটি দেশের মধ্যে আফগানিস্তান, নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ হওয়ায় দেশগুলোর কোনো সমুদ্রবন্দর নেই।


গ. UNESCO-এর সদর দপ্তর কোথায়?


উত্তর : UNESCO-এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।


৯. WHO কি? এ সংস্থার উদ্দেশ্য কি কি?


উত্তর : বিশ্ব জনস্বাস্থ্যের জন্য কাজ করা জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হলো WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান উদ্দেশ্য হলো, 'সর্বোচ্চ সম্ভাব্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা'। এছাড়াও আরো কিছু উদ্দেশ্য রয়েছে। যেমন—


i. সর্বজনীন স্বাস্থ্য সেবার পক্ষে যাওয়া।

ii. জনস্বাস্থ্যের ঝুঁকি নিরীক্ষণ করা।

iii. সব দেশকে সমভাবে প্রযুক্তিগত সেবা নিশ্চিত করা।

iv. মৃত্যুহার, রুগ্নতা, প্রতিবন্ধীত্ব হ্রাস করা ।

v. সুস্থতর জীবন ধারার বিকাশে এবং পরিবেশগত সামাজিক, অর্থনৈতিক ও আচরণগত কারণে স্বাস্থ্যের

প্রতি যে হুমকির সৃষ্টি হয়, তা হ্রাস করা ।


১০. SDG-এর প্রথম ১০টি goal লিখুন।


উত্তর : SDG-এর প্রথম ১০টি goal নিম্নরূপ : লক্ষ্য-০১ : সকল প্রকার দারিদ্র্য দূরীকরণ।


লক্ষ্য-০২ : ক্ষুধা দূরীকরণ, খাদ্য নিরাপত্তা অর্জন এবং পুষ্টির উন্নয়ন ও কৃষির টেকসই উন্নয়ন।

লক্ষ্য-০৩ : স্বাস্থ্যসম্মত জীবনমান নিশ্চিতকরণ এবং সব বয়সের সকলের জন্য কল্যাণ করা। লক্ষ্য-০৪ : সকলের জন্য ন্যায্যতাভিত্তিক ও মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ।

লক্ষ্য-০৫ : সকল নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জন।

লক্ষ্য-০৬ : সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিত করা। লক্ষ্য-০৭ : সকলের জন্য সহজলভ্য সুবিধাজনক, নির্ভরযোগ্য, স্থিতিশীল ও আধুনিক জ্বালানি বা বিদ্যুতের ব্যবস্থা করা।

লক্ষ্য-০৮ : স্থিতিশীল ও অংশগ্রহণমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি | ত্বরান্বিতকরণ এবং পূর্ণকালীন উৎপাদনমূলক ও কাজের সুন্দর পরিবেশ তৈরি।

লক্ষ্য-০৯ : মনোরম স্থাপনা নির্মাণ, অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল শিল্পায়ন এবং উদ্ভাবনকে উৎসাহিত করা।

লক্ষ্য-১০ : রাষ্ট্রসমূহের অভ্যন্তরীণ ও বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার বৈষম্য বিলোপ।


১১. BIMSTEC কি? এ সংস্থার লক্ষ্য কি? 


উত্তর : বিমসটেক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশকে নিয়ে গঠিত একটি অর্থনৈতিক আঞ্চলিক জোট। এ সংস্থার মূল লক্ষ্য হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরের উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।


১২. ক. ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা কত? 


 উত্তর : ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা ৫৪টি।


খ. কোন নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে? 


উত্তর : বাংলাদেশে উৎপত্তি লাভ করে ভারতে প্রবেশ করা নদীটি হলো কুলিখ। 


গ. কোন নদী বাংলাদেশ থেকে ভারতে এবং ভারত থেকে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে?


উত্তর : বাংলাদেশে উৎপত্তি লাভ করে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে আসা নদীটি হলো পুনর্ভবা।


১৩. পূর্ণরূপ লিখুন : ILO, NATO, IFAD


উত্তর : পূর্ণরূপগুলো নিম্নরূপ —


ILO-International Labour Organization

NATO-North Atlantic Treaty Organization

IFAD— International Fund for Agricultural Development.


14. টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) কী? এর কয়টি লক্ষ্যমাত্রা (Goal) এবং কয়টি উদ্দেশ্য (Target) রয়েছে? 


উত্তর : টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) হলো ভবিষ্যত আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। জাতিসংঘ এ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং 'টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করছে। Sustainable Development Goals তথা টেকসই উন্নয়ন অভীষ্টের মেয়াদ ২০১৬-২০৩০ সাল।


15. ব্রেক্সিট (Brexit) কী? এতে যুক্তরাজ্য কতটুকু লাভবান হয়েছে?

 উত্তর : ব্রেক্সিট (Brexit) মানে হলো British Exit-এর সংক্ষিপ্ত রূপ। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়াকে ব্রেক্সিট বলা হয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায়। ইইউ থেকে বের হয়ে যাওয়ার কারণে ব্রিটেন বা যুক্তরাজ্যের লাভ নিচে উল্লেখ করা হলো :

১. ইউরোপীয় ইউনিয়নকে (EU) বিশাল অঙ্কের বাজেট ভবিষ্যতে আর দেয়া লাগবে না।


২. যুক্তরাজ্য বিশ্বের অন্য দেশগুলোর সাথে FTA, PTA করতে পারবে স্বাধীনভাবে।


৩. যুক্তরাজ্য EU-তে থাকলে তাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তাই ব্রেক্সিটের পর যুক্তরাজ্য সার্বভৌমত্ব অটুট রাখতে পারবে। তাদের


8. EU-র দেশগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ যুক্তরাজ্যে এসে চাকরি করছে। যার কারণে জব হারাচ্ছে স্থানীয় মানুষজন। ব্রেক্সিট তাদেরকে হারানো জব সেক্টর ফিরে পেতে সাহায্য করবে।



16. প্যালেস্টাইন সমস্যা সমাধানের জন্য তিনটি সুপারিশ পেশ


উত্তর: ১৯৪৮ সালের ১৪ মে ফিলিস্তিনের ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্যালেস্টাইন সমস্যা উদ্ভূত হয়। সেই থেকেই এখনও চলছে এ সমস্যা। সমস্যা সমাধানে করণীয় : ১. জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনে তৎপর হতে হবে। ২. মুসলিম দেশগুলোর জোট OIC-কে ফিলিস্তিনীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। ৩. ভেটো ক্ষমতাসম্পন্ন দেশগুলোকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য ঐকমত্যে আসতে হবে। 


17. ভেটো (Veto) কী? নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? কোন কোন দেশের ভেটো ক্ষমতা রয়েছে?


 উত্তর : Veto একটি ল্যাটিন শব্দ যার অর্থ আমি মানি না'। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর ভেটো ক্ষমতা রয়েছে। স্থায়ী সদস্য দেশগুলো হলো : ১. যুক্তরাষ্ট্র, ২. যুক্তরাজ্য, ৩. ফ্রান্স, ৪. রাশিয়া, ৫. চীন। 


18. রোহিঙ্গা কারা? রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য তিনটি সুপারিশ করুন।


উত্তর : রোহিঙ্গা হলো মিয়ানমারের রাখাইন রাজ্যের নাগরিক।


সুপারিশ :


ক. কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের নিমিত্তে


জাতিসংঘকে আরো কার্যকর ভূমিকা পালন করা। ২. বাংলাদেশ তার মিত্রদেশসমূহকে বুঝিয়ে মিয়ানমারের উপর প্রত্যাবাসনের জন্য চাপ প্রয়োগের জন্য উদ্যোগ নেয়া। গ. সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনীতিকভাবে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। 


19. পরবর্তী বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে? এ বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?

উত্তর : ২২তম বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে। এ বিশ্বকাপে ৩২টি দল অংশগ্রহণ করবে। 


20. নোবেল প্রাইজ কী? কোন কোন বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হয়?


উত্তর : মানবজাতির জন্য অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যে পুরস্কার প্রদান করা হয় তাকে নোবেল প্রাইজ বলে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল করে যাওয়া সম্পত্তি থেকে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। মোট ৬টি বিষয়ে নোবেল পুরস্কার দেয়া য়- ১. পদার্থবিজ্ঞান, ২. রসায়ন, ৩. চিকিৎসাশাস্ত্র, ৪. সাহিত্য, ৫. শান্তি ও ৬. অর্থনীতি। উল্লেখ্য, অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় ১৯৬৯ সাল থেকে।








21. ফিলিপাইন কোন মহাদেশের অন্তর্ভুক্ত? এই দেশের রাষ্ট্রীয় নাম কি? 

উত্তর : ফিলিপাইন এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। দেশটির রাষ্ট্রীয় নাম 'রিপাবলিক অব দি ফিলিপাইনস'।


22. মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত চারটি দেশের নাম লিখুন। 

উত্তর : মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত চারটি দেশের নাম- ১. সৌদি আরব, ২. কাতার, ৩. কুয়েত ও ৪. বাহরাইন।


23. দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট কতটি দেশ? বাংলাদেশ এশিয়ার কোন অংশে? 

উত্তর : দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট ১১টি দেশ রয়েছে। বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অংশে অবস্থিত।


24. বিমানবন্দরগুলো কোন দেশের তা লিখুন : হিথ্রো বিমান বন্দর ও ফ্রাঙ্কফুট বিমান বন্দর। দেশ


উত্তর :


বিমান বন্দর


হিথ্রো


ফ্রাঙ্কফুট


যুক্তরাজ্য


জার্মানি


25 বর্ণিত দেশগুলোর বিমান সংস্থায় ব্যবহৃত প্রতীকগুলোর নাম লিখুন : জাপান, চীন ও মালয়েশিয়া।


উত্তর :


জাপান-সারস পাখি (Crane)


চীন-ফোনিক্স বার্ড (Phonix Bird)


মালয়েশিয়া মুন কাইট (Moon Kite)


বিমান সংস্থার ব্যবহৃত প্রতীক। 



26. জাতিসংঘের বিশেষায়িত যেকোনো দুটি সংস্থার নাম ও কার্যাবলি বর্ণনা করুন। 

উত্তর : জাতিসংঘের বিশেষায়িত দুটি সংস্থার নাম হলো— ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (WHO) ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP)।


WHO-র কার্যাবলি : এটি বিশ্বের সকল মানুষের জনস্বাস্থ্য নিশ্চিতে কাজ করে থাকে। WFP-র কার্যাবলি : এটি বিশ্বব্যাপী ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করে থাকে।



27. কমনওয়েলথ কি? এর বর্তমান প্রধান কে? CPA (সিপিএ)-এর পূর্ণরূপ লিখুন । 

উত্তর : কমনওয়েলথ হলো অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। এর বর্তমান প্রধান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। CPA এর পূর্ণরূপ হলো Commonwealth Parliamentary Association I 


28.বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৮ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এতে মোট কতটি দল অংশগ্রহণ করে? বিশ্বকাপ ছাড়া আর কোন কোন ক্ষেত্রে স্বর্ণের পুরস্কার দেওয়া হয়? 

উত্তর : বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৮ রাশিয়াতে অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৩২টি দল অংশ নেয়। বিশ্বকাপ ছাড়াও অলিম্পিক গেমস, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, সাফ গেমস ইত্যাদি খেলায় গোল্ড মেডেল দেয়া হয়।


29. ২০১৮ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে কোন কোন দল খেলেছিল? ক্রোয়েশিয়া দলের জারসির রং কি ছিল?

 উত্তর : ২০১৮ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়াম ও ইংল্যান্ড দল খেলেছিল। ক্রোয়েশিয়া দলের জার্সির রং ছিল লাল ও সাদার মিশেল চতুর্ভুজ আকৃতির ছক কাটা।


30. উল্লিখিত সংস্থাগুলোর পূর্ণরূপ ও কার্যাবলি বর্ণনা করুন : IDB, SAFTA, BRICS, CARE RISO 

 উত্তর : IDB : IDB-এর পূর্ণরূপ হলো Islamic Development Bank। সংস্থাটি তাদের সদস্য দেশগুলোকে বিনা সুদে ঋণ প্রদান করে।


SAFTA : SAFTA - এর পূর্ণরূপ হলো South Asian Free Trade Area । সার্কভুক্ত দেশসমূহের মধ্যে মুক্ত বাণিজ্যকে কেন্দ্র করে SAFTA চুক্তি ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে স্বাক্ষরিত হয়।


BRICS: BRICS-এর পূর্ণরূপ হলো Brazil, Russia, India, China, South Africa । বিশ্বের ৫টি উদীয়মান অর্থনীতির দেশের নামের আদ্যক্ষর অনুযায়ী এর নামকরণ করা হয়। এর কার্যাবলি হলো অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিভেদ হ্রাস করা, বাণিজ্য বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় সহায়তা প্রদান।


CARE : CARE-এর পূর্ণরূপ হলো Cooperative for Assistance and Relief Everywhere। সংস্থাটি বিশ্বব্যাপী জরুরি ত্রাণ সহায়তা এবং দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক প্রকল্পসমূহ বাস্তবায়নে সহায়তা প্রদান করে।


ISO : ISO-এর পূর্ণরূপ হলো International Organization for Standardization। সংস্থাটির প্রধান কাজ শিল্প ও বাণিজ্যের বিভিন্ন বিষয়ের উপর মান নির্ধারণ, প্রণয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে মানের সনদপত্র প্রদান।




31.জাতিসংঘ কখন প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যাবলি সংক্ষেপে আলোচনা করুন। 

উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কার্যাবলির মধ্যে রয়েছে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতি জোরদার করা, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় কাজ করা, যে কোনো আন্তর্জাতিক বিবাদের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা, জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচিত করা এবং সাধারণ পরিষদের নতুন সভাপতি নির্বাচন করা ।



32.এসডিজি (SDG) কী? এর কতটি অভীষ্ট লক্ষ্য (Goal) |  এবং উদ্দেশ্য (Target) রয়েছে? 

উত্তর : SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals । SDG বলতে ভবিষ্যতে আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কিত একগুচ্ছ লক্ষ্যমাত্রাকে বোঝায়, যে লক্ষ্যমাত্রাগুলো ২০৩০ সালের মধ্যে পূরণ-পূর্বক পৃথিবীকে মানবিক ও সকলের জন্য বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষস্থির করা হয়েছে। SDG-তে মোট ১৭টি অভীষ্ট লক্ষ্য (Goal) ও ১৬৯টি উদ্দেশ্য (Target) রয়েছে।


33. করোনা ভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণে বিশ্বস্বাস্থ্য সংস্থার (WHO) ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন।

 উত্তর : করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যে পদক্ষেপগুলো নিয়েছিল সেগুলোর মধ্যে কয়েকটি হলো :


ক. বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের চীনের উহান তথা করোনা ভাইরাসের উৎসস্থল পরিদর্শন এবং ৩০ জানুয়ারি ২০২০ বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা খ. ১১ মার্চ ২০২০-এ কোভিড-১৯ কে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা।


গ. ৭ এপ্রিল ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ১৩৩টি দেশে প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী প্রেরণ। 



34. বিশ্বায়ন (Globalization) কী? এই প্রক্রিয়ায় বাংলাদেশ কোন কোন ক্ষেত্রে লাভবান হয়েছে বলে আপনি মনে করেন?


উত্তর : বাণিজ্যকে বিশ্বব্যাপী বাধাহীনভাবে পরিচালনার অর্থনৈতিক মাও রাজনৈতিক নীতিমালাই হলো বিশ্বায়ন। বিশ্বায়নের মূল কথা হলো পণ্য ও পুঁজিকে বিশ্বব্যাপী অবাধে পৌঁছানো। বিশ্বায়ন হলো অর্থনৈতিকভাবে ঔপনিবেশিকতা। যার মাধ্যমে অর্থনৈতিকভাবে এগিয়ে থাকা দেশগুলো অনুন্নত দেশগুলোকে অর্থনৈতিক সহযোগিতার নামে নব্য উপনিবেশ সৃষ্টি করার প্রয়াস পায়। বিশ্বায়নের ফলে বাংলাদেশ যেসব ক্ষেত্রে লাভবান হয়েছে সে। ক্ষেত্রগুলো হলো :


ক. প্রযুক্তিগত ক্ষেত্রে বিশ্বায়নের ইতিবাচক দিক কাজে লাগিয়ে বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে আরো সহজ ও আরামদায়ক করেছে। মাউসের চাপে মুহূর্তেই বিশ্বব্যাপী পৌঁছে যাচ্ছে অর্থ, তথ্যসহ প্রয়োজনীয় জিনিস।


খ. দারিদ্র বিমোচন : উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে। এতে দেশে দারিদ্যের হার হ্রাস পেয়েছে।


গ. কর্মসংস্থানের ক্ষেত্রে বিশ্বায়নের ফলে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশের নতুন সমাজ কর্মসংস্থানের ক্ষেত্রে নিজেদেরকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে পারছে। যার ফলে একদিকে তাদের বেকারত্ব ঘুচে যাচ্ছে, অন্যদিকে তা অর্থনীতিতে ভূমিকা রাখছে ।



35. দক্ষিণ চীন সাগরে বিরোধের কারণসমূহ সংক্ষেপে আলোচনা করুন। 


উত্তর : দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরের অংশ। এটি পৃথিবীর বৃহত্তম সাগর, যার আয়তন ৩৫,০০,০০০ বর্গ কিলোমিটার। বৈশ্বিক বাণিজ্যের একটা উল্লেখযোগ্য অংশ এ সাগর পথে সম্পন্ন হয়ে থাকার কারণে এ জলরাশির উপকূলবর্তী সকল দেশের সাথে যুক্তরাষ্ট্রসহ অন্যান্যের সেখানে প্রবেশের সমনাধিকার থাকা উচিত। কিন্তু চীন 'নাইন ড্যাশ লাইনের ভিত্তিতে সাগরটিতে একক মালিকানা দাবি করায় দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এছাড়া চীন কর্তৃক স্প্রাটলি ও প্যারাসেল দ্বীপপুঞ্জ নিজেদের দখলে রাখার পাশাপাশি কৃত্রিম দ্বীপের সৃষ্টি করে পার্শ্ববর্তী দেশগুলোর ওপর নজরদারি ঘাঁটি স্থাপনও বিরোধের অন্যতম কারণ। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এ জলরাশির তলদেশে ৭.৭ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল ও ২৬৬ ট্রিলিয়ন কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস প্রাপ্তির সম্ভাবনা বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে, তা উত্তোলনকেন্দ্রিক বিরোধের সাথে মৎস্য সম্পদের প্রাচুর্যতার একটা কারণতো আছেই


36. বিমসটেক (BIMSTEC) কী? এর লক্ষ্য ও সফলতা সম্পর্কে আপনার মতামত সংক্ষেপে উল্লেখ করুন। 


উত্তর : BIMSTEC-এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-sectoral Technical and Economic Cooperation। বিমসটেক হলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশের অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক জোট। কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতাসহ মোট ১৪টি ক্ষেত্র নিয়ে কাজ করে বিমসটেক। এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। লক্ষ্য :


ক. দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।


খ. ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্পে সহযোগিতা প্রসারিত করা।


গ. অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ সুবিধা ভোগ করার লক্ষ্যে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা সম্প্রসারিত করা।


সফলতা :


ক. বিমসটেক সদস্য দেশগুলোর কাজের অধিক্ষেত্রগুলো একই হওয়ায় সদস্য রাষ্ট্রগুলোকে কিছু ক্ষেত্রে একই পতাকাতলে আনয়ন সম্ভব হয়েছে, যা দেশগুলোকে একসাথে কাজ করার সুযোগ করে দিয়েছে।


খ. প্রযুক্তিগত ও অর্থনৈতিকক্ষেত্র থেকে শুরু করে সন্ত্রাসবাদ - দমন ও বহুজাতিক অপরাধ প্রতিরোধ করার সুযোগ তৈরি হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ করা যায়, বিমসটেকের দুই সদস্য দেশের (থাইল্যান্ড ও ভারত) সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে।


37. পূর্ণনাম লিখুন: WTO, BRICS, UNESCO, ILO


 উত্তর : WTO – World Trade Organisation. BRICS-Brazil, Russia, India, China and South Africa. UNESCO- United Nations Educational, Seientific and Cultural Organisation. ILO— Internation Labour Organisation.



38. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? 

উত্তর : জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।


39. ভারতের রাষ্ট্রপতির নাম কি?

উত্তর : ভারতের রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ। 


40 পৃথিবীর ছাদ বলা হয় কাকে?

উত্তর : পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। 


41. বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থার নাম কি?

উত্তর : বিশ্বের প্রাচীনতম সংবাদ সংস্থা হলো এজেন্সি ফ্রান্স প্রেস।


42. জর্ডানের বর্তমান বাদশাহর নাম কি?

উত্তর : জর্ডানের বর্তমান বাদশার নাম দ্বিতীয় আব্দুল্লাহ। 


43. International Criminal Court কোন আন্তর্জাতিক সংস্থার অঙ্গ সংগঠন? ICC-এর সদর দপ্তর কোথায়? UNICEF -এর পূর্ণরূপ লিখুন।

উত্তর : International Criminal Court (ICC) ১৭ জুলাই ১৯৯৮ 'Rome Statute'-এর মাধ্যমে প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়। এর কার্যক্রম শুরু হয় ২০০২ সালে। ICC একটি একক প্রতিষ্ঠান, যা কোনো সংস্থার অধীন নয়। ICC-এর সদর দপ্তর দি হেগ, নেদারল্যান্ডস। UNICEF এর পূর্ণরূপ হলো United Nations Children's Fundi


44. ২০১৮ ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? এ বিশ্বকাপে কোন দেশ Champion হয়? সোনার বুট জিতেছেন কে? তিনি কোন দেশের?

উত্তর : ২০১৮ বিশ্বকাপ ফুটবল রাশিয়ায় অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন হয় ফ্রান্স । সোনার বুট জিতেছেন হ্যারি কেন। তিনি ইংল্যান্ডের নাগরিক।


45. ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? এর তাৎপর্য বর্ণনা করুন । 

উত্তর : মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫ তম সম্মেলন ৫-৬ মে ২০১৮ ঢাকায় অনুষ্ঠিত হয়। এ সম্মেলনটি বিভিন্ন কারণে তাৎপর্যমণ্ডিত। বাংলাদেশের আশ্রয় নেয়া মোট ১১.৫০ লক্ষ রোহিঙ্গা সমস্যা সমাধানে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের পাশে দাঁড়ায়। যার ফলশ্রুতিতে গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে। এছাড়াও মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি ও প্রগতির বার্তা নিয়ে আসে এ সম্মেলন।



46. জাতিসংঘের সাধারণ পরিষদের উল্লেখযোগ্য কার্যাবলি উল্লেখ করুন।


উত্তর : জাতিসংঘের সাধারণ পরিষদ নানাবিধ কার্যসম্পাদন করে থাকে। জাতিসংঘ সনদ মোতাবেক সাধারণ পরিষদ যে সমস্ত কার্যাবলি করে থাকে সেগুলো নিম্নোক্তভাবে ভাগ করা যায় : ১. নির্বাচনমূলক কাজ : সাধারণ পরিষদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নির্বাচন পরিচালনা করা। নির্বাচন সংক্রান্ত এ পরিষদ নিম্নোক্ত কার্যাবলি সম্পাদন করে :


ক. নিরাপত্তা পরিষদের ১০ জন অস্থায়ী সদস্য নির্বাচন করা। ভৌগোলিক ভিত্তিতে আফ্রো-এশিয়া এলাকা থেকে ৫ জন, পূর্ব ইউরোপ থেকে ১ জন, ল্যাটিন আমেরিকা থেকে ২ জন এবং পশ্চিম ইউরোপ ও অন্যান্য বস্তু থেকে ২ জন সদস্য নির্বাচিত হয়ে থাকেন।


খ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) ৫৪ সদস্যের নির্বাচন করা।


গ. জাতিসংঘ সনদের ৯৭ ধারা মোতাবেক নিরাপত্ত পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিবনি র্বাচন করা। সাধারণ পরিষদ প্রতি ৫ বছরের জন্য মহাসচিব নির্বাচন করে থাকে।


ঘ. এ পরিষদ আন্তর্জাতিক আদালতের ১৫ জন বিচারক নির্বাচন করে থাকে। তবে এ নির্বাচনে সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ স্বতন্ত্রভাবে ভোট প্রদান করে থাকে।


৫অছি পরিষদের সদস্য নির্বাচন পরিচালনা করতো। বর্তমানে জাতিসংঘের অঙ্গ সংস্থা হিসেবে আছি পরিষদকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

২. অর্থ-সম্পর্কিত কার্যাবলি : সাধারণ পরিষদ জাতিসংঘের আয়-ব্যয়ের বাজেট পাস করে থাকে। সদস্যের চাঁদার সাথে সঙ্গতি রেখে জাতিসংঘের বাজেট প্রণয়ন ও অনুমোদন ছাড়াও এই পরিষদ ILO সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহের বাজেট পরীক্ষা ও অনুমোদন করে। এছাড়াও সাধারণ পরিষদ জাতিসংঘের সদস্য রাষ্ট্রের দেয় চাঁদার পরিমাণও নির্ধারণ করে থাকে।


৩. তত্ত্বাবধায়কের কাজ : অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সর্বতোভাবে সাধারণ পরিষদের অধীনে থাকায় এর কার্যক্রম ও প্রতিবেদন নিয়ে আলোচনা করে থাকে। এছাড়া প্রতিবছর মহাসচিব কর্তৃক প্রদত্ত প্রতিবেদননি য়েও আলোচনা করে।


46.  আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) কোথায় অবস্থিত? এই আদালতের গঠন সংক্ষেপে উল্লেখ করুন।


 উত্তর : আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।


আদালতের গঠন : ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত। বিচারকদের প্রত্যেকের মধ্যেই জাতিগত ভিন্নতা থাকবে। নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ উভয়েরই সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক আদালতের বিচারকগণ নিয়োজিত হন। একটি ন্যাশনাল প্যানেলের (national panel) মাধ্যমে বিচারক হিসেবে চূড়ান্ত নির্বাচনের জন্য প্রার্থী মনোনীত করা হয়। এ আদালতের বিচারকগণ ৯ বছরের জন্য নির্বাচিত হন। কোনো বিচারক পুনর্নির্বাচিতও হতে পারেন। প্রতি তিন বছর অন্তর অন্তর পাঁচটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতই তার ভাপতি এবং সহ-সভাপতিকে তিন বছরের জন্য নির্বাচিত করে। এ আদালতের সদস্যবৃন্দ অন্য কোনো রাজনৈতিক, প্রশাসনিক ও পেশাগত দায়িত্বে থাকতে পারে না। আদালতের বিচারক হওয়ার কারণ ব্যতীত অন্য কোনোভাবে যদি কোনো বিচারক কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে তিনি ঐ বিষয়ে বিচার করা থেকে বিরত থাকবেন।


এমন কোনো অভিযোগ যদি থাকে যে অভিযোগের সাথে সংশ্লিষ্ট কোনো দেশের বিচারক আন্তর্জাতিক আদালতে পূর্বেই নিয়োজিত রয়েছেন, তবে সেক্ষেত্রে সে দেশের বিচারকের পরিবর্তে অন্য কোনো বিচারক প্রতিস্থাপন করে বিচার কাজ আরম্ভ করতে হবে। আর ১৫ জন সদস্যের মধ্যে অন্তত ৯ জন সদস্যের উপস্থিতিতে আন্তর্জাতিক আদালতে রায় গৃহীত হয়।


47. নাম লিখুন :


ক. চীনের প্রেসিডেন্ট।


উত্তর : চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং।

খ. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।


উত্তর : মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।


গ. ভারতের পররাষ্ট্রমন্ত্রী। উত্তর : ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।


48. ন্যাটো (NATO) কি? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 

উত্তর : ন্যাটো হলো আটলান্টিক মহাসাগরের উভয় পাড়ের পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোর এক সামরিক জোট। জোটটি ১৯৪৯ সালের ৪ এপ্রিল পূর্ব ইউরোপে সাবেক সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণকে প্রতিহত বা প্রতিরোধ করার মানসে গঠিত হলেও বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক ৩০ সদস্যের বর্তমানের এ জোটটির প্রধান লক্ষ্য হলো নিজেদের বিরুদ্ধে যেকোনো আন্তর্জাতিক হুমকির মোকাবিলা করা।


49. বেরিং প্রণালী কি? এই প্রণালী কোন কোন দেশকে আলাদা করেছে?


উত্তর : রাশিয়া এবং আলাস্কাকে পৃথককারী এবং আর্কটিকের চুকচি সাগর ও প্রশান্ত মহাসাগরের বেরিং সাগরকে সংযুক্তকারী বেরিং প্রণালি বরফাচ্ছাদিত আর্কটিকের সাথে প্রশান্ত মহাসাগরের নৌচলাচলের একমাত্র পথ। এ প্রণালির সবচেয়ে সংকীর্ণ অংশের প্রশস্ততা ৫৫ কিমি।


50. সর্বজনীন মানবাধিকার সনদ কি? এই সনদ কবে, কোথায় ঘোষিত হয়েছিল?


উত্তর : বিশ্বের প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিতে জাতিসংঘ কর্তৃক যে সনদ ঘোষণা করা হয়, সেটিই সর্বজনীন মানবাধিকার সনদ। এ ঘোষণার মোট ৩০টি ধারা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ধারাগুলো হচ্ছে : ব্যক্তির জীবনের স্বাধীনতা ও নিরাপত্তা; শিক্ষা, চিন্তা, বিবেক ও ধর্মের


স্বাধীনতা; মতপ্রকাশের স্বাধীনতা; নির্যাতন থেকে অন্য দেশে আশ্রয় চাওয়া ও আশ্রয় লাভ; ভয়, অভাব, নির্যাতন ও দাসত্ব থেকে মুক্তির অধিকার। নারী-পুরুষ, জাতি, ধর্ম ও সাংস্কৃতিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এই ঘোষণা প্রযোজ্য। সার্বজনীন মানবাধিকার ঘোষণার দিনটি উপলক্ষ্যে প্রতিবছর ১০ ডিসেম্বর জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রে মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে সর্বজনীন মানবাধিকার ঘোষণা গ্রহণ করা হয়।


51. BREXIT কি? সংক্ষেপে আলোচনা করুন।

 উত্তর : British ও Exit শব্দদ্বয়ের সংক্ষিপ্ত রূপ হলো Brexit। ইইউ থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া Brexit নামে পরিচিত।


১ জানুয়ারি ১৯৭৩ ইইসিতে যুক্তরাজ্যের যোগদানের দীর্ঘ ৪০ দশকের অধিক সময় পরে ইইউতে থাকা না থাকা নিয়ে ২৩ জুন ২০১৬ দেশটিতে এক গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে ব্রেক্সিটপন্থীরা ৫১.৮৯% ভোট পেয়ে জয়ী হয়। এ গণভোটের পর চার বছরের তর্ক-বিতর্ক ও আলোচনা শেষে ৩১ জানুয়ারি ২০২০ আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট কার্যকর হয়।


52. টীকা লিখুন :


ক. নেলসন ম্যান্ডেলা


উত্তর : নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের বিপ্লবী রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপ্রধান। আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শের ধারক ম্যান্ডেলা ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন। ম্যান্ডেলা ১৮ জুলাই ১৯১৮ দক্ষিণ আফ্রিকার এমভেজোর এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে দক্ষিণ আফ্রিকার সরকার তাকে গ্রেপ্তার করে ও অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তিনি ২৭ বছর কারাবাস করার পর মুক্তি লাভ করেন ১১ ফেব্রুয়ারি ১৯৯০। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা তার গোত্রের নিকট মাদিবা নামে পরিচিত ছিল। যার অর্থ জাতির জনক। গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রতীক হিসেবে গণ্য ম্যান্ডেলা ২৫০টিরও অধিক পুরস্কার পেয়েছেন।


খ. ব্ল্যাকহোল হত্যাকাণ্ড


উত্তর : মহাবিশ্বের বিস্ময় ব্ল্যাকহোলের মহাকর্ষ শক্তি এতই প্রবল যে কোনো কিছুই সেখান থেকে বের হতে পারে না। ১৯৬০ এর দশকের শুরুতে প্রিন্সটন


ইউনিভার্সিটির অধ্যাপক রবার্ট ডিক কলকাতার অন্ধকূপ হত্যাকাণ্ডকে ব্ল্যাকহোলের সাথে তুলনা করেছেন। তিনি বলতেন মহাজাগতিক বস্তুগুলো আসলে কলকাতার এক ধরনের ভয়ঙ্কর কারাগার, যার থেকে কেউ বের হয়ে যেতে পারে না। বাংলার নবাব সিরাজউদ্দৌলা ১৭৫৬ সালে কলকাতায় ৯ ইন্ডিয়া কোম্পানির দুর্গ ফোর্ট উইলিয়াম দখল করে নেন। ইংরেজ সেনাপতি জে জেড হলওয়েল প্রচার চালিয়ে ছিলেন যে নবাব ১৪৬ জন ইংরেজ সেনাকে বন্দী করে ১৮ × ১৪ ফুট ঘরে আটকে রাখায় প্রচণ্ড গরমে ১২৩ জনের মৃত্যু হয়। ইতিহাসে এ ঘটনাই অন্ধকূপ হত্যাকাণ্ড বা ব্ল্যাকহোল হত্যাকাণ্ড নামে পরিচিত।


গ. মার্টিন লুথার কিং উত্তর: যুক্তরাষ্ট্রের নাগরিক মার্টিন লুথার কিং মার্কিন ২ কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আন্দোলনের বিখ্যাত নেতা ছিলেন। কিং ১৯৬৩ সালে ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে তার বিখ্যাত বক্তৃতা I have Dream প্রদান করেন। শান্তিপূর্ণ বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য তিনি ১৯৬৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ক্ষণজন্মা এ কৃষ্ণাঙ্গ নেতা ১৯৬৮ সালে আততায়ীর গুলিতে নিহত হন।


51 জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর নাম লিখুন।


উত্তর : জাতিসংঘ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ৫টি। যথা— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন।


ভারতের ‘মিসাইল ম্যান' কাকে বলা হয়? তার জন্মস্থান ও আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লিখুন।


উত্তর : এপিজে আব্দুল কালামকে ভারতের মিসাইল ম্যান লা হয়। তার জন্মস্থান— রামেশ্বরম, মাদ্রাজ প্রেসিডেন্সি (তামিলনাড়ু রাজ্য), ভারত এবং আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ‘উইংস অব ফায়ার'।



52. কয়টি আমিরাত নিয়ে আরব আমিরাত গঠিত? দেশটির রাজধানী ও মুদ্রার নাম কি কি?

 উত্তর : সাতটি আমিরাত নিয়ে আরব আমিরাত গঠিত হয়। দেশটির রাজধানীর নাম আবুধাবি এবং মুদ্রার নাম দিরহাম।


53. নোবেল পুরস্কার প্রবর্তন করেন কে? কয়টি ক্ষেত্রে পুরস্কার দেয়া হয়, কি কি? 


উত্তর : নোবেল পুরষ্কার প্রবর্তন করেন আলফ্রেড বার্নার্ড। ছয়টি ক্ষেত্র বা বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এগুলো হলো— 1 চিকিৎসা, ii. রসায়ন, iii. পদার্থবিদ্যা, iv. সাহিত্য, v. অর্থনীতি এবং vi. শান্তি।


54. রোহিঙ্গা প্রত্যাবর্তনের challenge গুলো সংক্ষেপে আলোচনা করুন। 

উত্তর : পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সংখ্যালঘু জাতির নাম রোহিঙ্গা। মিয়ানমারের শাসক শ্রেণির অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে এ পর্যন্ত ১০ লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পরবর্তীতে চাপের কারণে তাদেরকে স্বদেশ প্রত্যাবর্তনে মিয়ানমার বাংলাদেশের সাথে একটি প্রত্যাবর্তন চুক্তি করেছিল। রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো


১. জাতিগত পরিচয় রোহিঙ্গাদের বাদ দিয়ে মিয়ানমারে ১৩৫টি জাতিগোষ্ঠীর আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়েছে। উদ্বাস্তু রোহিঙ্গা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি হলো তাদেরকে সরকারের দেশের অন্যতম নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে হবে। মিয়ানমার সরকার সেটা করবে কিনা নিশ্চিত নয়।


২. নাগরিকত্ব : ১৯৮২ সালে বার্মা জান্তা সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করে দেয়। তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেয়া হবে কিনা তা রোহিঙ্গা প্রত্যাবর্তনের অন্যতম চ্যালেঞ্জ।


৩. নিরাপত্তা : রোহিঙ্গাদের ওপর যে নিপীড়ন, হত্যাযজ্ঞ, ধর্ষণ ইত্যাদির মতো হিংস্র কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল। তা আবারো শুরু হতে পারে। রোহিঙ্গা মুসলিমদের প্রতি বৌদ্ধদের বিদ্বেষ, রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার এর পেছনে অন্যতম কারণ। সুতরাং তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যাবর্তনের অন্যতম চ্যালেঞ্জ।


এছাড়া আরো কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে— আটক রোহিঙ্গাদের মুক্তি দেয়া, মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচার নিশ্চিত করা, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো নির্মাণ এবং অন্ন, বস্ত্র, ১ বাসস্থানের মতো মৌলিক বিষয়গুলো নিশ্চিতকরণ।


55. মুক্তবাজার অর্থনীতি কী? সংক্ষেপে লিখুন। 

উত্তর : মুক্তবাজার অর্থনীতির অন্য নাম ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। মুক্তবাজার অর্থনীতি হলো এরূপ একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে প্রত্যেক ব্যক্তি উৎপাদন, বণ্টন ও ভোগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভোগ করে এবং বাজার ব্যবস্থা সরকারি হস্তক্ষেপমুক্ত থাকে। এ ধরনের বাজার ব্যবস্থায় প্রতিটি ব্যক্তি বা ফাম কোথ বা বিক্রয় করবে, কি দামে দ্রব্য বা সেবা বিনিময় করবে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে স্বাধীন থাকে। ধনতন্ত্র সম্পর্কে V.I. Lenin বলেন, ‘ধনতন্ত্র বলতে উৎপাদনের ঐ উন্নত স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রমশক্তি নিজেই পণ্যে পরিণত হয়। সুতরাং যে অর্থব্যবস্থায়, উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয় সে অর্থনৈতিক ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়।


56. পূর্ণরূপ লিখুন: OIC, BBC, CIRDAP 


উত্তর: OIC = Organisation of Islamic Cooperation.


BBC = British Broadcasting Corporation. CIRDAP = Centre on Integrated Rural Development for Asia and the Pacific.


.


57. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের অফিসিয়াল ভাষাগুলো কী কী? 


উত্তর : জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।


জাতিসংঘের অফিসিয়াল ভাষা মোট ছয়টি ।


যথা : ১. ইংরেজি; ২. চীনা; ৩. আরবি; ৪. ফরাসি; ৫. স্প্যানিশ ও ৬. রুশ।



58. রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ কীভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন। লিখুন। 


উত্তর : জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের সংগঠন। বিশ্ব শান্তি ও নিরাপত্তা বার্তা নিয়ে এ সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। যেভাবে ভূমিকা রাখতে পারে :


ক. রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ মিয়ানমারকে আলোচনার টেবিলে বসার জন্য উদ্যোগ নিতে পারে। 

খ. জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে পারে।


গ. জাতিসংঘে দেয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দফা প্রস্তাব গুরুত্বের সাথে নিয়ে সমস্যা সমাধানে তৎপর হতে পারে।


ঘ. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মাধ্যমে মিয়ানমারকে সমস্যা সমাধানে উদ্যোগী হতে আহ্বান জানানো।


ঙ. মিয়ানমারকে সমাধানের উদ্যোগ নেয়ার জন্য জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে।


59. কোথায় এবং কিসের জন্য বিখ্যাত লিখুন :


ক. পানামা খাল; খ. সুয়েজ খাল; গ. হরমুজ প্রণালি; ঘ. মিনডানাও; ঙ. বাবেলমান্ডে (বাব-এল-মান্দেব) প্রণালি ।


উত্তর : ক. পানামা খাল : পানামা খাল মধ্য আমেরিকার দেশ পানামায় অবস্থিত। এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।


খ. সুয়েজ খাল : সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।


গ. হরমুজ প্রণালি : হরমুজ প্রণালি ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত। এটি ওমান সাগরকে পারস্য উপসাগরের সাথে সংযুক্ত করেছে।


ঘ. মিন্দানাও : মিন্দানাও দ্বীপ ফিলিপাইনে অবস্থিত। ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত একটি দ্বীপ। এটি


ঙ. বাবেলমান্ডে প্রণালি (বাব-এল-মান্দেব) : বাব-এল মান্দেব ইয়েমেন ও আফ্রিকার জিবুতি, ইরিত্রিয়াতে অবস্থিত একটি প্রণালি। এটি এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে পৃথক করেছে এবং


এডেন উপসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে।


60. বাণিজ্য যুদ্ধ কী? চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করতে পারে বলে আপনি মনে করেন। লিখুন।


উত্তর : বাণিজ্য যুদ্ধ : বাণিজ্য যুদ্ধ হলো এক ধরনের অর্থনৈতিক সংঘাত যা চরম সংরক্ষণবাদ নীতির ফলে এক দেশ প্রতিপক্ষ দেশের শুল্ক বৃদ্ধির প্রতিশোধ হিসেবে ঐ দেশের আমদানিকৃত পণ্যে নতুন করে শুল্ক আরোপ, বিদ্যমান শুল্ক বৃদ্ধি বা অন্য কোনোভাবে বাণিজ্য বাধার সৃষ্টি করে। এক কথায় বলতে, সংরক্ষণবাদ নীতির পার্শ্বপ্রতিক্রিয়া হলো বাণিজ্য যুদ্ধ।


বিশ্ব অর্থনীতিতে প্রভাব : ২০১৮ সালের ৬ জুলাই ৩৪ বিলিয়ন ডলারের চীনা পণ্য আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয় । দুনিয়ার শীর্ষ দুই অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়াতে এর প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। বাণিজ্য যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে দরপতন শুরু হয় । IMF বলছে বাণিজ্য যুদ্ধের ফলে ২০১৯ সালে বিশ্ব প্রবৃদ্ধি ৩% পর্যন্ত কমে যেতে পারে। ব্যাংক অব ফিনল্যান্ডের একটি গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ০.৭% কমে যাবে। সারা বিশ্বে বিনিয়োগ ও উৎপাদন খাত হুমকির মধ্যে পড়েছে ইতোমধ্যে। আন্তর্জাতিক অর্থ তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, এ যুদ্ধের ফলে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বলা যায়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নতুন মেরুকরণ শুরু হতে পারে।


61. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে কে? কোন অবদানের জন্য এবার এই পুরস্কার প্রদান করা হয়েছে? 


উত্তর : ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম' (WFP)। অবদান : ক্ষুধা মোকাবিলা, সংঘাতকবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠা, সংঘাত এবং যুদ্ধে ক্ষুধাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখতে অসামান্য অবদান রাখায় সংস্থাটিকে নোবেল পুরস্কার দেয়া হয়। নোবেল কমিটি জানায়, ২০১৯ বিশ্বের ৮৮টি দেশে এ সংস্থাটি প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে।


62. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলি বর্ণনা করুন। 


উত্তর : জাতিসংঘের ৬টি প্রধান অঙ্গসংস্থার একটি হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন বসে ১৭ জানুয়ারি ১৯৪৬। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে ৫টি দেশ স্থায়ী সদস্য এবং ১০টি দেশ অস্থায়ী সদস্য। আঞ্চলিক প্রতিনিধিত্বের ভিত্তিতে প্রতি ২ বছর অন্তর ৫টি অস্থায়ী সদস্যের মেয়াদ শেষ হয় এবং নতুন ৫ সদস্য নির্বাচিত হয়।


কার্যাবলি : নিরাপত্তা পরিষদের উল্লেখযোগ্য কার্যাবলি নিচে : দেয়া হলো :


ক. আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতি জোরদার করা।


খ. মানবাধিকার সমুন্নত রাখার জন্য কাজ করা। গ. জাতিসংঘের নতুন মহসচিব নিয়োগ দান করা।


ঘ. জাতিসংঘের সাধারণ পরিষদের নতুন সদস্য পদের জন্য সুপারিশ করা।


সংক্ষিপ্ত পরিচিতিসহ নিম্নে বর্ণিত প্রতিষ্ঠানসমূহের প্রধান কার্যালয় ও অবস্থান সম্পর্কে লিখুন।


ক. NATO খ. UNICEF গ. INTERPOL


প্রতিষ্ঠান


NATO


UNICEF


INTERPOL


অবস্থান ও কার্যালয় ব্রাসেলস, বেলজিয়াম


নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র


লিও, ফ্রান্স


63. COP-25 কী? এর অধিবেশন কোথায়? কখন অনুষ্ঠিত হবে?


উত্তর: COP-এর পূর্ণরূপ Conference of Parties | পরিবেশ ও জলবায়ু বিষয়ক সর্বোচ্চ সংস্থা COP | COP-25 হলো ২ থেকে ১৩ ডিসেম্বর ২০১৯ স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত পরিবেশ ও জলবায়ু বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান COP এর একটি সম্মেলন।


64. নাগার্নো-কারাবাখ কোথায় অবস্থিত? কোন দুটি দেশের মধ্যে কি স্বার্থের কারণে সেখানে সংঘাতের সৃষ্টি হয়েছে? 


উত্তর : নাগার্নো-কারাবাখ ককেশাস অঞ্চলের দুই বৈরী দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অবস্থিত। এটি মূলত একটি ছিটমহল। এটি আজারবাইজানের ভুখণ্ড বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা ভূখণ্ডটি দখল করে রেখেছিল এবং আটসাখ প্রজাতন্ত্র নামে বিচ্ছিন্নতাবাদী সরকার গঠন করেছিল। সর্বশেষ ২৭ সেপ্টেম্বর ২০২০ দেশ দুটির মধ্যে ভূখণ্ডটি নিয়ে যুদ্ধ শুরু হয় এবং ১৯



নভেম্বর ২০২০ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। নাগার্নো কারাবাখে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সেখানে স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।


65. 'No Deal Brexit' কী? Brexit প্রশ্নে যুক্তরাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে লিখুন । 


উত্তর : যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে কোনো চুক্তি ছাড়া যুক্তরাজ্য ইইউ ত্যাগ করার বিষয়টি No Deal Brexit নামে পরিচিত।


২৮ ডিসেম্বর, ২০২০ ব্রেক্সিট চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন ইইউ-এর ২৭টি সদস্যদেশের রাষ্ট্রদূতেরা। যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ৫২১-৭৩ ভোটে দ্রুতই চুক্তিটি অনুমোদন পায়। উভয়পক্ষ এ চুক্তি অনুমোদন করার ফলে যুক্তরাজ্য ও ইইউ-এর মধ্যেকার ৪৭ বছরের সম্পর্কের ইতি ঘটে।


66. 'OIC' কী, রোহিঙ্গা মুসলিমদের সমস্যা সমাধানে এ সংস্থাটির ভূমিকা বর্ণনা করুন। 


উত্তর : OIC-এর পূর্ণরূপ Organisation of Islamic Cooperation। বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে গড়ে ওঠা প্রথম সংগঠন OIC। এটি প্রতিষ্ঠিত হয় ২৫ সেপ্টেম্বর ১৯৬৯।


রোহিঙ্গা সমস্যার সমাধানে OIC-এর ভূমিকা : বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষা ও সংহতি জোরদার করার লক্ষ্যে OIC প্রতিষ্ঠিত হয়েছিল। সংগঠনটি প্রথম দিকে মুসলিম উম্মাহর স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখতে পারলেও বর্তমানে সংগঠনটি মুসলিম উম্মাহকে বিশ্বব্যাপী নির্যাতন, জুলুমের হাত থেকে বাঁচাতে অনেকাংশে ব্যর্থ হচ্ছে। রোহিঙ্গা সমস্যা সমাধানেও এর ব্যত্যয় নেই। সংগঠনটি কিছু বিবৃতি ও কিছু আর্থিক সহায়তা ছাড়া রোহিঙ্গাদের সফল প্রত্যাবাসনে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তবে OIC'র পরোক্ষ সহযোগিতায় গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে।


67. পরিচয় লিখুন : ক. নেলসন ম্যান্ডেলা খ. ফিদেল ক্যাস্ট্রো এবং গ. স্টিফেন হকিং।


 উত্তর :


নেলসন ম্যান্ডেলা : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি আফ্রিকান জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের আদর্শের ধারক ম্যান্ডেলা ১৮ জুলাই ১৯১৮ দক্ষিণ আফ্রিকার কেপ প্রদেশের এমভিজো গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার উপাধি ‘মাদিবা' যার অর্থ পিতা।




খ. ফিদেল ক্যাস্ট্রো : কিউবান সমাজতান্ত্রিক বিপ্লবী ফিদেল আলেজান্দ্রো ক্যাস্ত্রো ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। ১ জানুয়ারি ১৯৫৯ তিনি কিউবার পশ্চিমা মদদপুষ্ট তাবেদার সরকার ফালজেন্সিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করে কিউবায় সমাজতান্ত্রিক শাসনের সূত্রপাত করেন। তিনি ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।


গ. স্টিফেন হকিং : ১৯৪২ সালে জন্মগ্রহণ করা ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, বিশ্বতাত্ত্বিক ও বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় লেখক। তাকে বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী বলে বিবেচনা করা হয়। তিনি ১৯৭৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে লুকাসিয়ান প্রফেসর পদে কর্মরত ছিলেন। তিনি ২০১৮ সালে মৃত্যুবরণ করেন।


68.  SDG এর পূর্ণরূপ কী? এর লক্ষ্য কয়টি?


উত্তর : SDG-এর পূর্ণরূপ — Sustainable Development Goals। জাতিসংঘ কর্তৃক ঘোষিত SDG এর কার্যক্রম শুরু হয় ১ জানুয়ারি ২০১৬ থেকে এবং এটি চলবে ৩১ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত । SDG-এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭টি।


69. জাতিসংঘের তিনটি অঙ্গসংগঠনের নাম লিখুন। UNESCO এর সদর দপ্তর কোথায়?


উত্তর : জাতিসংঘ সনদ অনুযায়ী এর ৬টি মূল অঙ্গ সংগঠন রয়েছে। এর মধ্যে ৩টি অঙ্গ সংগঠন হলো :



১. সাধারণ পরিষদ


২. নিরাপত্তা পরিষদ

৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। UNESCO-এর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। 


70.  যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী? ইল্যান্ড কোন দেশের পুরাতন নাম? কারবালা কোথায় অবস্থিত? 


উত্তর : যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে সে দেশের ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন। নেদারল্যান্ডসের পুরাতন নাম হল্যান্ড।


ঐতিহাসিক কারবালা ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত।


 71. মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম? পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত?


উত্তর : মোসাদ ইসরাইলের গোয়েন্দা সংস্থা। ইস্তানবুল (তুরস্ক) বিশ্বের একমাত্র শহর, যা দুই মহাদেশে (এশিয়া ও ইউরোপ) অবস্থিত ।


72. যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কতটি? বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি?


উত্তর : যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মোট ৫০টি। বিশ্বের সর্বাধিক > দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। এর দ্বীপের সংখ্যা ১৭ হাজারের বেশি। 


73. .  শ্বেতহস্তীর দেশ, হাজার হ্রদের দেশ এবং সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশগুলোকে?


উত্তর : শ্বেতহস্তীর দেশ— থাইল্যান্ড।


74. হাজার হ্রদের দেশ— ফিনল্যান্ড।

সূর্যোদয়ের দেশ— জাপান ।


75. ‘ইউনিয়ন জ্যাক' কি? চ্যান্সেলর অব এক্সচেকার কাকে বলা হয়? 


উত্তর : ইউনিয়ন জ্যাক বা ইউনিয়ন ফ্লাগ হলো যুক্তরাজ্যের জাতীয় পতাকা। যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে চ্যান্সেলর অব দ্য এক্সচেকার বলা হয়।


76. ২০১৮ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ নিয়েছিল? এশিয়া ও আফ্রিকা মহাদেশ থেকে অংশ নেয়া দেশগুলো কী কী?


উত্তর : ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ২১তম বিশ্বকাপ ফুটবলে ৩২টি দেশ অংশগ্রহণ করেছিল। এ বিশ্বকাপে এশিয়া মহাদেশ থেকে অংশ নেয় ৪টি দেশ। যথা— ইরান, জাপান, সৌৗদি আরব এবং দক্ষিণ কোরিয়া। উল্লেখ্য, এফসি-এর আওতায় অস্ট্রেলিয়াও এশিয়া থেকে অংশগ্রহণ করায় এশিয়া মহাদেশ থেকে অংশগ্রহণকারী মোট দেশ ৫টি।


এ বিশ্বকাপে আফ্রিকা মহাদেশ থেকে অংশগ্রহণ করে ৫টি দেশ। দেশগুলো হলো— মিশর, মরক্কো, নাইজেরিয়া, সেনেগাল এবং তিউনিসিয়া । ০৯. প্রশ্নপত্রে ৯নং প্রশ্ন নেই।


77. জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা কয়টি ও কী কী? 


উত্তর : জাতিসংঘের অফিসিয়াল বা আনুষ্ঠানিক ভাষা ৬টি।


যথা— ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি। ১১. রোহিঙ্গা কাদেরকে বলা হয়? শরণার্থী হিসেবে তাদের


78. বংলাদেশে আগমনকে কেন আপনি মানবিক সংকট হিসেবে বিবেচনা করেন সংক্ষেপে আলোচনা করুন। 


উত্তর : রোহিঙ্গা পরিচিতি : নবম-দশম শতাব্দীতে আরাকান রাজ্য ‘রোহান' কিংবা 'রোহাঙ' নামে পরিচিত ছিল। সেই অঞ্চলের অধিবাসী হিসেবেই ‘রোহিঙ্গা' শব্দের উদ্ভব। রোহিঙ্গারা পূর্বতন বার্মা, অধুনা মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যের মুসলামান সংখ্যালঘু সম্প্রদায়। আরাকানি মুসলিমরা সেখানে হাজার বছর ধরে বসবাস করে এলেও বাংলাভাষা ও মুসলিম হওয়ার কারণে তারা মিয়ানমার সরকার ও নাগরিকদের কাছে 'বিদেশি', 'বাঙালি' বা 'অবৈধ অভিবাসী' হিসেবে চিহ্নিত। এ কারণে রোহিঙ্গারা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের কাছ থেকে চরম বৈরিতার শিকার হয়ে থাকে। এমনকি সে দেশের সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে। মানবিক সংকটে রোহিঙ্গারা : রোহিঙ্গারা এক দুর্ভাগা জাতি।


সে দেশের সরকার রোহিঙ্গাদের উৎখাতে বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করলেও ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে | পরিচালিত অভিযান, নিপিড়ন পূর্বের সব অভিযানকে ছাড়িয়ে যায়। তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে পোড়ামাটি নীতি গ্রহণ করে। এতে রাখাইনে সেনা ও মগদের হাতে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয়। রাখাইনের মংডু, বুথিয়াডং ও রাখেদং শহরতলিতে রোহিঙ্গাদের ২১৪টি গ্রাম নিশ্চিহ্ন করে দেয়া হয়। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ও গুড়িয়ে দেয়া হয়েছে। 'অপারেশন ক্লিয়ারেন্স' নামের এ অভিযানের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনী ভয়ানকভাবে মানবাধিকার লঙ্ঘন করে। নির্বিচারে হত্যা, শিরশ্ছেদ, লোকজনকে ঘরে বন্দি করে জীবন্ত পুড়িয়ে মারা ও ধর্ষণের মতো বর্বরতম ঘটনা ঘটায়। এমনকি শিশুরাও দাঙ্গাবাজদের সহিংস আক্রমণ থেকে রেহাই পায়নি। ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। বাংলাদেশে প্রবেশের পর তারা আপাতত প্রাণে বেঁচে গেলেও স্বল্প পরিসরে কয়েক লক্ষ মানুষের নাগরিক সুবিধার ন্যূনতম মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে অবয়ব সৃষ্টি হয়েছে তাকে সত্যিই মানবতার সংকট বললে অত্যুক্তি হবে না।


79. IMF এবং NAM এর পূর্ণরূপ কী? বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 


উত্তর : IMF = International Monetary Fund NAM = Non-Aligned Movement |


বিশ্বব্যাংক ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।


80.  BRICS শব্দটি কী? এর সাথে সংশ্লিষ্ট দেশগুলোর রাজধানীর নাম লিখুন। 


উত্তর : BRICS হলো পাঁচটি রাষ্ট্র যথাক্রমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত একটি কিন্তু তাদের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলির উপর উল্লেখযোগ্য প্রভাব।


সংঘ। BRICS-এ অন্তর্ভুক্ত সকল রাষ্ট্র উন্নয়নশীল বা সদ্য শিল্পোন্নত


BRICS সংশ্লিষ্ট দেশ


ব্রাজিল রাশিয়া


ভারত


চীন


দক্ষিণ আফ্রিকা


রাজধানী


ব্রাসিলিয়া


নয়াদিল্লি


বেইজিং


প্রিটোরিয়া


81. মালয়েশিয়া, ক্রোয়েশিয়া এবং শ্রীলংকার সরকার প্রধানের নাম কী লিখুন :


উত্তর :


দেশ


সরকার প্রধান


মালয়েশিয়া মুহিউদ্দীন ইয়াসিন


ক্রোয়েশিয়া


শ্রীলংকা


আন্দ্রেজ প্লেনকাভিচ


মাহিন্দ্রা রাজাপাকসে






82. রাষ্ট্র কী? ‘কল্যাণ রাষ্ট্র' বলতে আপনি কী জানেন? 


উত্তর : রাষ্ট্র বলতে এমন এক রাজনৈতিক সংগঠনকে বুঝায়, যা কোনো একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। বুন্টসলির মতে, কোনো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজই হলো রাষ্ট্র।


কল্যাণ রাষ্ট্র : এটি সরকারের এমন একটি ধারণা, যেখানে রাষ্ট্র তার নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ রক্ষার সকল দায়িত্ব গ্রহণ করে। কল্যাণ রাষ্ট্র তার সকল নাগরিকদের জন্য সমান সুযোগ তৈরি করে এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে নিম্ন আয়ের জনগোষ্ঠীর দিকে বিশেষ গুরুত্ব দানের নীতিতে বিশ্বাসী থাকে। একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান ও শিক্ষার সুবিধা নিশ্চিত করে। বেকারত্ব, অসুস্থতা বা অন্য কোনো কারণে একজন ব্যক্তি জীবিকা অর্জনে ব্যর্থ হলে কল্যাণ রাষ্ট্র তার পাশে দাঁড়ায়।


83. বিশ্বায়ন কী? এর প্রধান ৩টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 


উত্তর : বিশ্বায়ন হলো পারস্পারিক ক্রিয়া ও আন্তঃসংযোগ সৃষ্টিকারী এমন একটি পদ্ধতি, যা বিভিন্ন জাতির সরকার, প্রতিষ্ঠান এবং জনগণের মধ্যে সমন্বয় ও মিথস্ক্রিয়ার সূচনা করে। অন্যভাবে বলা যায়, বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে রাষ্ট্রকেন্দ্রিক সংস্থাসমূহ বিশ্বজুড়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলে। সাধারণ অর্থনৈতিক দিক থেকে বিশ্বায়ন হচ্ছে সমগ্র বিশ্বকে একটি মাত্র বিশাল বাজারে একীত্রকরণ। সুতরাং বিশ্বায়ন হলো দ্রব্য উৎপাদন, বিনিয়োগ ও প্রযুক্তির আন্তঃদেশীয় অবাধপ্রবাহ। বিশ্বায়নের তিনটি বেশিষ্ট্য :


১. বিশ্বায়ন বিশ্বকে একমেরু কেন্দ্রিকতা থেকে বহুমেরুকেন্দ্রিক বিশ্বে পরিণত করেছে।


২. বিশ্বায়ন বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। দেশে দেশে, মানুষে মানুষে শত্রুতা হ্রাস করেছে; অপরিচিতি, ব্যবধান কমে আসছে।


৩. বিশ্বায়ন মানুষে মানুষে, দেশে দেশে ভাষাগত, আচার আচরণগত ব্যবধান কমিয়ে দিচ্ছে। তাই এ বিশ্বকে এখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ।



84. গত পাঁচ বছরের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত তিনজন ব্যক্তিত্বের নাম লিখুন। 


উত্তর : গত পাঁচ বছরের মধ্যে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত : তিনজন ব্যক্তিত্ব হলেন :


১. আবি আহমেদ আলী, ইথিওপিয়া (২০১৯ সাল) : 'শান্তি প্রতিষ্ঠায় ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনে বিশেষ করে প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে তার নিষ্পত্তিমূলক উদ্যোগের জন্য'।




২. নাদিয়া মুরাদ, ইরাক (২০১৮ সাল) : যুদ্ধ-সাহংসতার মধ্যে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীদের রক্ষায় বিশেষ প্রচেষ্টার জন্য।


৩. ডেনিস মুকওয়েগে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (২০১৮ সাল) : যুদ্ধ-সহিংসতার মধ্যে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারীদের রক্ষায় বিশেষ প্রচেষ্টার জন্য ।


85. জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থার নাম কী? এর সদর দপ্তর কোথায় অবস্থিত?


উত্তর : জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অংঙ্গসংস্থা লো— আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত। এটির প্রধান কাজ স্বাধীন রাষ্ট্রসমূহের মধ্যে আইনী বিরোধ নিষ্পত্তি করা এবং বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আইন বিষয়ে পরামর্শ, মতামত দেয়া। আদালতে ১৫ জন বিচারক রয়েছে। এটির সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।


86. স্পেন, গ্রিস ও মিশরের রাজধানী ও মুদ্রার নাম লিখুন।


উত্তর :


দেশ


স্পেন


গ্লিস


মিশর


রাজধানী


মুদ্রা মাদ্রিদ ইউরো


এথেন্স


কায়রো


ইউরো


মিশরীয় পাউন্ড


87.  বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সরাসরি সমর্থন দানকারী তিনটি দেশের নাম লিখুন।


উত্তর : ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন দেশ বাংলাদেশকে সমর্থন দান করে। নিচে সমর্থন দানকারী তিনটি দেশের নাম উল্লেখ করা হলো


১. ভারত : ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে। বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের সময় নিজের দেশে আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া, মুক্তিযুদ্ধে সেনা সহায়তা দেওয়াসহ সব ধরনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা দিয়েছিল ভারত।


২. সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) : ভারতের পর আমাদের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় সমর্থন দানকারী দেশ হিসেবে আবির্ভূত হয় সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।


৩. ভুটান : ভারতীয় সেনাবাহিনীর হয়ে আমাদের মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি প্রদান করে ।




88. মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গা নিধন ও বিতাড়ন বন্ধে জাতিসংঘ কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ কী? 


উত্তর : রোহিঙ্গা সমস্যা শুধু এখন আর আঞ্চলিক কোনো সমস্যা নয়। এটি এখন বিশ্ব দরবারে অন্যতম বৃহৎ একটি মানবিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। বিভিন্ন ধাপে নিপিড়ীত হয়ে লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হয়ে জীবন-যাপন করছে। রোহিঙ্গা সমস্যা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় জোড়ালো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি বিশ্বসংস্থা হিসেবে জাতিসংঘও তেমন ভূমিকা পালন করেনি। বিভিন্ন সময়ে মিয়ানমার সরকারের রোহিঙ্গা নিধন ও বিতাড়ন বন্ধে জাতিসংঘ যে অল্প কিছু পদক্ষেপ গ্রহণ করেছে তা নিচে উল্লেখ করা হলো :


রোহিঙ্গা সমস্যা সমাধানে বিভিন্ন সময়ে জাতিসংঘে প্রস্তাব পাসের মধ্য দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি ঠিক রাখার জন্য আহ্বান জানানো হয়। তিন বছর আগে, ২০১৭ এর ৫ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার পরিষদে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় সহিংসতার কঠোর নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। একই সঙ্গে, পরিষদে গৃহীত প্রস্তাবটিতে রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠী ছাড়াও অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সবার সুরক্ষা ও মৌলিক মানবাধিকারসমূহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছিল। ১৮ নভেম্বর ২০২০ জাতিসংঘের সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে মিয়ানমারের বিরুদ্ধে একটি রেজ্যুলেশন গ্রহণ করা হয়েছে। The Situation of Human Rights of the Rohingya Muslims and Other Minorities in Myanmar' শিরোনামে এ প্রস্তাব গ্রহণ করা হয়, যেখানে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারের তীব্র সমালোচনা করা হয়। টানা চতুর্থবারের মতো জাতিসংঘে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এ ধরনের প্রস্তাব গৃহীত হয়। এ পদক্ষেপে রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় কিংবা জাতিসংঘ থেকে কিছু ইতিবাচক অগ্রগতির বিষয় উঠে এসেছে। এছাড়াও জাতিসংঘের প্রতিনিধিরা মিয়ানমার সফরে এসে সরেজমিনে পরিস্থিতি দেখাও রোহিঙ্গা সমস্যা নিরূপণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জাতিসংঘের গৃহীত এসব প্রস্তাব মোটাদাগে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে মিয়ানমারকে খানিকটা খাটো করে উপস্থাপন করে, যা মিয়ানমারকে এক ধরনের চাপে ফেলে।


89. পৃথিবীর তিনটি বিপজ্জনক বিমানবন্দরের নাম লিখুন ও দেশ উল্লেখ করুন।


উত্তর : পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কয়েকটি বিমানবন্দর এর মাঝে তিনটি বিমানবন্দরের নাম নিচে উল্লেখ করা হলো ১. লুকলা বিমানবন্দর, নেপাল; ২. পারো বিমানবন্দর, ভুটান ৩. করচিভেল বিমানবন্দর





90. নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কী? Veto শব্দের অর্থ কী? 


উত্তর : জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (United Nations Security Council (UNSC)। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা নিরাপত্তা পরিষদের প্রধান কাজ। ভেটো (Veto) : ভেটো হচ্ছে এক-পক্ষীয়ভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃক কোনো সিদ্ধান্ত বা আইনের উপর স্থগিতাদেশ প্রদান করা। অন্যভাবে, ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি এটা মানি না। অবশ্যম্ভাবী শব্দ হিসেবে ভেটো শব্দটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপকভাবে পরিচিত ও এটি বৈশ্বিকভাবে বিরাট প্রভাব বিস্তার করে। জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন হলো ভেটো ক্ষমতার অধিকারী।



91. জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর উদ্দেশ্যগুলো কী কী এবং এ সংস্থাটির সদর দপ্তর কোথায় অবস্থিত? 


উত্তর : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর উদ্দেশ্যগুলো হলো- (ক) বিশ্বের খাদ্য সরবরাহ বৃদ্ধি করা (খ) উন্নত জাতের বীজ সরবরাহকরণ, (গ) খাদ্য ও কৃষিপণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন ও বন্টন ব্যবস্থার উন্নয়ন, (ঘ) পোকার আক্রমণ থেকে শস্যকে রক্ষা করা, (ঙ) বিশ্বের বিভিন্ন অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা ও প্রয়োজনীয় পুষ্টির সরবরাহ বৃদ্ধি ইত্যাদি।


খাদ্য ও কৃষি সংস্থা (FAO) Food and Agricultural Organization- গঠিত হয় ১৬ অক্টোবর ১৯৪৫। এর সদর দপ্তর অবস্থিত ইতালির রোমে।


92. SCI অনুসারে পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ শহর কোনটি? নিরাপদ শহরের তালিকার ক্রম অনুসারে সর্বনিম্নের ৩টি দেশের ৩টি শহরের নাম লিখুন। 


উত্তর : Safe City Index (SCI) অনুসারে পৃথিবীর সর্বোচ্চ নিরাপদ শহর জাপানের রাজধানী টোকিও। নিরাপদ শহরের তালিকার ক্রম অনুসারে সর্বনিম্নের ৩টি দেশের ৩টি শহরের নাম হলো- ৬০তম অবস্থানে নাইজেরিয়ার বড় শহর লাগোস,


৫৯তম অবস্থানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং ৫৮তম অবস্থানে রয়েছে মিয়ানমারের বড় শহর ইয়াঙ্গুন।


93. জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ও কী কী? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘে প্রথম বাংলায় বক্তৃতা দিয়েছিলেন?


উত্তর : জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি যাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষাও বলা হয়। দাপ্তরিক ভাষাগুলো হলো আরবি, ইংরেজি, ফরাসি, মান্দারিন, রুশ ও স্প্যানিশ ভাষা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন।


94. UNDP কী? এই সংস্থার কাজ কী? 


উত্তর : UNDP (United Nations Development Programme) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা। ১৯৬৫ সালের ২২ নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। UNDP-এর প্রধান কাজ হলো— উন্নয়নশীল দেশেসমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায করা এবং সদস্য দেশসমূহের দারিদ্র্য নিরসন করা।





95.  গ্রিন পিস কি? এটি কোন দেশে প্রতিষ্ঠিত হয়েছিল? 


উত্তর : গ্রিনপিস নেদারল্যান্ডস ভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। সবুজ প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় নিবেদিত প্রতিষ্ঠান গ্রিন পিস। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে সমুদ্রে গ্রিন পিস শুরু করে তার প্রথম আনুষ্ঠানিক শুভযাত্রা যা শুরু হয় কানাডার ভ্যানকুভার থেকে। গ্রিন পিসের যাত্রা কানাডার ভ্যানকুভারে হলেও এর সদর দপ্তর নেদারল্যান্ডস এর আমস্টারডাম শহরে অবস্থিত।


96. গেটিসবার্গ বক্তৃতা কে, কখন প্রদান করেন? 


উত্তর : গেটিসবার্গ অ্যাড্রেস বা গেটিসবার্গ বক্তৃতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ। তিনি আমেরিকার গৃহযুদ্ধের সময় ১৯ নভেম্বর ১৮৬৩ পেনসালভানিয়ার গেটিসবার্গে এ বিখ্যাত ভাষণটি প্রদান করেন। 


97. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে?


উত্তর : ভেটো হচ্ছে একপক্ষীয়ভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃক কোনো সিদ্ধান্ত বা আইনের ওপর স্থগিতাদেশ প্রদান করা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি দেশ তথা— যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্সের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। জাতিসংঘের কোনো বিলে বা ভোটে এই ৫টি দেশের কোনো একটি দেশ ভেটো দিলে সে বিল অথবা প্রস্তাব বাতিল হয়ে যায়। 


98. ‘ওয়েস্ট মিনস্টার অ্যাবে? কী? এটি কোথায় অবস্থিত এবং কেন বিখ্যাত?


উত্তর : ‘ওয়েস্ট মিনস্টার অ্যাবে একটি গোথিক চার্চ, যা লন্ডনের সিটি অব ওয়েস্ট মিনস্টারে অবস্থিত। এ চার্চটি ব্রিটিশ রাজা বা রানির অভিষেকস্থল ও সমাধিস্থল হিসেবে বিখ্যাত।


99. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা চিহ্নিত করে? 


উত্তর : ‘ম্যাকমোহন লাইন' ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিতকরণ লাইন বা রেখা।


100. আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার কোন দেশটি ক্ষুদ্রতম এবং এর অবস্থান কোথায়? 


উত্তর : আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ হলো মালদ্বীপ, যা ভারত ও শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে অবস্থিত। দেশটির আয়তন ২৯৮ বর্গকিমি আর জনসংখ্যা প্রায় ৩ লক্ষ ৮০ হাজার।



101. ADB-এর পূর্ণরূপ কী? এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এবং এর বর্তমান সদস্য সংখ্যা কত? 


উত্তর : ADB-এর পূর্ণরূপ হলো Asian Development Bank। এর প্রধান কার্যালয় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত। আর এ ব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা ৬৮।


102. SDG বা Sustainable Development Goal-এর Goal ও Target কয়টি? যেকোনো ৪টি Goal-এর নাম লিখুন।


উত্তর : SDG বা Sustainable Development Goal হলো ভবিষ্যত আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। SDG-এর goal বা লক্ষ্য রয়েছে ১৭টি এবং


Target বা সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে ১৬৯টি। ২০১৫ সালে ১৯৩টি দেশ ১৭টি লক্ষ্যমাত্রা বিষয়ে একমত হয়েছে। নিচে ৪টি goal বা লক্ষ্যমাত্রা উল্লেখ করা হলো :


১. দারিদ্র্য বিমোচন : সর্বত্র সব ধরনের দারিদ্র্য নির্মূল করা।




২. ক্ষুধামুক্ত : ক্ষুধামুক্তি, খাদ্য নিরাপত্তা ও লক্ষ্য অর্জন ও টেকসই কৃষি ব্যবস্থা চালু করা। : স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করা


৩. সুস্থ বয়সের সবার কল্যাণে কাজ করা।


৪. মানসম্মত শিক্ষা : অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। 


110. যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখুন। সমতাভিত্তিক


উত্তর : ২০১৮ সালে বিশ্ব অর্থনীতির শীর্ষ দুই দেশ যুক্তর চীন বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়। ফলশ্রুতিতে ৮ মার্চ 20 ইউরোপ ও চীন থেকে আমদানিকৃত ঢিলে ২৫% অ্যালুমিনিয়ামে ১০% অতিরিক্ত শুল্কারোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্র। অতঃপর ২৩ আগস্ট ২০১৮ চীনের আরও ১,০০% কোটি ডলারের পণ্যের ওপর শুল্কারোপ কার্যকর করে। যুক্তরাষ্ট্র। এরপর ২৪ সেপ্টেম্বর ২০১৮ আরও 20,000 কোটি ডলারের চীনা পণ্যে ১০% শুল্ক ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা হিসেবে ১,৬০০ কোটি ডলারের মার্কিন পারে ২৫% শুল্কারোপ করে চীন। এ বাণিজ্য যুদ্ধ মেটাতে। আলোচনা চালান দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। ৯ মে ২০১৯ ওয়াশিংটনে এক বৈঠকে বসেন তারা। কিন্তু বৈঠকটি কোন সমঝোতা ছাড়া শেষ হওয়া মাত্রই ২০,০০০ কোটি মার্কি ডলার সমমূল্যের চীনা পণ্যে নতুন করে আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আমদানি শুল্ক ১০% থেকে বাড়িয়ে ২৫% করার সিদ্ধান্ত নেন। চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক বৃদ্ধির পর পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা জানায় চীন। ১৩ মে ২০১৯ চীনের অর্থ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের আরো ৬০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী, ১ জুন ২০১৯ থেকে যুক্তরাষ্ট্রের মোট ৫,১৪০টি পণ্যে নতুন করে শুল্ক বসে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধে নতুন মাত্রা যোগ হয়।


111. রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তরায়সমূহ কি কি বলে আপনি মনে করেন সংক্ষেপে লিখুন।


উত্তর : রোহিঙ্গা এমন একটি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠী, যারা নিজ দেশেও পরবাসী। রোহিঙ্গা সংকটের ইতিহাস সুপ্রাচীন। কিন্তু গেল চার দশকে ১৫-২০ লাখ রোহিঙ্গা নির্যাতনের কারণে নিজ দেশ থেকে পাড়ি জমিয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। এর মধ্যে বর্তমানে সর্বাধিক ১.১ মিলিয়ন রোহিঙ্গাদের আশ্রয়স্থল বাংলাদেশে। এ সব রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নানাবিধ অন্তরায় রয়েছে। নিচে সেসব অন্তরায় তুলে ধরা হলো :


১. মিয়ানমার সরকারের সঙ্গে আস্থার সংকট : জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে গিয়ে নিরাপদে বসবাস রোহিঙ্গ করবে সে রকম আস্থা তারা মিয়ানমার সরকারের তরফ থেকে পাচ্ছে না।





২. নিরাপত্তা পরিস্থিতি : মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নিরাপত্তা প্রদানে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় রোহিঙ্গা জনগোষ্ঠী প্রত্যাবাসনে বাধা সৃষ্টি হচ্ছে।


৩. নাগরিকত্ব ইস্যু : রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিকত্ব না পাওয়াও প্রত্যাবাসনে অন্যতম একটি বড় বাধা।


৪. চীন, ভারত ও রাশিয়ার মিয়ানমারের পক্ষে অবস্থান : জাতিসংঘে চীন ও রাশিয়া নিজেদের স্বার্থের জন্য মিয়ানমারকে সমর্থন দেয়ার কারণে মিয়ানমারের বিপক্ষে আন্তর্জাতিকভাবে জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে। না। যা রোহিঙ্গা প্রত্যাবাসনে বিরাট অন্তরায়।


112.  UNHCR ও IMF-এর পূর্ণরূপ উল্লেখ করে দুটি করে কার্যাবলি লিখুন। 


উত্তর : UNHCR-এর পূর্ণরূপ United Nations High


Commissioner for Refugees.


UNHCR-এর প্রধান দুটি কাজ হলো— ১. জাতিসংঘ বা কোনো দেশের অনুরোধে বিশ্বের শরণার্থীদের রক্ষা করা।


২. শরণার্থীদের সমর্থন যোগানো ও তাদের নিজ দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করা।


IMF-এর পূর্ণরূপ International Monetary Fund.


IMF-এর প্রধান দুটি কাজ হলো :


১. বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা । ২. উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন, দারিদ্র্য হ্রাসে সহায়তার জন্য নীতিমালা প্রদান এবং আর্থিক সহায়তা প্রদান।


113. বিশ্বব্যাংক কী? সংস্থাটির কার্যাবলি সংক্ষেপে আলোচনা করুন। 


উত্তর : বিশ্ববাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে বিশ্বের ১৮৯ সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছে এ সংস্থা।


বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ৫টি। যথা— IBRD, IDA, IFC, MIGA, ICSID। সংস্থাগুলোর মাধ্যমে বিশ্বব্যাংক তার কার্যাবলি পরিচালনা করছে। বিশ্বব্যাংক বিশ্বের দরিদ্র দেশগুলোতে দারিদ্র্য বিমোচনে বিভিন্ন ধরনের পাইলট প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে বিশেষ বিশেষ পরিকল্পনার জন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে বিশ্বব্যাংক। এসব ঋণ বিশ্বব্যাংক তার অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান করে, যা কাজে লাগানো হয় দেশের বড় বড় সেতু, রাস্তা, ব্রিজ নির্মাণ, পরিবহণ, শিল্প ও


নগরায়নের উন্নয়নে। এছাড়াও বিশ্বব্যাংকে তৃতীয় বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল ঋণভারে জর্জরিত দেশগুলোকে খাতওয়ারি সমন্বয় ঋণ প্রদান করে, যা ব্যয় করা হয় ঋণগ্রহণকারী দেশের অবকাঠমো নির্মাণে ও নীতি নির্ধারণের কাজে। এভাবে বিশ্বব্যাংক


114. বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে তার কার্যাবলি সম্পাদন করছে।  জাতিসংঘের সাধারণ পরিষদের মূল কাজ কি কি সংক্ষেপে লিখুন। 


উত্তর : জাতিসংঘ সাধারণ পরিষদ জাতিসংঘের প্রধান ও ৬টি শাখার মধ্যে অন্যতম। এটিই একমাত্র পরিষদ যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত সব দেশ সম অধিকার ও প্রতিনিধিত্বের অধিকারী হয়। জাতিসংঘ সাধারণ পরিষদ বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে। এর মধ্যে মূল কাজগুলি নিচে উল্লেখ করা হলো :


১. বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় কাজ করে।


২. আন্তর্জাতিক আইন প্রণয়ণ ও এর প্রসারে কাজ করে।


৩. জাতিসংঘ সনদের আওতাভুক্ত যেকোনো বিষয়ে আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ ও বিভিন্ন শাখার সুপারিশ প্রেরণ করে।


৪. জাতিসংঘের অন্যান্য শাখার কাজের অনুসন্ধান ও নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য সংস্থার প্রতিবেদন পর্যালোচনা ও নীতিরক্ষা করে। ৫. নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে নতুন সদস্য গ্রহণ ও কোনো সদস্য পদ স্থগিত করে।


৬. জাতিসংঘের বাজেট পাশ ও সদস্যরাষ্ট্রের চাঁদার পরিমাণ নির্ধারণ করে। ৭. সকল দেশের মাঝে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব বজায় রাখতে কাজ করে।


115. রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালত (আইসিজে) কী ধরনের অবস্থান নিয়েছে তা সংক্ষেপে লিখুন।


 উত্তর : জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) মানবতার দাবি পূরণে গাম্বিয়ার আবেদনে সাড়া দিয়ে গণহত্যা সনদের বাধ্যবাধকতা পূরণে মিয়ানমারকে অবশ্যই সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী সুরক্ষার পদক্ষেপ নিতে হবে। নিচে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতের অবস্থান উল্লেখ করা হলো :



১. সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠী সুরক্ষা পাওয়ার অধিকারী।


২. মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী চরম ঝুঁকির মুখে রয়েছে। তাই এই ঝুঁকি নিরসন করতে হবে মিয়ানমারকে। ৩. যেহেতু আদালত মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা হয়েছে এ মর্মে রায় দিয়েছেন তাই এখন থেকে মিয়ানমারের মিত্র-দেশগুলো রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দেওয়া থেকে বিরত থাকবে। পরিশেষে বলা যায়, আন্তর্জাতিক আদালত রোহিঙ্গা ইস্যুতে যে অবস্থান নিয়েছেন তা রোহিঙ্গা সমস্যা সমাধানে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করবে।


116. ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিষয়ে সংক্ষেপে লিখুন। 


উত্তর : ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন তিন মার্কিন অর্থনীতিবিদ। নোবেল বিজয়ীরা হলেন— অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। ভারতীয় বংশোদ্ভূত অভিজিৎ ব্যানার্জি এবং ফরাসি বংশোদ্ভূত এস্তার দুফলো দুজনেই কাজ করেন এমআইটি যুক্তরাষ্ট্রে এবং অপরজন যুক্তরাষ্ট্রের নাগরিক মাইকেল ক্রেমার যিনি অধ্যাপনা করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য তারা নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। অভিজিৎ ব্যানার্জি চতুর্থ বাঙালি হিসেবে নোবেল পেয়েছেন এবং তার স্ত্রী এস্তার দুফলো দ্বিতীয় নারী হিসেবে এবং সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে নতুন রেকর্ড করেছেন।


117. জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান সম্পর্কে আলোচনা করুন।


উত্তর : জাতিসংঘের উদ্যোগে বিশ্বের শান্তিরক্ষার কাজে বাংলাদেশ প্রথম ১৯৮৮ সালে যোগদান করে। যোগদানের এই তিন দশকে বাংলাদেশ আজ জাতিসংঘের বিশ্ব শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী জোগানে সবার আগে অবস্থান করছে। শান্তিরক্ষায় জাতিসংঘে বাংলাদেশ শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ১৯৮৮ সালের ইরাক-ইরান যুদ্ধে শান্তিরক্ষায় অংশগ্রহণের পর থেকে প্রায় ২ লাখ শান্তিবাদী পাঠিয়ে জাতিসংঘের ইতিহাসে বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ একটি রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত ৪০টি দেশের ৫৪টি শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মধ্যদিয়ে বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগ জাতিসংঘের ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে।


118.  UNESCO ও FAO-এর দুটি করে কাজ লিখুন।


উত্তর : UNESCO জাতিসংঘের শিল্প ও সংস্কৃতি বিষয়ক


সংস্থা। যারা বিশ্বের ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বা ঐতিহ্যবাহী জায়গাগুলোর তালিকা প্রকাশের জন্য সবচেয়ে বেশি পরিচিত। নিচে ইউনেস্কো-এর দুটি কাজ উল্লেখ করা হলো : ১. ইউনেস্কোর সদস্যভুক্ত দেশের প্রতিটি শিশুর সঠিক শিক্ষা নিশ্চিত করা। ২. বিশ্বের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জায়গাগুলোর গুরুত্ব


বিশ্বাবাসীর কাছে তুলে ধরা এবং জায়গাগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা করার উদ্দ্যোগ নেওয়া। FAO জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক বিশেষ সংস্থা। সংস্থাটি ক্ষুধাকে জয় করার আন্তর্জাতিক প্রচেষ্টায় নেতৃত্ব দেয় ও ক্ষুধাকে দূর করার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। নিচে Food and Agriculture Organization (FAO)-এর নানাবিধ কার্যক্রমের মধ্যে দুটি কার্যক্রম উল্লেখ করা হলো :


১. সদস্যভুক্ত রাষ্ট্রগুলোতে ক্ষুধা দূরীকরণে কাজ করা।


২. সদস্যদেশগুলোতে পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি পদ্ধতি নিশ্চিত করা। পরিশেষে বলা যায়, ইউনেস্কো ও এফএও জাতিসংঘের দুটি বিশেষ সংস্থা, যারা সদস্যভুক্ত দেশগুলোতে মানব কল্যাণের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে।


119. BIMSTEC কী? সংক্ষেপে আলোচনা করুন। 


উত্তর : BIMSTEC-এর পূর্ণরূপ Bay of Bengal Initiative Mutti-Sectoral Technical and Economic Cooperation যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট। সংগঠনটি ১৯৯৭ সালের ৬ জুন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে নতুন আন্তঃআঞ্চলিক জোট হিসেবে আত্মপ্রকাশ করে। এর সদস্য সংখ্যা ৭টি এবং সদর দপ্তর অবস্থিত ঢাকা ।


বিমসটেক এর মূল উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগর উপকূলের দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত ও অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি, পর্যটন, মানবসম্পদ উন্নয়ন, কৃষি উন্নয়ন, মৎস্য সম্পদ, যোগাযোগ ব্যবস্থা, পোশাক ও চামড়া শিল্পসহ আরো অনেকগুলো ক্ষেত্র বিমসটেক-এর মূল উদ্দেশ্যভুক্ত ।


120.  সৌদি আরব কেন হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে— সংক্ষেপে লিখুন। উত্তর : আরব বসন্তের ঢেউয়ের আঘাতে যখন ইয়েমেনের দীর্ঘদিনের কর্তৃত্বপরায়ণ নেতা আলী আব্দুল্লাহ সালেহ তার সহযোগী আব্দরাব্বুহ মানসুর হাদির কাছে দায়িত্ব ছেড়ে দেন,


তারপর থেকেই জিহাদি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে। এদের মধ্যে সবচেয়ে বেশি মাথাচাড়া দিয়ে ওঠ ইয়েমেনের জাইদি শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠা, যারা বিশ্বে হুতি বিদ্রোহী নামেই বেশি পরিচিত। ২০১৪ সালের ।। শেষ দিকে ও ২০১৫ সালের গোড়ার দিকে সানার নিয়ন্ত্রণ নেয় হুতি বিদ্রোহীরা। আর এ কাজে শিয়া মতাদর্শের হুতিদের পূর্ণ সামরিক সহযোগিতা এবং অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে ইরান। যেটি মনে করছে সৌদি আরব। হুতিদের উত্থাপনে সৌদি আরব ভয় পেয়ে যায় এবং ২০১৫ সালের মার্চে সৌদি আরব সুন্নি সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশকে নিয়ে। জোট গঠন করে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। সৌদি আরবের একমাত্র উদ্দেশ্যহ হচ্ছে। হুতিদের দমন করে ইরানকে রুখে দেওয়া কেননা ইরান মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী প্রতিপক্ষ।


121. ব্রেক্সিট (BREXIT) কী? সংক্ষেপে আলোচনা করুন।


 উত্তর: British Exit নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট (Brexit) নামে। এটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া। ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিতে যোগ দেয় যখন এর আওতা ছিল শুধু অর্থনৈতিক কিন্তু ১৯৯৩ সালে ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হওয়ার পর থেকে আশঙ্কাজনকভাবে যুক্তরাজ্যে অভিবাসীদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে যা ব্রিটিশ নাগরিকদের মাঝে চরম অস্বস্তি তৈরি করে। এরই ফলশ্রুতিতে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যের নাগরিকগণ গণভোটের মাধ্যমে ইইউ ছাড়ার পক্ষে ঐতিহাসিক রায় প্রদান করেন।


রায়ের ফলে সাথে সাথেই ব্রিটেন যুক্তরাজ্য থেকে বের হয়ে যেতে পারে না। গণভোট পরবর্তী জটিলতা ও বিভিন্ন চুক্তির সম্মুখীন হতে হয় ব্রিটেনকে। থেরেসা মে সরকারের চলে যাওয়া ও বরিস জনসন সরকারের আগমনের মধ্যদিয়ে ৩১ জানুয়ারি ২০২০ ব্রেক্সিট কার্যকর হয় তবে ইউউর সাথে যুক্তরাজ্যের সম্পর্কই পরবর্তীতে কি হবে তা তৈরিতে ১ বছরের সময় পায় উভয়পক্ষ। নানা মত অমতের মধ্য দিয়ে অবশেষে ২৮ ডিসেম্বর ২০২০ দুই পক্ষ চুক্তির বিষয়ে একমত হয় এবং সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২০ ইউরোপীয় ইউনিয়নের আইন ও একক বাজার থেকে বেরিয়ে যায় যুক্তরাজ্য। ইতি থাকবে না। দ্বিপক্ষীয় চুক্তির মধ্যদিয়ে যুক্তরাজ্যকে ইইউভুক্ত


122. ইউরোপীয় ইউয়ি (EU) ? উ-এর সদস্যভূক্ত দেশ কয়টি? এর একক মুদ্রার নাম কী? 


উত্তর : ইউরোপের দেশগুলোর একটি শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়ন অভিন্ন মুদ্র, অবাধ চলাচল, সীমান্তবিহীন বাজার ব্যবস্থা, অভিন্ন কৃষিনীতি, পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি প্রণয়ন ও প্রভৃতি লক্ষ্য নিয়ে ১৯৯৩ সালে


ইউরোপের ২৭টি দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠন করা হয়। দেশগুলো হলো- অস্ট্রিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইরিশ প্রজাতন্ত্র, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেন। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মুদ্রার নাম হলো ইউরো। বর্তমানে ইউরো মুদ্রা ইউরোপের ২৫টি দেশে ব্যবহৃত হয়।


123. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত? ভেটো (veto) কী? কোন কোন দেশের ভেটো ক্ষমতা রয়েছে?


 উত্তর : জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর কাজ। নিরাপত্তা পরিষদ পনেরো সদস্য নিয়ে গঠিত যা স্থায়ী ও অস্থায়ী সদস্য আকারে বিভক্ত। স্থায়ী সদস্য হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। অস্থায়ী সদস্যগুলো ২ বছরের জন্য নির্দিষ্ট অঞ্চল থেকে নির্বাচিত হয়। অস্থায়ী সদস্যগুলো হলো- এস্তোনিয়া, ভারত, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো, নাইজার, নরওয়ে, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দা গ্রনাডাইন্স, তিউনিসিয়া ও ভিয়েতনাম। ভোটো হচ্ছে একপক্ষীয়ভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা বা দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃক কোনো সিদ্ধান্ত বা


আইনের উপর স্থগিতাদেশ প্রদান করা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যভুক্ত দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে।


124. এসডিজি (SDG) কী? এর কয়টি লক্ষ্যমাত্রা (Goal) এবং কয়টি উদ্দেশ্য (Target) রয়েছে?


উত্তর : এসডিজি (SDG) বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হলো ভবিষ্যৎ আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে এবং টেকসই উন্নয়নের জন্য বৈশ্বিক লক্ষ্যমাত্রা হিসেবে লক্ষ্যগুলোকে প্রচার করছে।




বিভিন্ন দেশের সরকার প্রধানদের আলোচনার মাধ্যমে UN Sustainable Development Summit এ মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে। এসডিজি-এর এ ১৭টি লক্ষ্য বাস্তবায়নের জন্য ১৬৯টি উদ্দেশ্য কাজ করবে।


125. বিশ্বায়ন কী? বিশ্বায়নের তিনটি বৈশিষ্ট্য লিখুন। 


উত্তর : বিশ্বায়ন বিংশ শতকের শেষভাগে উদ্ভূত এমন একটি আন্তর্জাতিক অবস্থা যাতে পৃথিবীর বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন ও বিপণন ব্যবস্থা দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তঃদেশীয় পরিসরে পরিব্যাপ্তি লাভ করেছে। বিশ্বায়নের ফলে সারা বিশ্ব একটি একক সমাজে পরিণত হয়েছে। বিশ্বায়ন অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ব্যাপকভাবে প্রভাবিত করছে । বিশ্বায়নের ৩টি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো :


১. বিশ্বায়ন বিভিন্ন দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতিকে বেশি প্রাধান্য দেয়। বিভিন্ন দেশগুলোর মধ্যে আর্থিক আদান-প্রদানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতাকে গড়ে তুলতে বিশ্বায়ন সাহায্য করে।


২. দেশগুলোর মাঝে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে তোলে। যা দরিদ্র দেশগুলোর বিকাশে সাহায্য করে। ৩. বিশ্বায়ন কেবল আর্থিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। এটি সামাজিক ও সাংস্কৃতিক পথকেও প্রশস্ত করে। 


126. চীনের কোন শহরে করোনা ভাইরাস রোগে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে? 


উত্তর : চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরে করোনা। ভাইরাস রোগে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাস ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথম শনাক্ত হয়। সংক্রমণের তীব্রতার কারণে খুব দ্রুতই ভাইরাসটি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে। রাজধানী উহানসহ হুবেই প্রদেশে এক লাখের কাছাকাছি মানুষ নতুন প্রজাতির করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। ভাইরাসটি চিহ্নিত হওয়ার পরপরই চীনা সরকার হুবেই প্রদেশের সাথে অন্যান্য প্রদেশের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণার মাধ্যমে ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করে।


127. পূর্ণরূপ লিখুন (যেকোনো তিনটি) : ক. BIMSTEC খ. SAARC গ. NATO ঘ. UNESCO 


উত্তর :


ক. BIMSTEC – Bay of Bengal Initiative for Multi


sectoral Technical and Economic Cooperation. খ. SAARC- South Asian Association for Regional Cooperation.


গ. NATO— North Atlantic Treaty Organization ঘ. UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization. 


128. সাম্প্রতিক সময়ে হংকং এ কি ঘটেছে সংক্ষেপে লিখুন 

উত্তর : হংকং চীন প্রজাতন্ত্রের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যা মূল ভূখণ্ডের প্রদেশগুলোর মতো নয় তবে কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে। ব্রিটেনের কাছ থেকে চীন হংকংকে ১৯৯৭ সালে লাভের পর চীন তার এক দেশ দুই নীতি কার্যকর করেছে হংকংয়ের সাথে। নানা কারণে হংকং প্রায়ই উত্তাল হয়ে ওঠে। হংকংয়ের গণতন্ত্রকামী জনগণ পূর্ণ গণতন্ত্রের জন্য ২০১৯ সালের শুরুর দিকে ব্যাপক বিক্ষোভ করে কিন্তু এক দলীয় রাষ্ট্র চীন হংকংকে পূর্ণ গণতন্ত্র দিতে নারাজ। হংকংয়ের গণতন্ত্রকামী জনগণ স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমে আসে এবং দীর্ঘদিন চলতে থাকে বিক্ষোভ। ২০১৯ সালের জুনে আবারও বড় ধরনের বিক্ষোভ দেখা দেয় হংকংয়ে। হংকং থেকে তাইওয়ান ও চীনে অপরাধী প্রত্যর্পণ সংক্রান্ত একটি বিলের জের ধরে আবারও চীন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হংকংয়ের রাজপথ। ব্যাপক



বিক্ষোভে বিলটি অবশেষে বাতিল করা হয়। কিন্তু তার অগ্ন কিছুদিন পরই চীনা পার্লামেন্টে হঠাৎ পাশ হয় হংকংয়ের জন্য বিশেষ নিরাপত্তা আইন যা হংকংয়ের মাটিতে চীনা সার্বভৌম ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অধিকার খর্ব করার চেষ্টা সন্ত্রাসবাদী অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর এই আইনটির বিরোধীতায় আবারও নতুন করে হংকংয়ে শুরু হয়েছে বিক্ষোভ। এ আইনের ফলে মাত্র ২৩ বছরেই কোণঠাসা হয়ে পড়ল হংকংবাসীর স্বাধীনতার স্বপ্ন ও বিশেষ সাংবিধানিক মর্যাদা।


129. 'Paris Agreement কী? এর মূল উদ্দেশ্য লিখুন।


উত্তর : Paris Agreement বা প্যারিস চুক্তি হলো একটি চুক্তি যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)-এর আওতায় জলবায়ু সংক্রান্ত একটি খসড়া চুক্তিকে বোঝায়। এ চুক্তিটি ২২ এপ্রিল ২০১৬ সালে ১৯৫টি দেশের অনুমোদনে আসন্ন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করবে। ‘প্যারিস এগ্রিমেন্ট'-এর মূল উদ্দেশ্যগুলো নিচে উল্লেখ করা হলো


১. বৈশ্বিক উষ্ণতা ২° সেলসিয়াসের কম করা। ২. গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।


৩. প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা। ৪. জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনীদেশগুলোর জলবায়ু তহবিল দিয়ে সাহায্য করা।


130. পূর্ণরূপ লিখুন – MIGA, ICSID, JICA 

উত্তর :


MIGA – Multilateral Investment Guarantee Agency. ICSID- International Centre for Settlement of Investment Disputes. JICA – Japan International Cooperation Agency.


131. SAPTA কী? এর মূল কাজগুলো সম্পর্কে সংক্ষেপে লিখুন। 

উত্তর : দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি হলো সার্ক চুক্তিভুক্ত দেশসমূহের মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তিটি ২০০৪ সালের জানুয়ারি মাসের ৬ তারিখে ১২তম সার্ক সম্মেলনে স্বাক্ষরিত হয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে একটি মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলা SAPTA চুক্তির অন্যতম একটি দিক । নিচে SAPTA চুক্তির মূল কাজগুলো উল্লেখ করা হলো


১. চুক্তিভুক্ত সদস্য দেশগুলোর বাণিজ্য সংক্রান্ত প্রতিবন্ধকতা দূরীকরণ ও এ সকল দেশে আন্তঃসীমানা পণ্য আদান প্রদানের প্রবাহকে সহায়তা প্রদান।


২. মুক্ত বাণিজ্য এলাকাভুক্ত অঞ্চলে ন্যায্য প্রতিযোগিতার এবং পক্ষপাত মুক্ত ও ন্যায় বিচারপূর্ণ সুবিধার প্রবর্তন। ৩. সাফটা চুক্তির বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও এ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি।


আঞ্চলিক সহযোগিতার অধিকতর সম্প্রসারণের লক্ষ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণ ও পারস্পরিক সুবিধাদি বৃদ্ধি। জাতিসংঘ (UN) গঠনের উদ্দেশ্য কী? 


132 UNESCO-এর দু'টি কাজ লিখুন। 

উত্তর : জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন। বিশ্বের যেকোনো স্বাধীন রাষ্ট্র তাদের আবেদনের প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে জাতিসংঘের সদস্যপদ লাভ করতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মিত্র শক্তিগুলো পরবর্তীকালে যাতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করা যায় সেই উদ্দেশ্যে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। তাই ভবিষ্যত যুদ্ধ এড়ানো ও বিশ্বের রাষ্ট্রগুলোর মাঝে আইন, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি নিশ্চিতে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।


ইউনেস্কো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। বিশ্বে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি প্রসার ও উন্নয়নে কাজ করে ইউনেস্কো। নিম্নে ইউনেস্কোর দুটি প্রধান কাজ উল্লেখ করা হলো—


১. সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর প্রতিটি শিশুর যথাযথ শিক্ষা নিশ্চিত করা। ২. বিশ্বের ঐতিহাসিক জায়গাগুলোর সংরক্ষণ ও গুরুত্ব বিশ্বের কাছে তুলে ধরতে ভূমিকা রাখে ও সেসব এলাকাকে বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ঘোষণা করে।


133. Geopolitics বলতে কী বোঝেন? এক্ষেত্রে বঙ্গোপসাগর এর গুরুত্ব সম্পর্কে দু'টি লাইন লিখুন।


উত্তর : ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে যখন কোনো দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ন্ত্রিত হয় তখন তাকে জিওপলিটিক্স বলে। জিওপলিটিক্স হলো এমন বিদ্যা যা কীভাবে রাজনৈতিক শক্তির ব্যবহার হবে কোনো একটি ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে। যেমন— দেশের সীমানা, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্পর্ক। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এখন খুবই গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে বঙ্গোপসাগর। কৌশলগত গুরুত্বের কারণে আঞ্চলিক ও বৈশ্বিক পরাশক্তিগুলোর মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর এক বড় সম্পদের আধার ব্লু ইকোনমি বা সমুদ্রকে ঘিরে অর্থনীতি বর্তমান বিশ্বে এক নতুন সম্ভাবনা। নিচে বঙ্গোপসাগর কেন গুরুত্বপূর্ণ তা উল্লেখ করা হলো—


চীন এশিয়ায় ব্যাপক প্রভাব বিস্তারের জন্য বাংলাদেশকে নানা সহায়তার মধ্য দিয়ে বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে চায়। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তার ব্যাপক প্রভাব বিস্তারের জন্য এবং চীনের উত্থান রোধের জন্য বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া। বর্তমান বিশ্বে সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে বিশ্বকে সেই নেতৃত্ব দিবে। তাই ভৌগোলিকভাবে বঙ্গোপসাগর ব্যাপক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।


134. ৪র্থ শিল্পবিপ্লব কী? সংক্ষেপে আলোচনা করুন। 

উত্তর : কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের মতো নতুন প্রযুক্তির ব্যবহার যা কিনা মানব সম্পদের সম্পূর্ণ বিকল্প হিসেবে কাজ করবে। আর এই পরিবর্তনকেই বলা হচ্ছে ডিজিটাল বিপ্লৰ বা চতুৰ্থ শিল্পবিপ্লব। চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্বে থাকবে ক্লাউড কম্পিউটিং, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অব থিংস।


ক্লাউড কম্পিউটিং-এর মাধ্যমে কম্পিউটারের হার্ডডিস্কের ওপর আর চাপ থাকছে না ইন্টারনেট সংযোগের মাধ্যমে ক্লাউড সার্ভারের সাথে যুক্ত হয়েছে কম্পিউটার তথা নষ্ট না হারাবার






কোনো সুযোগ নেই। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে গ্রাহক কৃত্রিম ভাবে তার পছন্দ মতো জিনিস যন্ত্রের মাধ্যমে পেতে সক্ষম হবে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর প্রযুক্তি ব্যবহার করে


যখন আমাদের চার পাশের সকল বস্তু নিজেদের মাঝে যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে তুলবে তাই ইন্টারনেট অব থিংস। চতুর্থ শিল্পবিপ্লবের কারণে মানুষ আগের চেয়ে দ্রুত গতিতে তার কাঙ্ক্ষিত সেবা পাবে। পণ্য উৎপাদন ও জীবন মানে ব্যাপক পরিবর্তন আসবে।


তাই বলা যায়, মানুষ চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে আরো কাছাকাছি ও নিজেদের জীবনকে সহজ করে তুলবে। এ বিপ্লবের দ্বারা মানুষ থেকে সরে গিয়ে প্রযুক্তির ওপর মানুষের নির্ভরতা বাড়াবে।


135.  ভারতের লোকসভার আসন সংখ্যা কত? আইনসভা ও বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?


উত্তর : লোকসভা ভারতীয় সংসদের নিম্নকক্ষ। এই কক্ষের প্রতিনিধিগণ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। লোকসভার মোট আসন সংখ্যা ৫৪৫। যেখানে ৫৪৩ জন নির্বাচিত প্রতিনিধি ও ২ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত প্রতিনিধি।


ভারতের আইনসভার নাম পার্লামেন্ট বা সংসদ। আইন সভার দুটি কক্ষ (১) উচ্চকক্ষ এবং (২) নিম্নকক্ষ। উচ্চকক্ষের নাম রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম লোকসভা। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। যিনি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।


136.  কানাডা, আর্জেন্টিনা এবং মরক্কোর রাজধানী ও মুদ্রার নাম লিখুন। 

উত্তর : দেশ | রাজধানী মুদ্রা অটোয়া আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্স


কানাডা-কানাডিয়ান ডলার


মরক্কো-পেসো


রাবাত-দিরহাম








137. পূর্ণরূপ লিখুন : CIDA, SAPTA, JICA 

উত্তর: CIDA: Canadian International Development Agency.

SAPTA: SAARC Preferential Trading Arrangement.

JICA: Japan International Cooperation Agency.


138. ডি-৮ কী? ডি-৮ ভুক্ত দেশগুলোর নাম লিখুন। 

উত্তর : উন্নয়নশীল ৮টি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ডি-৮ (D-8 or Developing Eight) নামে পরিচিত। এ সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট। ডি-৮ ভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।


139. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? কত তারিখে কোন সংস্থা এ দিবসের ঘোষণা দেয়?


উত্তর : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি। একুশে


ফেব্রুয়ারি বাংলাদেশসহ সমস্ত বাংলাভাষা ব্যবহারকারী


জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর প্যারিস অধিবেশনে উত্থাপিত প্রস্তাব ১৮৮ দেশের সমর্থনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো ঘোষণা করে। পরবর্তীতে



২০১০ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।


140. কোথায় এবং কিসের জন্য বিখ্যাত শিখুন? 


ক. পঞ্চ প্রণালিঃ , পানামা খাল; গ. উত্তমাশা অন্তরীপ


ক. পক প্রণালি : পক প্রণালি ভারত ও শ্রীলংকার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালি। এটি বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে সংযুক্ত করেছে। অগভীর সমুদ্র ও ডুবোপাহাড়গুলো এ প্রণানিতে জাহাজ চলাচলের জন্য বিশেষ অসুবিধাজনক।


পানামা খাল : পানামা খাল পানামা প্রজাতন্ত্রের যোজক নির্মিত একটি খাল, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। এ খালটি দুটি মহাদেশকে আলাদা করে মহাসাগর দুটিকে যুক্ত করেছে। খালটির দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার। এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি, অন্যটি হচ্ছে সুয়েজ খাল।


গ. উত্তমাশা অন্তরীপ : উত্তমাশা অন্তরীণ আটলান্টিক উপকূলে দক্ষিণ আফ্রিকার কেপ উপদ্বীপের একটি পাথুরে উঁচু সরু ভূভাগ, যা দক্ষিণ আটলান্টিক মহাসাগর অভিমুখে প্রবেশ করেছে। এটি ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের বিভাজক হিসেবে বিবেচিত হয়। ১৪৯৭ সালে ভাস্কো দাগামা অন্তরীপটি অতিক্রম করেছিলেন।


141. জাতিসংঘের তিনটি প্রধান অঙ্গসংগঠনের নাম এবং তাদের প্রধান কাজ উল্লেখ করুন। 


উত্তর : জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন। জাতিসংঘের প্রধান তিনটি অঙ্গসংগঠন হলো— সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। প্রতিটি সংগঠন আলাদা আলাদা কাজে নিয়োজিত। নিচে ৩টি সংগঠনের প্রধান কাজ উল্লেখ করা হলো :


১. সাধারণ পরিষদের কাজ : আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিষয়ে যেকোনো আলোচনা ও সুপারিশ করা। ২. নিরাপত্তা পরিষদের কাজ : আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর প্রধান কাজ।


৩. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ : বিশ্বের বিভিন্ন অঞ্চলের দরিদ্র, নিপীড়িত ও পশ্চাৎপদ জাতিসমূহের উন্নয়নের জন্য বিভিন্ন আর্থসামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়ন করা।


৭. রাখাইনে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে কোন দেশ মামলা করে? 


142. বর্তমানে এ বিচার প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে সংক্ষেপে লিখুন। 


উত্তর : রাখাইনে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে আফ্রিকার দেশ গাম্বিয়া। জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) জেনোসাইড কনভেনশন অনুযায়ী ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি দায়ের করেছে গাম্বিয়া। ১০-১২ ডিসেম্বর ২০১৯ আইসিজেতে এই মামলার শুনানি হয়। এবং ২৩ জানুয়ারি ২০২০ আন্তর্জাতিক বিচার আদালত ঐতিহাসিক এক অন্তর্বর্তীকালীন রায় ঘোষণা করে। অন্তর্বর্তীকালীন এ রায়ে মিয়ানমারের প্রতি আইসিজে চারটি নির্দেশনা দেয় । নির্দেশনাগুলো হলো


১. গণহত্যা সনদ অনুযায়ী রোহিঙ্গাদের হত্যাসহ সব ধরনের নিপীড়ন থেকে নিবৃত্ত থাকতে হবে।


২. মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে এবং সেনাবাহিনী ও অন্য কোনো নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে।


৩. রোহিঙ্গা গণহত্যা বিষয়ে যে অভিযোগ এসেছে তার তথ্য ও প্রমাণ সংরক্ষণ করতে হবে।


৪. রোহিঙ্গাদের সুরক্ষা দেবার জন্য আদেশ অনুযায়ী মিয়ানমার কি ধরনের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চার মাসের মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে জমা দিতে হবে এবং এরপর থেকে প্রতি ছয় মাসে একটি করে প্রতিবেদন জমা দিতে হবে।



143.  Paris Agreement-এর মূল প্রতিপাদ্য বিষয় কী? বর্তমানে Cop-25 সম্মেলনে কী সিদ্ধান্ত হয়েছে?

 উত্তর : Paris Agreement বা প্যারিস চুক্তি হলো একটি জলবায়ু সংক্রান্ত খসড়া চুক্তি যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএফসিসিসি)-এর আওতায় ২২ এপ্রিল ২০১৬ স্বাক্ষরিত এবং ৪ নভেম্বর ২০১৬ থেকে কার্যকর হয়। এই জলবায়ু চুক্তির মূল প্রতিপাদ্য হলে জলবায়ু পরিবর্তন কমানো, জলবায়ুর বিরূপ পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো এবং ক্ষতিগ্রস্থ ও কম কার্বন নিঃসরণকারী দেশগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ধনী ও সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে নিয়ে জলবায়ু তহবিল গঠন করা। ২-১৩ ডিসেম্বর ২০১৯ স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর জন্য আরো বড় লক্ষ্যমাত্রা নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


144.  Transit বলতে কী বোঝায়? কীভাবে উভয় দেশ এর থেকে উপকৃত হয় সংক্ষেপে লিখুন। 


উত্তর : যখন কোনো দেশ অন্য একটি দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের জন্য পণ্য পরিবহন করে নিয়ে যায় তখন তাকে ট্রানজিট বলে। অন্যভাবে বলা যায়, ট্রানজিট হলো এক বা একাধিক দেশের ভূখণ্ডের মধ্য দিয়ে সড়ক, রেল বা নৌপথে বাণিজ্যিক সামগ্রী অথবা জনসাধারণের জন্য


যাতায়াতের সুবিধা প্রদান প্রক্রিয়া। ট্রানজিটের ফলে উভয় দেশ বিভিন্নভাবে উপকৃত হয়। নিচে উভয় দেশের জন্য ট্রানজিটের সুবিধা উল্লেখ করা হলো ১. ট্রানজিট গ্রহণকারী দেশ সহজে ও কম খরচে পণ্য ও মালামাল


তৃতীয় কোনো দেশে বহন করে নিয়ে যেতে পারবে। ২. ট্রানজিট প্রদানকারী দেশ ট্রানজিট মাশুল পাবে নির্দিষ্ট হারে যা তার অর্থনীতিকে চাঙ্গা রাখবে। 


145. সম্প্রতি হংকং-এ কী বিষয় নিয়ে অশান্তি বিরাজ করছিল? 

উত্তর : হংকং চীন প্রজাতন্ত্রের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল যা মূল ভূখণ্ডের প্রদেশগুলোর মত নয়, কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে। ব্রিটেনের কাছ থেকে চীন ১৯৯৭ সালে হংকংকে লাভের পর চীন তার এক দেশ দুই নীতি কার্যকর করেছে হংকংয়ের সাথে। নানা কারণে হংকং প্রায়শই উত্তাল হয়ে ওঠে।


হংকংয়ের গণতন্ত্রকামী জনগণ পূর্ণ গণতন্ত্রের জন্য গত ২০১৯ সালের শুরুর দিকে ব্যাপক বিক্ষোভ শুরু করে কিন্তু একদলীয় রাষ্ট্র চীন হংকংকে পূর্ণ গণতন্ত্র দিতে নারাজ। হংকংয়ের গণতন্ত্রকামী জনগণ স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমে আসে এবং দীর্ঘদিন চলতে থাকে বিক্ষোভ।


২০১৯ সালের জুনে আবারও বড় ধরনের বিক্ষোভ দেখা দেয়। হংকংয়ে। হংকং থেকে তাইওয়ান ও চীনে অপরাধী প্রত্যর্পণ সংক্রান্ত একটি বিলের জের ধরে আবারও চীন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হংকংয়ের রাজপথ। ব্যাপক বিক্ষোভে বিলটি অবশেষে বাতিল করা হয়। কিন্তু তার অ কিছুদিন পরই চীনা পার্লামেন্টে পাশ হয় হংকংয়ের জন্য বিশেষ নিরাপত্তা আইন যেখানে উল্লেখ করা হয় যে, হংকংয়ের মাটিতে



চীনা সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অধিকার খর্ব করার চেষ্টা সন্ত্রাসবাদী অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর এ আইনটির বিরোধীতায় আবারও নতুন করে হংকংয়ে শুরু হয় বিক্ষোভ। এ আইনের ফলে মাত্র ২৩ বছরেই কোণঠাসা হয়ে পড়ল। হংকংবাসীর স্বাধীনতার স্বপ্ন ও বিশেষ সাংবিধানিক মর্যাদা।


146.  Veto বলতে কী বোঝায়? জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা হতে এর প্রয়োগ করা হয়? 

উত্তর : ভেটো (Veto) ল্যাটিন ভাষার শব্দ যার অর্থ আমি মানি না। অন্যভাবে একপক্ষীয়ভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের প্রতিনিধি কর্তৃক কোনো সিদ্ধান্ত বা আইনের উপর স্থগিতাদেশ প্রদান করা। ভেটো শব্দটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপকভাবে পরিচিত এবং এটি বৈশ্বিকভাবে বিরাট প্রভাব বিস্তারকারী একটি শব্দ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এটি প্রয়োগ করে। নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র যথা- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ফ্রান্স এ ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী।


147.  SAARC কী তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছে— সংক্ষেপে লিখুন।


উত্তর : SAARC (South Asian Association for Regional Cooperation) হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক! ১৫ সহযোগিতা সংস্থা। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানকে নিয়ে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করেছিল সার্ক। পরবর্তীতে ২০০৭ সালে আফগানিস্তান যুক্ত হয়। এ সংস্থা প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি ও সহযোগিতাকরণ।


কিন্তু প্রতিষ্ঠার ৩৫ বছর অতিক্রম করলেও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। সার্কের এ অভিষ্ট লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় বাধা হয়ে দাড়িয়েছে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক মনোভাব ও মতাদর্শ, নেতৃত্বের পালাবদল এবং আঞ্চলিক সংঘাত। এছাড়াও সদস্য রাষ্ট্রগুলোর মাঝে বিদ্যমান দ্বিপাক্ষীয় ইস্যুর কারণে সার্কের যে সাফল্য অর্জনের কথা ছিল তা সম্ভব হচ্ছে না।


সার্কের কার্যকর কোনো উদ্যোগের চেয়ে আলোচনা হয় বেশি যার কোনোটিই আসলে বাস্তবরূপ লাভ করে না। আর এ কারণে সার্ক আসিয়ান এবং নাফটার মতো শক্তিশালী আঞ্চলিক জোট হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি। তাই সার্কের অভিষ্ট লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর মাঝে পারস্পরিক আস্থা ও সুদৃঢ় বিশ্বাস অর্জনের সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


148.  ডাটাবেজ (Database) কী? 

উত্তর : ডাটাবেজকে বলা হয় উপাত্তের ভান্ডার। এটি হলো কম্পিউটারভিত্তিক একটি পদ্ধতি, যার সাহায্যে সংগৃহীত চীনা সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অধিকার খর্ব করার চেষ্টা সন্ত্রাসবাদী অপরাধ হিসেবে বিবেচিত হবে। আর এ আইনটির বিরোধীতায় আবারও নতুন করে হংকংয়ে শুরু হয় বিক্ষোভ। এ আইনের ফলে মাত্র ২৩ বছরেই কোণঠাসা হয়ে পড়ল। হংকংবাসীর স্বাধীনতার স্বপ্ন ও বিশেষ সাংবিধানিক মর্যাদা।


149.  Veto বলতে কী বোঝায়? জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা হতে এর প্রয়োগ করা হয়? 


উত্তর : ভেটো (Veto) ল্যাটিন ভাষার শব্দ যার অর্থ আমি মানি না। অন্যভাবে একপক্ষীয়ভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সংস্থা, দেশের প্রতিনিধি কর্তৃক কোনো সিদ্ধান্ত বা আইনের উপর স্থগিতাদেশ প্রদান করা। ভেটো শব্দটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপকভাবে পরিচিত এবং এটি বৈশ্বিকভাবে বিরাট প্রভাব বিস্তারকারী একটি শব্দ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এটি প্রয়োগ করে। নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র যথা- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ফ্রান্স এ ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকারী।


150.  SAARC কী তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছে— সংক্ষেপে লিখুন।


উত্তর : SAARC (South Asian Association for Regional Cooperation) হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক! ১৫ সহযোগিতা সংস্থা। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল এবং ভুটানকে নিয়ে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করেছিল সার্ক। পরবর্তীতে ২০০৭ সালে আফগানিস্তান যুক্ত হয়। এ সংস্থা প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি ও সহযোগিতাকরণ।


কিন্তু প্রতিষ্ঠার ৩৫ বছর অতিক্রম করলেও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। সার্কের এ অভিষ্ট লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় বাধা হয়ে দাড়িয়েছে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক মনোভাব ও মতাদর্শ, নেতৃত্বের পালাবদল এবং আঞ্চলিক সংঘাত। এছাড়াও সদস্য রাষ্ট্রগুলোর মাঝে বিদ্যমান দ্বিপাক্ষীয় ইস্যুর কারণে সার্কের যে সাফল্য অর্জনের কথা ছিল তা সম্ভব হচ্ছে না।


সার্কের কার্যকর কোনো উদ্যোগের চেয়ে আলোচনা হয় বেশি যার কোনোটিই আসলে বাস্তবরূপ লাভ করে না। আর এ কারণে সার্ক আসিয়ান এবং নাফটার মতো শক্তিশালী আঞ্চলিক জোট হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি। তাই সার্কের অভিষ্ট লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোর মাঝে পারস্পরিক আস্থা ও সুদৃঢ় বিশ্বাস অর্জনের সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


151. জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ও কী কী? 

উত্তর : জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬টি। যথা : আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ। জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্ববৃহৎ এক বিশ্ব সংগঠন। ১৯৪৫ সালের ২৬ জুন জাতিসংঘ সনদ অনুমোদন ও স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ।


152. সার্কভুক্ত কোন কোন দেশের সাথে চীনের সীমান্ত রয়েছে?


উত্তর : সার্কভুক্ত চারটি দেশের সাথে চীনের সীমান্ত রয়েছে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত দেশ চারটি হলো : আফগানিস্তান, পাকিস্তান, ভারত ও নেপাল। চীনের সাথে সীমান্ত সংযোগ ১৪টি দেশের। চীন এশিয়া মহাদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। আয়তনের দিক থেকে চীন এশিয়ার বৃহত্তম দেশ এবং রাশিয়া ও কানাডার পর চীন বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ।


153. পূর্ণরূপ লিখুন : UNESCO, PLO, CIRDUP 

উত্তর : UNESCO-এর পূর্ণরূপ : United Nations Educational Scientific and Cultural Organization | PLO-এর পূর্ণরূপ : Palestine Liberation Organization | CIRDUP-এর স্থলে CIRDAP হলে পূর্ণরূপ হবে: Centre on Integreted Rural Development for Asia and the Pacific I


154.  বিশ্ব বাণিজ্য সংস্থা কী? এর উদ্দেশ্য কী কী? 


উত্তর : বিশ্ব বাণিজ্য সংস্থা একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। উদ্দেশ্যসমূহ হলো : ১. বিশ্ব বাণিজ্যের প্রসার। ২. মুক্ত বাণিজ্যের প্রসার। ৩. বাণিজ্যের অ-শুল্ক বাধাসমূহ দূর করা। ২. উল্লিখিত খালগুলো কোন জলরাশিকে যুক্ত করেছে?


155.  পানামা খাল , সুয়েজ খাল


উত্তর : পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের জলরাশিকে যুক্ত করেছে।




 উত্তর : সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরের জলরাশিকে যুক্ত করেছে।




156. হংকং সমস্যা নিরসনে আপনার মতামত লিখুন।


উত্তর : হংকং সমস্যা নিরসনে আমার মতামত নিচে দেয়া হলো : ১. পূর্ণ স্বাধীনতা দেয়া : হংকংকে পূর্ণ স্বাধীনতা দেয়ার মাধ্যমে হংকং সমস্যার সমাধান করা যায়। কারণ হংকংয়ে যেসব আন্দোলন হয়ে থাকে সবকিছুর মূলে রয়েছে স্বাধীনতা।


২. চীনা হস্তক্ষেপ বন্ধ করা : চীনা হস্তক্ষেপ বন্ধ করার মধ্য দিয়ে হংকং সমস্যার সমাধান করা যায়। হংকং সমস্যার অন্যতম প্রধান কারণ হংকংয়ে চীনা হস্তক্ষেপ।


৩. উসকানি বন্ধ করা : হংকং সমস্যার মূলে রয়েছে বিশ্বের শক্তিধর বিভিন্ন দেশের উসকানি। এসব উসকানি বন্ধের মাধ্যমে হংকং সমস্যার সমাধান করা সম্ভব।


157. বর্ণিত ব্যক্তিবর্গ কী কারণে বিখ্যাত?


ক. মাদার তেরেসা


উত্তর : আর্তমানবতার সেবার জন্য মাদার তেরেসা বিখ্যাত। তিনি এ কাজের জন্য ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 

খ. মার্টিন লুথার কিং


উত্তর : মার্টিন লুথার কিং অহিংস আন্দোলন ও I have a Dream শীর্ষক বক্তৃতার জন্য বিখ্যাত। তিনি ১৯৬৪ সালে অহিংস আন্দোলনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।


গ. এপিজে আবদুল কালাম 

উত্তর : এপিজে আবদুল কালাম ভারতের একাদশতম রাষ্ট্রপতি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে বিখ্যাত। তাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.