বিপিএসসি পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি
১. বাংলাদেশে 3G প্রযুক্তি চালু হয় কত তারিখে? ECG করা হয় কেন?
উত্তর : বাংলাদেশে 3G প্রযুক্তি চালু হয় ১৪ অক্টোবর ২০১২। ECG (ইসিজি)-এর পূর্ণরূপ Electro Cardiogram | ইসিজি করে মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক ও পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণ করা হয়। সাধারণত কোনো রোগের কারণ হিসেবে অনিয়মিত কিংবা দ্রুত হৃৎস্পন্দন বা বুকের ব্যাথা হলে ইসিজি করা হয়। এছাড়া নিয়মিত চেক আপ করার জন্য কিংবা বড় অপারেশনের আগে ইসিজির সাহায্য নেয়া হয়।
২. ভিটামিন সি-এর অভাবে কোন রোগ হয়? কম্পিউটারের ফাংশন (Function) Key কয়টি?
উত্তর : ভিটামিন 'সি'-এর অভাবে স্কার্ভি রোগ হয়, শিশুদের মাড়ি ফুলে যায়, দেহের ওজন হ্রাস পায়, রক্তশূন্যতা হয়, দুর্বল লাগে এবং ক্ষত সারাতে এবং ভাঙ্গা হাড় জোড়া লাগতে দেরি হয়।
কী বোর্ডের F1 থেকে F12 পর্যন্ত মোট ১২টি কী-কে ফাংশন কী বলা হয় । অর্থাৎ কম্পিউটারের ফাংশন কী (Function Key) ১২টি ।
৩. মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কতটি? বিলিরুবিন কোথায় সৃষ্টি হয়? কোন রং বেশি তাপ বিকিরণ ও শোষণ করে?
উত্তর : মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটি, যথা : উপরের দিকে দুটি অলিন্দ— ডান ও বাম অলিন্দ। নিচের দিকে দুটি নিলয়- ডান ও বাম নিলয়।
বিলিরুবিন হচ্ছে এক ধরনের হলুদ রঞ্জক পদার্থ। এটি তৈরি হয় শরীরের যকৃত বা লিভারে। কালো রঙের তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি।
৪. মূল নেই কোন উদ্ভিদে? সালোকসংশ্লেষণ উদ্ভিদের কোন অংশে হয়?
উত্তর : মসবর্গীয় উদ্ভিদের মূল নেই। সালোকসংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের পাতায় হয় ।
৫।. ক. মানুষের শরীরে কয়টি হাড় আছে?
উত্তর : মানুষের শরীরে সর্বমোট ২০৬ টি হাড় আছে।
খ. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর : রাতকানা রোগ হয় মূলত 'ভিটামিন-এ' এর অভাবে। রাতকানা আক্রান্ত মানুষ দিনের বেলা চোখে ভালোভাবে দেখতে পারে কিন্তু অন্ধকারে কিংবা অল্প আলোতে ঠিকমতো দেখতে পারে না।
৬. ক. মানুষের রক্তের গ্রুপ কয়টি ও কি কি?
উত্তর : ১৯০১ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন। এই শ্রেণিবিন্যাসকে সংক্ষেপে 'ABO' ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ বলা হয়। সাধারণভাবে অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের ভিত্তিতে মানুষের রক্তকে চার ভাগে ভাগ করা যায়। যথা : A, B, AB এবং O প্রতিটি গ্রুপ আবার দুইভাবে বিভক্ত; পজেটিভ এবং নেগেটিভ।
খ. সর্বজনীন দাতা গ্রুপ কোনটি?
উত্তর : 'O' গ্রুপকে সর্বজনীন দাতা গ্রুপ বলা হয়ে থাকে, কারণ 'O' গ্রুপের রক্তধারী সবাইকে রক্ত দান করতে পারে।
৭. এপিকালচার ও পিসিকালচার কি?
উত্তর : এপিকালচার ও পিসিকালচার ফলিত জীববিজ্ঞানের দুটি শাখা। মৌমাছি পালনকে এপিকালচার বলা হয় এবং মৎস্য চাষকে পিসিকালচার বলা হয়।
৮. ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের বাহকের নাম কি?
উত্তর : ম্যালেরিয়া একটি মশাবাহিত সংক্রামক রোগ। এটি একটি সংক্রমিত স্ত্রী মশার (অ্যানোফেলিস মশা) কামড় থেকে শুরু হয়। যা তার লালার মাধ্যমে প্রোটিস্টর সংবহন তন্ত্রের মধ্যে প্রবেশ করে এবং শেষে যকৃতে পৌঁছায়, যেখানে তারা পরিপক্ক হয় এবং বংশবৃদ্ধি করে। এডিস মশাবাহিত একটি রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে এই ভাইরাসের সংক্রমণ ঘটে।
৯. পূর্ণরূপ লিখুন : CNG, LAN, RAM, ROM
: পূর্ণরূপ :
CNG Compressed Natural Gas
LAN- Local Area Network
RAM-Random Access Memory
ROM— Read Only Memory
10. বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী?
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য নিম্নরূপ :
বিজ্ঞান
1. পর্যবেক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে পদ্ধতিগতভাবে নতুন জ্ঞানের অন্বেষণকে বিজ্ঞান বলে।
২. এটি তাত্ত্বিক জ্ঞান, যার কোনো ক্ষতিকর প্রভাব নেই।
৩. এটি পূর্বাভাস দেয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
|
প্রযুক্তি
১. বিভিন্ন উদ্দেশ্যে বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ বা ব্যবহারকে প্রযুক্তি বলে।
২. এটি মানব জাতির জন্য কল্যাণকর বা ক্ষতিকর দুটিই হতে পারে।
৩. এটি জীবনকে সুন্দর ও সহজ করে।
11. কম্পিউটার কী? কম্পিউটারের কয়টি অংশ?
উত্তর : কম্পিউটার একটি ইলেক্ট্রনিক্স যন্ত্র, যা তথ্য গ্রহণ, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের কাজ করে থাকে। কম্পিউটারের চারটি অংশ। যথা :
১. সিপিইউ
২. মেমোরি
৩. ইনপুট
৪. আউটপুট
12.. ফাইবার অপটিক্স কী?
উত্তর : অতি সূক্ষ্ম নমনীয় আলোক সংবেদী তারকে ফাইবার অপটিক্স বলে, যার মাধ্যমে আলোক তরঙ্গ পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রবাহিত হয়।
13.. কোন ভিটামিনের অভাবে ‘রাতকানা রোগ হয়?
উত্তর : ভিটামিন ‘A’-এর অভাবে রাতকানা রোগ হয়। গাজর, শাকসবজি, কচুশাক ইত্যাদি ভিটামিন ‘A’-এর অন্যতম উৎস।
14.. CPU ও SIM-এর পূর্ণরূপ কী?
উত্তর :
CPU – Central Processing Unit
SIM – Subscriber Identity Module.
15. মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো উল্লেখ করুন।
উত্তর : মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো নিম্নরূপ :
১. ক্যানসারের ঝুঁকি বাড়ায় ।
২. স্নায়ুতন্ত্রের ক্ষতিসাধন করে।
৩. অনিদ্রার জন্য দায়ী উচ্চ কম্পাংকের রেডিও ওয়েভ।
৪. মনোযোগ কমায় ইত্যাদি।
16.. বায়োমেট্রিক্স বলতে কী বুঝায়?
উত্তর : বায়োমেট্রিক্স হলো মানুষের অনন্য শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যগুলোর পরিমাপ এবং পরিসংখ্যান বিশ্লেষণ। এটি মূলত শনাক্তকরণ এবং নজরদারি করার কাজে ব্যবহার করা হয়।
17. নবায়নযোগ্য জ্বালানি কি? উদাহরণসহ লিখুন।
উত্তর : নবায়নযোগ্য জ্বালানি বা Renewable Energy হলো এমন শক্তির উৎস, যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় অর্থাৎ শক্তিকে নবায়ন করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। এই মুহূর্তে পৃথিবীর সব মানুষ যে পরিমাণ জ্বালানি বা শক্তি ব্যবহার করে তার পাঁচ ভাগের একভাগ নবায়নযোগ্য শক্তি বা জ্বালানি। বিভিন্ন প্রাকৃতিক উৎস, যেমন— সূর্যের আলো ও তাপ, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জৈব শক্তি (বায়োগ্যাস, বায়োমাস, বায়োফুয়েল), ভূ-তাপ, সমুদ্র তরঙ্গ, জোয়ারভাটা প্রভৃতি নবায়নযোগ্য জ্বালানি হিসেবে বিবেচিত হয়।
18. ই-মেইল একাউন্ট কিভাবে খোলা হয়? প্রসেস লিখুন।
উত্তর : ই-মেইল মানে 'ইলেকট্রনিক মেইল' বা 'ইলেকট্রনিক চিঠি'। ই-মেইল একাউন্ট খুলতে গেলে প্রথমেই আমাদের ঠিক করতে হবে কোন ই-মেইল সেবাদাতার মাধ্যমে ই মেইল ঠিকানা খুলব। ই-মেইল ঠিকানা খোলার জন্য অনেক জনপ্রিয় সাইট আছে। যেমন : Gmail, Yahoo mail, Hotmail ইত্যাদি Gmail মেইল সেবা ব্যবহার করে ই-মেইল একাউন্ট খোলার প্রসেস : ১. ইন্টারনেটযুক্ত কম্পিউটারের মাধ্যমে যেকোনো Web browser-এর সহায়তায় www.gmail.com-এ যেতে
২. অতঃপর Create Account-এ ক্লিক করতে হবে। ৩. এরপর একটি ফরম আসবে।
৪. ফরমটি পূরণ করে Next বাটনে ক্লিক করতে হবে। ৫. এরপর verify করার জন্য নিজের ফোন নাম্বার দিয়ে ইমেইল ভেরিফাইড করতে হবে।
৬. অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর Gmail-এর টার্মস অ্যান্ড পলিসিতে 'I am agree' বাটনে ক্লিক করলেই Gmail-এ ই-মেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
19. পারমাণবিক চুল্লীতে কোন মৌল জ্বালানি ব্যবহৃত হয়?
উত্তর : পারমাণবিক চুল্লী বা Nuclear Reactor মূলত এক প্রকার তাপীয় যন্ত্র। এর মাধ্যমে পারমাণবিক জ্বালানি চেইন বিক্রিয়া করে বিপুল পরিমাণ তাপশক্তি উৎপন্ন করতে পারে। পারমাণবিক চুল্লীতে ইউরেনিয়াম-২৩৫ মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
20. শব্দের উৎপত্তি কীভাবে হয়? চাঁদে কোনো শব্দ হলে শোনা যায় না কেন?
উত্তর : শব্দ হলো এক ধরনের যান্ত্রিক তরঙ্গ, যা পদার্থের কম্পনের ফলে সৃষ্টি হয়। শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়। বায়বীয় মাধ্যমে শব্দের বেগ প্রতি সেকেন্ডে ৩৩২ মিটার। শব্দ যেহেতু যান্ত্রিক তরঙ্গ সেহেতু শব্দ সঞ্চালন বা চলাচলের জন্য কঠিন, তরল বা বায়বীয়— যেকোনো একটি মাধ্যম প্রয়োজন হয়। যেহেতু চাঁদে কোনো মাধ্যম নেই বা বায়ু নেই তাই চাঁদে কোনো শব্দ হলে শোনা যায় না।
21. ‘বিলিরুবিন' মানব দেহের কোথায় তৈরি হয়? P-49 কি?
উত্তর : বিলিরুবিন হচ্ছে এক ধরনের হলুদ রঞ্জক পদার্থ। এটি তৈরি হয় শরীরের যকৃতে বা লিভারে। হিমোগ্লোবিন ভেঙ্গে বিলিরুবিন তৈরি হয় এবং যকৃতের মাধ্যমে প্রক্রিয়াজাত হয়ে অন্তে পৌঁছায়। Natural Protein (ন্যাচারাল প্রোটিন) এর কোড নাম P 49। এটি একটি জটিল জৈব যৌগ, যা দেহের বৃদ্ধিসাধন এবং ক্ষয় পূরণ করে।
22. VIRUS কি?
উত্তর : VIRUS-এর পূর্ণরূপ Vital Information Resources Under Seize। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম, যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে (এ প্রোগ্রাম কিছু নির্দেশ বহন করে, যা কম্পিউটারের সিপিইউ কর্তৃক বহন করে কম্পিউটারকে অস্বাভাবিক অগ্রহণযোগ্য কাজে বাধ্য করে)। কম্পিউটার ভাইরাসের উদাহরণ : Aids, Bye Bye, CIH ইত্যাদি।
23. COVID 19-এর পূর্ণরূপ লিখুন ।
উত্তর : COVID 19-এর পূর্ণরূপ Corona Virus Disease-2019। COVID-19 একটি ভাইরাসঘটিত সংক্রামক ব্যাধি। চীনের উহান প্রদেশে সর্বপ্রথম এই রোগের রোগী শনাক্ত করা হয়।
26. কোন ভিটামিনের অভাবে ‘রাতকানা রোগ হয়?
উত্তর : ভিটামিন ‘এ’-এর অভাবে রাতকানা রোগ হয়। এ রোগে আক্রান্ত রোগীরা দিনের আলোতে সবকিছু খুব ভালোভাবে দেখলেও কম আলো বা অন্ধকারে দেখতে পায় না।
27. ইনসুলিন কী এবং এর কাজ কী?
উত্তর : মানবদেহের অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামক গ্রন্থির ‘আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স' নামক অংশ থেকে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন ইনসুলিন' নিঃসৃত হয়। কোনো কারণে রক্তে ইনসুলিন সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত হয়, যার ফলে ডায়াবেটিস রোগ হয়।
28. Wi-MAX-এর পূর্ণনাম কী?
উত্তর : Wi-Max-এর পূর্ণরূপ হলো Worlwide Interoperability for Microwave Access | Wi-Max হলো এমন এক ধরনের যোগাযোগ প্রযুক্তি, যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে । Wi-Max-এর IEEE স্ট্যান্ডার্ড 802.16।
29. 'ইন্টারনেট আসক্তি' রোধে কয়েকটি উপায় উল্লেখ করুন ।
উত্তর : ইন্টারনেট আসক্তি রোধে কয়েকটি উপায় নিচে দেয়া
ক. ইন্টারনেট আসক্তি রোধে প্রথমেই পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে সময় দিতে হবে।
খ. বিনোদনমূলক উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার কমিয়ে দিতে হবে। মাঠের খেলাধুলাকে প্রাধান্য বেশি দিতে হবে।
গ. সমাজকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
ঘা, দিনের একটি নির্দিষ্ট সময়ের বেশি সময় ইন্টারনেটে থাকা যাবে না। সর্বোপরি বাস্তব জীবনে সামাজিক হতে হবে।
30 উড়োজাহাজ ও চলচ্চিত্র আবিষ্কারকের নাম লিখুন।
উত্তর : মার্কিন প্রকৌশলী অরভিল রাইট ও উইলবার রাইট ভ্রাতৃদ্বয় ১৯০৩ সালে উড়োজাহাজ আবিষ্কার করেন। চলচ্চিত্র যন্ত্রের আবিষ্কারক টমাস আলভা এডিসন (১৮৯৩ সালে, যুক্তরাষ্ট্রে)। বিশ্বে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন লুই ও অগাস্ট লুমিয়ে ভ্রাতৃদ্বয় (ফ্রান্স)।
31. আগ্নেয়গিরি থেকে উৎসারিত লাভার রহস্য কি?
উত্তর : লাভা বলতে কোনো আগ্নেয়গিরি থেকে নিঃসৃত গলিত পাথর বা তা থেকে জমাট বাঁধা পাথরকে বোঝানো হয়। এছাড়াও আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাঁদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে, যা লাভা নামেই পরিচিত। এই লাভা জমাট বেধে আগ্নেয় শিলা গঠন করে। লাভা যখন কোনো আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসে তখন এর উচ্চতা থাকে ৭০০° থেকে ১২০০° সেলসিয়াস।
32. আলোর গতি প্রতি সেকেন্ডে কত?
উত্তর : আলো এক প্রকার শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। বায়ুতে বা শূন্যস্থানে আলোর গতি 3 x 108ms-1|
33. কম্পিউটারের মেমোরি কত প্রকার ও কি কি?
উত্তর : ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারককে কম্পিউটারের মেমোরি বলা হয়। কম্পিউটার মেমোরিকে প্রধানত তিনভাগে ভাগ করা যায়।
1. Primary Memory (প্রধান বা মুখ্য মেমোরি)
2. Secondary Memory (সহায়ক বা গৌণ মেমোরি) of
3. Cache Memory (প্রসেসর মেমোরি)
34. সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর : সৌরজগতে গ্রহসংখ্যা ৮টি। এদের মধ্যে বুধ এবং শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই।
35. রেডিয়েশন কি? এটা মাপার যন্ত্র কি?
উত্তর : রেডিয়েশন (Radiation) এর বাংলা প্রতিশব্দ বিকিরণ। বিকিরণ হচ্ছে এক প্রকার শক্তি, যা একটি নির্দিষ্ট উৎস থেকে তরঙ্গ বা কণা আকারে নির্গত হয়ে আলোর বেগে চলাচল করতে পারে। গিগার মুলার কাউন্টার দিয়ে রেডিয়েশন মাপ করা যায়।
36. স্মার্টফোন ব্যবহারে শরীরের ৪টি ক্ষতিকারক দিক লিখুন।
উত্তর : স্মার্টফোন ব্যবহারে শরীরের ৪টি ক্ষতিকারক দিক নিচে দেয়া হলো :
১. চোখের সমস্যা : বেশিক্ষণ স্মার্টফোন বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখের সমস্যা হতে বাধ্য। স্মার্টফোন ব্যবহারের ফলে বর্তমান যুগে খুব কম বয়সেই চোখের সমস্যা দেখা দেয়।
2.ক্যান্সার : স্মার্টফোন বা মোবাইল থেকে বেরোনো রেডিওফ্রিকোয়েন্সির ফলে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে ক্যান্সারও হতে পারে।
৩. বন্ধ্যাত্ব : স্মার্টফোন বা মোবাইল ফোনের ক্ষতিকর রশ্মির কারণে পুরুষের স্পার্ম কাউন্ট কমে যায়। যার ফলে সন্তান জন্ম দিতে সমস্যা দেখা দেয়।
৪. শ্রবণ দুর্বলতা : অতিরিক্ত মোবাইল/স্মার্টফোন ব্যবহারের ফলে শ্রবণ দুর্বলতা দেখা দেয়। অতিরিক্ত ব্যবহারের ফলে শ্রবণ শক্তি পরোপরি নষ্টও হতে পারে।
37. COP-25 কি? এটি কবে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর Conference of the Parties (COP)-25 হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ২৫তম বার্ষিক সম্মেলন, যা ২-১৩ ডিসেম্বর ২০১৯ স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়। ২৫তম জলবায়ু সম্মেলনের স্লোগান ছিল 'টাইম ফর অ্যাকশন'। দুই সপ্তাহব্যাপী চলা COP-25 সম্মেলনে অংশ নেয় ২০০টি দেশের প্রতিনিধি। জাতিসংঘের আয়োজনে প্রতি বছরই জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু সব বছরে সমান গুরুত্ব পায় না। সেদিক থেকে মাদ্রিদে অনুষ্ঠিত COP-25 বিশেষ গুরুত্ব পেয়েছিল। ২০১৫ সালের প্যারিস চুক্তির একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, বিশ্বের সব সদস্য দেশকে ২০২০ সালের মধ্যে ন্যাশনাল ক্লাইমেট অ্যাকশন প্ল্যান' তৈরি করতে হবে। অর্থাৎ যেসব দেশ এখনো কাজটি করতে পারেনি, তাদের তাগিদ দেয়ার জন্য এ সম্মেলন ছিল শেষ সুযোগ।
38. বজ্রপাতের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা কি?
উত্তর : যখন আকাশে এক মেঘের সাথে আরেক মেঘের ঘর্ষণ হয়, তখন মেঘে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আলাদা হয়ে যায়। যখন মেঘে বিপুল পরিমাণ চার্জ জমা হয় তখন চার্জের আবেশের কারণে নিচের দিকে ঋণাত্মক চার্জ জমা হয়। মাঝে মাঝে চার্জের পরিমাণ এত বেশি হয় যে, তা বাতাস ভেদ করে মাটিতে চলে যায়। এটাই বজ্রপাত ।
39. ভিটামিন 'ডি' এর অভাবে কি কি রোগ হয়? কোন কোন খাদ্যে ভিটামিন ‘ডি’ বিদ্যমান?
উত্তর : ভিটামিন 'ডি'র অভাবে রিকেটস রোগ হয়। এ রোগে দেহের হাড়গুলো দুর্বল হয়, গিঁট ফুলে যায় এবং হাড়গুলো বিশেষ করে পায়ের হাড় বেঁকে যায় । সাধারণত সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়, তবে দুধ, ডিম, কলিজা, মাছের তেল এবং ভোজ্য তেলে ভিটামিন ডি থাকে।
40. কোভিড-১৯ (COVID-19) কি?
উত্তর : কোভিড-১৯ (COVID-19)-এর পূর্ণরূপ হচ্ছে Corona Virus Disease 2019। এটি অত্যন্ত ছোঁয়াচে রোগ যা ফুসফুসের ক্ষতি করে। করোনা ভাইরাসের আক্রমণে এ রোগ হয়। এটি একটি বায়ুবাহিত রোগ। বাতাসে ভাসমান এ করোনা ভাইরাস দেহের কোনো তরল পদার্থের মাধ্যমে দেহের ভেতর প্রবেশ করে। তাই প্রতিকারস্বরূপ মুখ ও নাক আবৃত রাখতে হয় এবং আরেক ব্যক্তি থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হয়।
41. ড্রাই আইস (DRY ICE) কি?
উত্তর : ড্রাই আইস (DRY ICE) হচ্ছে কার্বন ডাই অক্সাইডের (CO2) কঠিন রূপ। কার্বন ডাই-অক্সাইড গ্যাসকে -78.5°C তাপমাত্রায় শীতল করলে এটি তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। একেই ড্রাই আইস বা শুষ্ক বরফ বলে। এটি বর্ণহীন, অদাহ্য, হালকা টক গন্ধযুক্ত গ্যাস। শুষ্ক বরফ বা ড্রাই আইস নামকরণের তাৎপর্য হলো— এটি দেখতে বরফের মত সাদা অথচ হাতে ধরলে হাত ভেজায় না। এটি নাট্যমঞ্চে ধোয়া তৈরিতে ও হিমায়ক হিসেবে ব্যবহৃত হয়।
42. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না কেন?
উত্তর : পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ পেট্রোলের তুলনায় অধিক ভারী। ফলে পানি নিচের দিকে চলে যায় এবং পেট্রোল উপরের পৃষ্ঠে ভাসতে থাকে। তাই পেট্রোল জ্বলতে থাকে। তাছাড়া পেট্রোলের আগুনের তাপমাত্রা অনেক বেশি থাকে। ফলে পানি দেয়ার সাথে সাথে পানি বাষ্পীভূত হয়ে যায়।
43. নাম লিখুন :
ক. শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র — অডিওমিটার। খ. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্ৰ — সিসমোগ্রাফ।
44. কোন মাধ্যমে শব্দের গতি বেশি? শব্দ শোনার পর এর রেশ কতক্ষণ আমাদের মস্তিষ্কে থাকে?
উত্তর : শব্দ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে শব্দের বেগ বলে। কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। শব্দের বেগের তীব্রতার ক্রম— কঠিন > তরল > বায়বীয়। কোনো শব্দ শোনার পর প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে। এই সময়কে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে।
46. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মেলানিনের কাজ কী?
উত্তর : তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা যা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে আনলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে তা নির্ধারণ করে। মানবদেহের স্বাভাবিক উষ্ণতা বা তাপমাত্রা হলো 98.4°F বা 36.9°C মেলানিনের প্রধান কাজ সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা। মেলানিন খুব কম বা বেশি থাকলে গায়ের রং যথাক্রমে ফর্সা বা কালো হয়।
47. E-education বলতে কী বুঝায়?
উত্তর : E-education-এর পূর্ণরূপ — Electronic Education | E-education হলো গতানুগতিক শ্রেণি কক্ষের বাইরে ইলেকট্রনিক প্রযুক্তি (ইন্টারনেট, স্মার্টফোন, কম্পিউটার, টেলিভিশন প্রভৃতি) ব্যবহার করে পাঠ্যসূচির আলোকে শিক্ষা গ্রহণ করা। এ শিক্ষাব্যবস্থায় পৃথিবীর যেকোনো স্থান থেকে ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসে সংযুক্ত হতে পারে। সহজভাবে বললে অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষাদান বা গ্রহণ করার পদ্ধতিকেই E-education বলে।
48. বায়ুদূষণ কী?
উত্তর : বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ুদূষণ বলে। বিভিন্ন কারণে যেমন: কলকারখানা, ইট ভাটা, যানবাহন, বিড়ি-সিগারেট প্রভৃতির ধোঁয়া বায়ুদূষণের মূল কারণ। এই সকল ধোঁয়ায় কার্বন মনোক্সাইড, কার্বন কণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। যা বায়ুদূষণের অন্যতম কারণ। এছাড়া যক্ষ্মা ও বসন্ত রোগীদের হাঁচি কাশি থেকে জীবাণু মিলে বায়ুকে দূষিত করে। দূষিত বায়ু মানুষের শ্বাসকার্যে ব্যাঘাত ঘটায় এবং দেহে নানা রোগ সৃষ্টি করে। দূষিত বায়ুর কারণে মানবদেহে অ্যালার্জি, কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, উচ্চ রক্তচাপ, মাথাব্যথা, ফুসফুসে ক্যান্সার ইত্যাদি মারাত্মক রোগ হতে পারে।
49. Antibiotic-এর নিয়ন্ত্রণহীন ব্যবহারের কুফল কী?
উত্তর : Antibiotic (অ্যান্টিবায়োটিক) হলো কয়েক ধরনের জৈব রাসায়নিক প্রতিষেধক যা ক্ষতিকর অণুজীব (বিশেষ করে ব্যাক্টেরিয়া) ধ্বংস করে বা বৃদ্ধিরোধ করে । অ্যান্টিবায়োটিকের যেমন সুফল রয়েছে ঠিক তেমনি নিয়ন্ত্রণহীন ব্যবহারে শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। যেমন— ওজন বাড়ায় : নিয়ন্ত্রণহীনভাবে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেতে থাকলে ধীরে ধীরে শরীরের ওজন বেড়ে যায়। প্রয়োজনীয় ব্যাকটেরিয়া ধ্বংস করে : এমন কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো মানুষের শরীরের জন্য উপকারী। যেমন— 'এইচ পাইলোরি' নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিক নেয়ার ফলে এই ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। যার ফলে হাঁপানি রোগ হতে পারে। এছাড়াও নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, টাইপ-1 ডায়াবেটিকস-এর আশঙ্কা দেখা দিতে পারে।
50. পূর্ণরূপ লিখুন :
GPS, LAN, RAM
GPS — Global Positioning System.
LAN - Local Area Network. RAM– Random Access Memory.
51. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি বলতে কী বুঝায়? এটি নিয়ন্ত্রণে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন বলে আপনি মনে করেন। আলোকপাত করুন।
উত্তর : বৈশ্বিক উষ্ণতা : পৃথিবীর জলবায়ু ব্যবস্থার গড় তাপমাত্রার দীর্ঘকালীন বৃদ্ধিকে বৈশ্বিক উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয় । এটি জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান দিক। জন বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে ব্যাপকভাবে বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। এ ধারাবাহিকতায় দেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায়, নদী তীরবর্তী এলাকাসমূহ এবং পতিত জমিতে বনায়ন কর্মসূচির আওতায় আনতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যেকোনো দেশের মোট ভূমির ২৫% বনভূমি থাকা দরকার। বর্তমানে দেশে বনভূমির পরিমাণ সরকারিভাবে ১৭% উল্লেখ থাকলেও বিভিন্ন তথ্যের ভিত্তিতে বাস্তবে রয়েছে ৮-১০%। প্রতি বছর দেশে ১.৪৭% হারে জনসংখ্যা বৃদ্ধির কারণে বসতি স্থাপন এবং শিল্পায়নের ফলে ১% হারে আবাদি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং ৩.৩% হারে বন নিধন হচ্ছে।
তাই বনায়ন কর্মসূচির আওতায় সরকারি এবং বেসরকারিভাবে দেশের সকল মহাসড়কের দুই পাশে, রেল লাইনের দুই পাশে, বাড়ির আঙ্গিনাসহ যেকোনো পতিত জমিতে বিভিন্ন ফলজ, বনজ ঔষধি গাছ লাগানোর মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা কিছুটা হলেও নিয়ন্ত্রণ সম্ভব।
নির্বিচারে বৃক্ষ নিধন বন্ধ এবং বৃক্ষ কর্তনের ওপর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি জৈব কৃষির ওপর অধিক জোর দিতে হবে এবং পৃথিবীর প্রত্যেকটি মানুষকে অন্তত একটি বৃক্ষ চারা রোপণ ও পরিচর্যা বাধ্যতামূলক করতে হবে।
52. প্রাণী ও উদ্ভিদের জন্য 'সূর্যের আলো' কেন অত্যাবশ্যক? বিষয়টি বর্ণনা করুন।
উত্তর : প্রাণীদেহের জন্য সূর্যের আলো অত্যাবশ্যক। প্রাণীর দেহে সূর্যের আলোর মাধ্যমে ভিটামিন ডি শরীরে প্রবেশ করে। এছাড়াও গাছপালাগুলো ভিটামিন ডি দ্বারা পূর্ণ থাকে, যা প্রাণীদেহে উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে প্রাণীরদেহে প্রবেশ করে।
উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে। এই সালোকসংশ্লেষণ একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কার্বন ডাই-অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেড বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। উদ্ভিদের বেঁচে থাকা এবং প্রয়োজনীয় শক্তি উদ্ভিদের নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। যেহেতু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে এবং প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য সূর্যালোক অত্যাবশ্যক তাই আমরা বলতেই পারি উদ্ভিদের জীবনধারণের জন্য সূর্যালোক অত্যাবশ্যক। সালোকসংশ্লেষণ বিক্রিয়া :
আলো
ক্লোরোফিল
6CO2 + 12H2O
C6H12O6+ 6H20+602
সবুজ উদ্ভিদে প্রস্তুত খাদ্য উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য ফল, মূল, কাণ্ড অথবা পাতায় সঞ্চিত রাখে। উদ্ভিদে সঞ্চিত এই খাদ্যের উপরেই মানবজাতি ও অন্যান্য জীবজন্তুর অস্তিত্ব নির্ভর করে। অর্থাৎ পরোক্ষভাবে প্রাণীও খাদ্যের জন্য সূর্যালোকের উপর নির্ভরশীল এছাড়াও সূর্যের আলো থেকে প্রাপ্ত ভিটামিন ডি প্রাণীদেহের জন্য অত্যাবশ্যকীয়।
53 পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বলতে কি বুঝায়? লিখুন।
একটি পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উল্লেখ করুন। গলনাঙ্ক: তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যেমন—1 বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0°C।
স্ফুটনাঙ্ক: তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। যেমন— 1 বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100°C
54. ‘পরাগায়ন' কাকে বলে? পরাগায়নে কীটপতঙ্গের ভূমিকা সম্পর্কে লিখুন।
পরাগায়ন : পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। পরাগায়ন হচ্ছে উদ্ভিদের একটি যৌন জনন প্রক্রিয়া। তাই পরাগায়ন ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত। এ প্রক্রিয়ায় পরাগ স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। বায়ু, পানি, পতঙ্গ, প্রাণী, পাখি, শামুক এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে।
পরাগায়ন দুই ধরনের—
১. স্ব-পরাগায়ন (Self-pollination) ২. পর-পরাগায়ন (Cross — pollination)।
পরাগায়নে কীটপতঙ্গের ভূমিকা : পরাগায়নে কীটপতঙ্গের ভূমিকা অপরিসীম। কীটপতঙ্গ হচ্ছে মাঠ ও উদ্যান ফসলের জন্য সবচেয়ে সাধারণ এবং কার্যকরী পরাগায়নকারী (pollination)। এদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির মৌমাছি, মাছি, বিটল, প্রজাপতি, মথ, বোলতা ইত্যাদি। আবার এই মাছিগুলোর মধ্যে মৌমাছি পৃথিবীর ৭০% চাষাবাদকৃত ফসলকে পরাগিত করে থাকে। চাষাবাদকৃত ফসলের জন্য মৌমাছি হচ্ছে খুবই দক্ষ পরাগায়নকারী। এদের দেহের বিভিন্ন অংশ যেমন— বক্ষ, পা ইত্যাদি রোমে আবৃত যা পরাগরেণু ধারণ ও বহনের জন্য উপযুক্ত এবং এরা দীর্ঘ সময় ধরে ফুলে ফুলে অবিরাম ঘুরে বেড়িয়ে পরাগায়ন ঘটাতে পারে।
৫৫। দৈনন্দিন জীবনে ব্যবহার্য পাঁচটি ইন্টারনেট অ্যাপ্লিকেশনের নাম লিখুন।
উত্তর : দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। ইন্টারনেটে বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করি। এইরকম পাঁচটি ইন্টারনেট অ্যাপ্লিকেশনের নাম—
১. গুগল সার্চ ইঞ্জিন : ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে (www) গুগল সার্চ ইঞ্জিন সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন। আমরা দৈনন্দিন জীবনে ক্ষুদ্রাতিক্ষুদ্র কাজে গুগল ব্যবহার করে থাকি। । কোনো তথ্য খোঁজা থেকে শুরু করে যেকোনো ওয়েব পেজ গুগলে search করা মাত্রই পাওয়া যাচ্ছে। আগে যেমন পুরো URL মনে রাখা লাগতো, গুগলের কল্যাণে এখন তা আর প্রয়োজন পড়ে না। পড়াশুনা, শিক্ষা, গবেষণা, কাজকর্ম বিভিন্ন ক্ষেত্রে গুগল আমাদের তথ্য খুঁজে বের করাকে সহজ এবং হাতের মুঠোয় এনে দিচ্ছে।
২. ই-মেইল : ই-মেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেক্ট্রনিক মেইল। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে সম্পাদিত কোনো চিঠি বা পত্র ইন্টারনেটের মাধ্যমে অপরকে প্রেরণ করা এবং গ্রহণ করা। যেকোনো অফিসিয়াল কাজে এখন ইমেইল ব্যবহার করা হচ্ছে। ইমেইল করার অ্যাপ্লিকেশনের মধ্যে জি-মেইল, ইয়াহু-মেইল, হট-মেইল জনপ্রিয় ।
৩. ফেসবুক : ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম। ফেসবুক অ্যাপ সকল প্রধান প্ল্যাটফর্ম যেমন : অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজের জন্য সহজলভ্য। ফেসবুক প্রায় বিশ্বের সব জায়গায় সামাজিক এবং ব্যবসায়িক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
৪. ইউটিউব : ইউটিউব হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আমরা বিভিন্ন ভিডিও আপলোড করতে পারি, দেখতে পারি এবং শেয়ার করতে পারি। বিনোদনের জন্য বর্তমানে টেলিভিশন থেকেও বেশি ইউটিউব ব্যবহার করা হচ্ছে। ইউটিউবের মাধ্যমে ভিডিও লার্নিং ছাত্র-ছাত্রীদের পড়াশুনার প্রতি আকর্ষণ বাড়াচ্ছে। প্রায় দিনই আমরা কোনো না কোনো কাজে ইউটিউব ব্যবহার করে থাকি।
৫. ওয়েভ ব্রাউজার : ইন্টারনেট ব্যবহারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়েব ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজিং করার ক্ষেত্রে ব্রাউজার ব্যবহার করা হয়। ব্রাউজার অ্যাপ্লিকেশনগুলো হলো : গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি
৫৬। 'সুষম খাদ্য' কী? সুষম খাদ্যের উপাদানগুলোর পরিচয় লিখুন।
উত্তর : যে খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ এবং পানি এ ছয়টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণ। ক্যালরি পাওয়া যায়, তাকে সুষম খাদ্য বা ব্যালান্সড ডায়েট বলে। যেমন : একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের দৈনিক প্রায় ২৫০০ এবং নারীর বেলায় ২০০০ কিলোক্যালরি শক্তির প্রয়োজন হয়। তাই আমাদের খাদ্য তালিকায় ছয়টি উপাদানই সঠিক পরিমাণে থাকা দরকার। সুষম খাদ্যের ছয়টি উপাদানের পরিচয় নিচে দেওয়া হলো :
১. শর্করা বা কার্বোহাইড্রেট: কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়। শর্করা আমাদের শরীরে কর্মদক্ষতা বৃদ্ধি করে এবং তাপশক্তি উৎপাদন করে। উদাহরণ : ধান, গম, ভুট্টা, চিনি, মধু, আম,কমলা ইত্যাদি।
২. আমিষ বা প্রোটিন : কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন- এ চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়।
উদাহরণ : মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বাদাম ইত্যাদি। ৩. স্নেহ পদার্থ বা লিপিড : ফ্যাটি এসিড এবং গ্লিসারলের সমন্বয়ে স্নেহ পদার্থ গঠিত হয়। আমাদের দেহে প্রায় ২০ ধরনের ফ্যাটি এসিড পাওয়া যায়। স্নেহ পদার্থ সবচেয়ে বেশি তাপ এবং শক্তি উৎপন্ন করে।
উদাহরণ : ঘি, মাখন, পনির, সরিষা, সয়াবিন ইত্যাদি। ৪. খাদ্যপ্রাণ বা ভিটামিন : জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। ঐ খাদ্য উপাদানকে ভিটামিন বলে। ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ।
৫. খনিজ পদার্থ : জীবদেহের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য ভিটামিনের মতো খনিজ পদার্থ বা খনিজ লবণ খুবই প্রয়োজনীয়। খনিজ পদার্থ প্রধানত কোষ গঠনে সাহায্য করে।
৬. পানি : খাদ্যের একটি প্রধান উপাদান পানি। মানবদেহের জন্য পানি অপরিহার্য। দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না।
৫৭। ওজোন স্তর কী? এর ক্ষয়ের ফলে প্রকৃতি ও প্রাণিজগতে কী প্রভাব পড়তে পারে বলে মনে করেন? সংক্ষেপে লিখুন
উত্তর : সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে এসে অক্সিজেন অণুকে ভেঙ্গে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। ঐ অক্সিজেন পরমাণু আরো অক্সিজেন অণুকে আঘাত করে ওজোন অণু গঠন করে। এ ওজোন অণু স্ট্র্যাটোস্ফিয়ারে জমতে জমতে ওজোন স্তর তৈরি করে।
ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে। প্রকৃতি এবং প্রাণিজগতকে এর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। এর ক্ষয়ের ফলে প্রকৃতি এবং প্রাণিজগতে যে প্রভাব পড়ে তা নিচে উল্লেখ করা হলো :
১. ওজোন স্তর প্রকৃতির জন্য অতি গুরুত্বপূর্ণ কাজ করে। এটি একটি স্পঞ্জের মতো কাজ করে যা সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে। ওজোন স্তর যদি না থাকে তাহলে এই বেগুনি রশ্মি পৃথিবীতে পড়বে। পৃথিবীতে পড়লে এই অতিবেগুনি রশ্মি একইভাবে পৃথিবীর মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে এবং পৃথিবীর অনেকাংশ পানির নিচে চলে যাবে।
২. প্রাণীজগতের জন্য ওজোন স্তর ঢালস্বরূপ। উচ্চশক্তির অতিবেগুনি রশ্মি রাসায়নিক বন্ধন ভাঙ্গতে পারে। এর ফলে বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট হয়। অতিবেগুনি রশ্মি আমাদের দেহের ত্বক ভেদ করতে পারে। এর ফলে আমাদের ডিএনএ অণু বিনষ্ট হবে। প্রাণিদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং অনেক প্রজাতির বিলুপ্তি ঘটবে। প্রাণিদের চোখের ছানি, ত্বকের ক্যান্সার এবং অন্যান্য মারাত্মক ব্যাধির উদ্ভব ঘটবে। অতিবেগুনি রশ্মি খাদ্যশস্যকে ক্ষতিগ্রস্ত করবে এবং বীজের উৎকর্ষ নষ্ট হবে। উদ্ভিদের পাতা আকারে ছোট হবে এবং বৃক্ষ ও অরণ্য নির্মূল হয়ে যাবে। ফসলের রোগ ও পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে এবং খাদ্য উৎপাদনকারী সবুজ শৈবাল, প্লাঙ্কটন প্রভৃতি ধ্বংস হয়ে যাবে।জীনোম কী? কোনো প্রাণীর বা উদ্ভিদের জীনোম
৫৮।জীনোম আবিষ্কারের গুরুত্ব সম্পর্কে লিখুন।
উত্তর : জীনোম : জীনোম হচ্ছে একটি জীবের জেনেটিক নির্দেশাবলীর সম্পূর্ণ সেট। প্রতিটি জীনোমে ঐ জীবের সৃষ্টি, বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় তথ্য থাকে। জীবের জীনোমের নির্দেশাবলী ডিএনএ দ্বারা তৈরি। ডিএনএ-এর মধ্যে একটি অনন্য রাসায়নিক কোড থাকে যা জীবের বৃদ্ধি, বিকাশ এবং স্বাস্থ্যকে গাইড করে।
প্রাণী বা উদ্ভিদের জীনোম আবিষ্কারের গুরুত্ব নিচে বর্ণনা করা হলো : ১. আধুনিক জিনপ্রকৌশলবিদ্যায় একটি ডিএনএ অণুর অপ্রত্যাশিত অংশ ভেঙ্গে খণ্ডটিকে আলাদা করা হয়। পরে অন্য একটি ডিএনএ অণু নির্দিষ্ট জায়গায় প্রবেশ করানো হয়। ফলে নতুন ডিএনএ সৃষ্টি হয়। জীবদেহে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যোগ করতে বিজ্ঞানীরা জীনোম আবিষ্কারকে গুরুত্ব দেন।
২. মানব জীনোম প্রকাশিত হয় ২০০১ সালে। জীনোম আবিষ্কার হলেও এর বিশ্লেষণ জটিল, দুর্বোধ্য ও সময়সাপেক্ষ। এ বিশ্লেষণ জানা গেলে কোনো ব্যক্তি তার দেহের রোগ নিরাময়ের জন্য ব্যক্তিগত ওষুধ ব্যবস্থাপনা নিতে পারেন। কোনো ব্যক্তির জীনোম জানা থাকলে, ভবিষ্যতে ক্যান্সারের মতো কোনো জটিল রোগ হওয়ার ঝুঁকি আছে কি না, তাও জানা যায়। এমনকি ভবিষ্যৎ প্রজন্মে কোনো রোগ যেতে পারে কি না, তাও আগাম জানা যাবে।
৩. বিভিন্ন উদ্ভিদ বিশেষ করে ফসলের ক্ষেত্রে জীনোম আবিষ্কারের গুরুত্ব অনেক। ধান, গম, পাট ইত্যাদি ফসলের জীনোম জানা থাকলে উন্নত ও বৈশিষ্ট্যপূর্ণ ফসলের বিকাশ সম্ভব। যেমন : ধানের জীনোম জানা থাকলে মানুষের জন্য প্রয়োজনীয় উপাদানের সাথে সমন্বয় করে ধানের নতুন প্রজাতি তৈরি করা সম্ভব। তাছাড়া বিভিন্ন গবাদি পশুর জীনোম জানা থাকলে উন্নত ও পুষ্টিসমৃদ্ধ প্রজাতি তৈরি করা সম্ভব ।
তাছাড়া বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাকের জীনোম জানা থাকলে এদের দ্বারা সৃষ্ট রোগ নিরাময় করার উপায় বের করা সম্ভব।
৫৯। ক. সুষম খাদ্য বলতে কী বুঝায়?
উত্তর : যে খাদ্যে খাদ্যের উপাদানগুলোর সবগুলোই পরিমিত ও উপযুক্ত পরিমাপে উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। সুষম খাদ্যে শর্করা, আমিষ, স্নেহ, খাদ্যপ্রাণ বা ভিটামিন, খনিজ লবণ ও পানি সব উপাদানই পরিমিত পরিমাপে থাকে। সুষম খাদ্য গ্রহণ করলে দেহে স্বাভাবিক কাজ-কর্মের জন্য উপযুক্ত পরিমাণ ক্যালরি পাওয়া যায়।
৬০। ফরমালিন কী?
উত্তর : ফরমালডিহাইড (H-CHO)-এর ৪০% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিনে ৪০ ভাগ মিথান্যাল আর ৬০ ভাগ পানি থাকে। গবেষণাগারে ফরমালিনের ব্যাপক ব্যবহার রয়েছে। বিভিন্ন মৃত প্রাণীদেহ সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়।
৬১। অ্যামিবা কী ধরণের প্রাণী?
উত্তর : প্রোটিস্টা গোত্রের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার এবং অণুবীক্ষণযন্ত্র ছাড়া এদের দেখা যায় না।
৬২। ক. ডায়াবেটিস রোগের কারণ কী?
উত্তর : অগ্ন্যাশয়ের ভিতর ‘আইলেটস অব ল্যাঙ্গরহ্যানস' নামক একটি গ্রন্থি আছে, এ গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন হলো এক ধরনের হরমোন, যা দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনমতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়, প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। এ অবস্থাকে বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাস বা সংক্ষেপে ডায়াবেটিস বলে। ডায়াবেটিস প্রধানত দুই ধরনের, টাইপ-1 এবং টাইপ-2। টাইপ-1 এ আক্রান্ত রোগীর দেহে একেবারেই ইনসুলিন তৈরি হয় না। তাই নিয়মিতভাবে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন নিতে হয়। অন্যদিকে টাইপ-2 রোগীর দেহে আংশিকভাবে ইনসুলিন তৈরি হয়। এক্ষেত্রে, ওষুধ অগ্ন্যাশয় কোষকে শরীরের জন্য পরিমিত ইনসুলিন তৈরিতে সাহায্য করে। এ রোগটি সংক্রামক বা ছোঁয়াচে নয়। এটি সাধারণত বংশগতভাবে ও পরিবেশের প্রভাবে হয়ে থাকে।
খ. AIDS ও TB শব্দের পূর্ণরূপ কী?
উত্তর : AIDS — Acquired Immune Deficiency Syndrome TB- Tuberculosis |
৬৩। ক. Dry Ice কী?
উত্তর : ড্রাই আইস (Dry Ice) হচ্ছে কার্বন ডাই অক্সাইডের (CO2) কঠিন রূপ। কার্বন ডাই-অক্সাইড গ্যাসকে –78.5°C তাপমাত্রায় শীতল করলে এটি তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। একেই ড্রাই আইস বা শুষ্ক বরফ বলে। এটি বর্ণহীন, অদাহ্য, হালকা টক গন্ধযুক্ত গ্যাস। শুষ্ক বরফ বা ড্রাই আইস নামকরণের তাৎপর্য হলো— এটি দেখতে বরফের মত সাদা অথচ হাতে ধরলে হাত ভেজায় না। এটি নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতেও হিমায়ক হিসেবে ব্যবহৃত হয়।
খ. বর্ষাকালে ঘাম বেশি হয় কেন?
উত্তর : বর্ষকালে ঘাম বেশি হয়, কারণ মানুষের দেহের ঘাম শুকায় না। ঘাম না শুকানোর কারণ হচ্ছে, বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে অর্থাৎ জলীয়বাষ্প বেশি থাকে। যার ফলে আমাদের দেহ থেকে ঘাম বাষ্পায়িত হয় না। যদি অর্দ্রতা কম থাকতো তাহলে আমাদের দেহের ঘাম বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ দেহ থেকে অর্জন করতো। কিন্তু আর্দ্রতা বেশি থাকলে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ ঘাম অর্জন করতে পারে না । তাই বর্ষাকালে ঘাম বেশি হয়।
গ. WHO এর পূর্ণরূপ কী?
উত্তর : WHO-এর পূর্ণরূপ World Health Organization I
৬৪। ক. RAM ও ROM এর মধ্যে পার্থক্য কী?
উত্তর : RAM ও ROM এর পার্থক্য নিচে দেওয়া হলো :
RAM 1. RAM
এর পূর্ণরূপ Random Access Memory I
২. RAM ডেটা উদ্বায়ী । যতক্ষণ পাওয়ার সাপ্লাই থাকে ততক্ষণ ডেটা উপস্থিত থাকে।
৩. RAM-এ ডেটা পড়া, মুছে ফেলা বা সংশোধিত হতে পারে ।
8. RAM ডেটা সংগ্রহ করে CPU-তে প্রক্রিয়াজাত করে।
৫. RAM-এর গতি অনেক বেশি।
ROM
১. ROM-এর পূর্ণরূপ Read Only Memory
২. ROM ডেটা স্থায়ী। পাওয়ার সাপ্লাই না থাকলেও ডেটা উপস্থিত থাকে।
৩. ROM-এ ডেটা শুধু পড়া যায়।
|8. ROM ডেটা, RAM এ স্থানান্তর করে CPU দ্বারা প্রক্রিয়াজাত করে।
৫. ROM-এর গতি RAM থেকে কম।
খ. Binary Digit কী?
উত্তর : বাইনারি সংখ্যা ব্যবস্থায় 0 এবং 1 –এ দুটি অঙ্ক ব্যবহার করা হয় যাদের Binary Digit বলে ।
গ. http এর পূর্ণ অর্থ কী?
উত্তর : http-এর পূর্ণরূপ Hypertext Transfer Protocol |
ক. RAM ও ROM এর মধ্যে পার্থক্য কী?
উত্তর : RAM ও ROM এর মধ্যে পার্থক্য নিম্নরূপ :
ROM 1. RAM এর পূর্ণরূপ Random 1. ROM-এর পূর্ণরূপ Read
RAM
Access Memory ২. RAM-এর ডেটা উদ্বায়ী। ২. ROM-এর ডেটা স্থায়ী।
Only Memory
যতক্ষণ পাওয়ার সাপ্লাই থাকে পাওয়ার সাপ্লাই চলে গেলেও ততক্ষণ ডেটা থাকে।
ডেটা থাকে।
খ. কম্পিউটারের দুটি ইনপুট ডিভাইসের নাম লিখুন।
উত্তর : কম্পিউটারের দুটি ইনপুট ডিভাইসের নাম হলো : ক. কী-বোর্ড, খ. মাউস।
৬৫। হিমোগ্লোবিনের উপাদান কি? রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
উত্তর : হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন। এটি লৌহসমৃদ্ধ লাল বর্ণের পদার্থ, যা মেরুদণ্ডী প্রাণিদের লোহিত রক্ত কণিকায় পাওয়া যায়। হিমোগ্লোবিনের কাজ ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে কলায় পরিবহন করা এবং কলা থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ফুসফুসে পরিবহন করা।
৬৬। ক ১(এক) মেগাবাইট বলতে কী বুঝায়?
উত্তর : ১ মেগাবাইট হচ্ছে ১০২৪ কিলোবাইট। এটি স্টোরেজ ডিভাইসমূহের ধারণক্ষমতার একক।
খ. Wimax কী?
উত্তর : Wimax-এর পূর্ণরূপ Worldwide Interoperability for Microwave Access। এটি একটি ওয়্যারলেস প্রযুক্তি, যা একটি বিস্তৃত অঞ্চল জুড়ে দ্রুতগতির ইন্টারনেট পরিসেবা দিয়ে থাকে।
১৮. ক. কোন খাদ্য উপাদান কিডনি রোগীদের পরিমাণে গ্রহণ করতে হয়?
উত্তর : অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার, অতিরিক্ত মদ্যপান এবং অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার কিডনি রোগীদের জন্য ক্ষতিকর আমিষ এবং শর্করা উভয় প্রকার খাদ্যই সীমিত আকারে গ্রহণ করতে হবে।
খ. কোন ভিটামিনের অভাবে চোখের দৃষ্টিহীনতা হয়?
উত্তর : ভিটামিন ‘এ’-এর অভাবে চোখে দৃষ্টিহীনতা হয়।
৬৭। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য কী?
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে পার্থক্য হলো :
বিজ্ঞান
১. বিজ্ঞান হলো প্রযুক্তি-সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে।
২. প্রযুক্তি তৈরিতে বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ করা হয়। যেমন— বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন।
৩. বর্তমান সময়ে প্রযুক্তি উদ্ভাবনে | বিজ্ঞান বিরাট ভূমিকা রাখছে। কারণ প্রকৃতি সম্পর্কে জানলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করা সহজ হয়ে যায়।
প্রযুক্তি
১. প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ।
২. বৈজ্ঞানিক জ্ঞানকে আমাদের জীবনের মানোন্নয়নের জন্য বিভিন্ন প্রযুক্তি যেমন— রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়।
৩. প্রাচীনকালে প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে বিজ্ঞানের তেমন জ্ঞান অর্জন না করেই। যেমন— মানুষ দেখেছে। পাথরকে ঘষলে তা ধারালো হয়, সেটি দিয়ে কোনো কিছু কাটা যায়। এ ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞান দরকার হয়নি।
৬৮। আলোর প্রতিসরণ ও প্রতিফলনের পার্থক্য কী?
উত্তর : আলোর প্রতিফলন ও প্রতিসরণের মধ্যে পার্থক্য নিচে
আলোর প্রতিফলন
১. আলো বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় যখন দ্বিতীয় কোনো মাধ্যমে বাধা পায়, দুই মাধ্যমের বিভেদতন থেকে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে।
| ২. প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মি যে মাধ্যমে থেকে আপতিত হয় আবার সেই মাধ্যমে ফিরে আসে।
৩. প্রতিফলন কোণ আপতন কোণের সমান। অর্থাৎ, Zi আলোর প্রতিসরণ
১. আলোকরশ্মি এক স্বপ্ন মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশকালে আলোকরশ্মির গতিপথের দিক পরিবর্তন হয়। আলোকরশ্মির এইদিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ
২. প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির প্রথম স্বচ্ছ মাধ্যম থেকে দ্বিতীয় স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়।
৩. একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। অর্থাৎ, sin Zi/sin Zt= ধ্রুবক।
৬৯। 'ফেসবুক'-এর প্রতিষ্ঠাতার নাম কী? তিনি কোন দেশের নাগরিক?
উত্তর : ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম মার্ক জুকারবার্গ। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক।
৭০। উদ্ভিদবিজ্ঞানের জনক কে? উদ্ভিদ প্রজনন অঙ্গ কোনটি?
উত্তর : উদ্ভিদবিজ্ঞানের জনক হলো থিওফ্রাস্টাস। উদ্ভিদের প্রজনন অঙ্গ হলো ফুল।
৭১। RAM, ROM এবং LAN-এর পূর্ণরূপ কী?
উত্তর : RAM-এর পূর্ণরূপ — Random Access Memory. ROM-এর পূর্ণরূপ — Read Only Memory.
LAN-এর পূর্ণরূপ — Local Area Network.
৭২। জলবায়ু পরিবর্তনের ৫টি নেতিবাচক প্রভাব লিখুন ।
উত্তর : জলবায়ু পরিবর্তনের পাঁচটি নেতিবাচক প্রভাব নিম্নে দেয়া হলো :
ক. জলবায়ু পরিবর্তনের ফলে অস্বাভাবিকভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধির হার ০.৫%। খ. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে।
গ. জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব হিসেবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে লবণাক্ততার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
ঘ. জলবায়ু পরিবর্তনের ফলে মরুকরণ দেখা দিচ্ছে। বিভিন্ন স্থানে ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পেয়ে দেখা দিচ্ছে স্থায়ী মরুকরণ।
ঙ. জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ, যেমন— ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙ্গন এবং ভূমিধসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।
৭৩। আলোর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
উত্তর : আলোর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
৭৪। মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?
উত্তর : মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার।
৭৫। ‘শান্ত সাগর' কোথায় অবস্থিত?
উত্তর : ‘শান্ত সাগর’ চাঁদে অবস্থিত।
৭৬। হাইব্রিড কম্পিউটার কী?
উত্তর : হাইব্রিড কম্পিউটার হলো এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশেষ কম্পিউটার। বৈজ্ঞানিক গবেষণা কাজের জন্য হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়।
৭৭। এলপিজি-এর পূর্ণরূপ কী?
উত্তর : এলপিজি (LPG)-এর পূর্ণরূপ — লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (Liquefied Petroleum Gas)।
৭৮। বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে?
উত্তর : বৃষ্টির পানিতে ভিটামিন ‘বি’ থাকে।
৮২। এক কিউসেকে কত লিটার পানি হয়?
উত্তর : ১ কিউসেক বলতে প্রতি সেকেন্ডে ২৮.৩১৬৮৪৭ লিটার পানির প্রবাহকে বোঝায়।
৮৩। কিসের অভাবে বহুমূত্র রোগ হয়?
উত্তর : ইনসুলিন-এর অভাবে বহুমুত্র বা ডায়াবেটিস রোগ হয়।
৮৪। মানুষের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর : মানুষের বৈজ্ঞানিক নাম Homo sapiens
৮৫। ফেসবুক প্রতিষ্ঠাতার নাম কী?
উত্তর : ফেসবুক প্রতিষ্ঠাতার নাম মার্ক জুকারবার্গ।
৮৬। ফেসবুকের প্রতিষ্ঠাতা কোন দেশের অধিবাসী?
উত্তর : ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ যুক্তরাষ্ট্রে অধিবাসী।
৮৭। বায়োপসি কোন রোগ নির্ণয়ে ব্যবহার হয়?
উত্তর : সাধারণত ক্যান্সার নির্ণয়ে বায়োপসি ব্যবহৃত হয়।
৮৮। RAM ও ROM এর পূর্ণরূপ কী?
উত্তর :
RAM-এর পূর্ণরূপ — Random Access Memory
ROM-এর পূর্ণরূপ — Read Only Memory
৮৯। নিউটনের তৃতীয় সূত্র কী?
উত্তর : নিউটনের তৃতীয় সূত্র- প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।
৯০। জুটন কী?
উত্তর : জুটন হলো পাট ও তুলার আঁশের মিশ্রণে তৈরি এক ধরনের তন্তু। সাধারণত ৭০ ভাগ পাট ও ৩০ ভাগ তুলা থেকে জুটন তৈরি করা হয়।
৯১। জুটনের আবিষ্কারক কে?
উত্তর : জুটনের আবিষ্কারক ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।
৯২। প্রাকৃতিক গ্যাস কী?
উত্তর : প্রাকৃতিক গ্যাস হচ্ছে মূলত মিথেন। সাধারণত প্রাকৃতিক গ্যাসে ৮০% মিথেন থাকে। কিন্তু বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে ৯৯.৯% মিথেন থাকে।
৯৩। ‘গ্রিন হাউজ’ ইফেক্ট বলতে কী বুঝায়?
উত্তর : গ্রিন হাউজ ইফেক্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা ভূ-পৃষ্ঠ হতে বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলীয় গ্রিন হাউজ গ্যাসসমূহ (যেমন: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদি) দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমণ্ডলের অভ্যন্তরে বিকরিত হয়। এই বিকীর্ণ তাপ বায়ুমণ্ডলের গড় তাপমাত্রাকে বাড়িয়ে দেয় যা পরিবেশ ও জলবায়ুর জন্য ক্ষতিকর।
৯৪। Wi-Fi কী?
উত্তর : Wi-Fi-এর পূর্ণরূপ Wireless Fidelity হচ্ছে এমন এক ধরনের তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েব ব্যবহার করে ইলেকট্রনিক ডিভাইসকে ইন্টারনেট সংযোগ প্রদান করে।
৯৫। জেনারেটর কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর : জেনারেটর হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যা সাধারণত যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।
৯৬। বজ্রপাত ও বিজলীর বৈজ্ঞানিক ব্যাখ্যা দিন।
উত্তর : আমরা জানি, বায়ুমণ্ডলে জলীয়বাষ্প থাকে। এ জলীয়বাষ্প বায়ুমণ্ডলের আহিত আয়নগুলোর উপর ঘনীভূত পানি কণার সৃষ্টি করে এবং তাড়িতাহিত হয়। এ ধরনের পানির কণাগুলো একত্রিত হলেই মেঘের উৎপত্তি হয়। মেঘ ধনাত্মক বা ঋণাত্মক যেকোনোভাবেই আহিত হতে পারে। তাড়িতাহিত দুটি মেঘ কাছাকাছি এলে তাদের মধ্যে তড়িৎক্ষরণ হয়, তখন বিরাট অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয়। একে বিজলী বলে । তড়িতাহিত মেঘে যদি তড়িতের পরিমাণ বেশি হয়, তাহলে তা তড়িৎক্ষরণের মাধ্যমে পৃথিবীতে চলে আসে। একে বলে বজ্রপাত ।
৯৭। ই-কমার্স কী? ই-কমার্স-এর সুবিধাগুলো সংক্ষেপে আলোচনা করুন।
উত্তর : বর্তমান বিশ্বের প্রায় সকল দেশের মধ্যে বিস্তৃত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা কেনা-বেচা বা লেনদেন করা বা সুযোগ সৃষ্টি করাকে ই কমার্স (E-commerce) বলে । ই-কমার্স এর সুবিধাসমূহ :
১. আর্থিক লেনদেনের গতিশীলতা বাড়ানো এবং এর সাথে | ১৮.
২. ওয়ার্কিং টাইম সেভ করে দূরত্ব ব্যবধান কমানো এবং ব্যবসায়িক বন্ধন সৃষ্টি করা।
৩. সুস্পষ্টভাবে ব্যবসা পরিচালনার সুবিধা দেয়া।
৪. উন্নতমানের কাষ্টমার সার্ভিসের সুবিধা।
৫. বিজ্ঞাপন ও বিপণন সুবিধা, বাজার যাচাই ও তাৎক্ষণিক
অর্ডার প্রদানে সুবিধা ইত্যাদি।
১৫. পূর্ণরূপ লিখুন : ATM, PIN ATM-এর পূর্ণরূপ — Automated Tellar Machine.
PIN-এর পূর্ণরূপ — Personal Identification Number.
৯৮। পাখার বাতাসে কেন ঠান্ডা অনুভূত হয়?
উত্তর : পাখার বাতাসে আমাদের ঠান্ডা অনুভূত হয়। এর কারণ হচ্ছে আমাদের দেহ থেকে নির্গত ঘামের বাষ্পায়ন। আমরা জানি, তরলের উপর বায়ুপ্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পায়ন দ্রুত হয়। আর এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ ঘাম আমাদের দেহ থেকে অর্জন করে। ফলে ঘাম বাষ্পে পরিণত হয় এবং আমরা ঠান্ডা অনুভব করি
৯৯। শরীরে ভিটামিনের প্রয়োজনীয়তা কী?
উত্তর : খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। ঐ খাদ্য উপাদানকে ভিটামিন বলে। ভিটামিন হচ্ছে জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। আমরা যদি প্রতিদিন প্রচুর শাকসবজিসহ স্বাস্থ্যসম্মত খাবার খাই তাহলে আমাদের দৈনন্দিন খাবার থেকেই প্রয়োজনীয় ভিটামিন পেয়ে যেতে পারি। ভিটামিন প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য।
১০০। কিছু কিছু ফল টক হওয়া সত্ত্বেও পাকার পর তা কেন মিষ্টি হয়?
উত্তর : সাধারণত ইথিলিনের প্রভাবে ফল পাকে। ফল যখন পাকে তখন অধিকাংশ ফলের মধ্যে ফ্রুক্টোজ জমা হয়। ফ্রুক্টোজ ৬-কার্বনবিশিষ্ট মনোস্যাকারাইড। এর সংকেত C6H12O6। এটি অন্যান্য সুগার বা চিনি থেকে মিষ্টি। যার প্রভাবে ফল মিষ্টি হয়। তাছাড়া কিছু কিছু ফল গ্লুকোজের কারণেও মিষ্টি হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। ফলের মধ্যে প্রথম ফ্রুক্টোজ আবিষ্কৃত হয় বলে এর নাম দেয়া হয় ফ্রুক্টোজ। একে ফলের চিনি বা ফ্রুট সুগারও বলে। তবে কিছু কিছু ফল টক হওয়া সত্ত্বেও পাকার পর তা মিষ্টি হয়।
১০১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ওপর পৃথিবীর সকল প্রাণী ও উদ্ভিদ নির্ভরশীল— ব্যাখ্যা করুন।
উত্তর : সমস্ত শক্তির উৎস হলো সূর্য। একমাত্র সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তির উপস্থিতিতে নিজের খাদ্য নিজেই প্রস্তুত করে। প্রাণী তার নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। আমরা খাদ্য হিসেবে যাই গ্রহণ করি। না কেন, তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণিকুল সবুজ উদ্ভিদের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, আবার সবুজ উদ্ভিদ এ খাদ্য প্রস্তুত করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজেই বলা যায়, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার ওপর পৃথিবীর সকল প্রাণী ও উদ্ভিদ নির্ভরশীল।
১০২। এন্টিবায়োটিক কি? এর অপব্যহারের দুটি ক্ষতিকর দিক উল্লেখ করুন।
উত্তর : এন্টিবায়োটিক এক ধরনের জৈব-রাসায়নিক প্রতিষেধক যা অণুজীবদের (বিশেষ করে ব্যাকটেরিয়া) নাশ করে বা বৃদ্ধিরোধ করে। এন্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, কিন্তু এটি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। এন্টিবায়োটিক ব্যবহারের দুটি ক্ষতিকর দিক হলো :
১. এন্টিবায়োটিক রেসিস্ট্যান্ট : এন্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হচ্ছে এন্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহারের কারণে দেহ এন্টিব্যাকটেরিয়াল ঔষধ প্রতিরোধী হয়ে পড়ে। দেহ ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না। অর্থাৎ
২. বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া : এন্টিবায়োটিকের অপব্যবহারের ফলে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া যেমন : ডায়রিয়া, বমি হওয়া, ফুসকুড়ি, পেট খারাপ, মুখে সংক্রমণ ইত্যাদি হতে পারে।
১০৩। কার্বন চক্র (Carbon cycle) কী? সংক্ষেপে লিখুন।
উত্তর : জড় পরিবেশ এবং জীবদেহের মধ্যে কার্বনের চক্রাকারে আবর্তন প্রক্রিয়াকে কার্বন চক্র বলে। বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড (CO.) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ। কর্তৃক রাসায়নিক পদার্থে পরিণত হয়। যেমন : গ্লুকোজ। উদ্ভিদদেহের অন্যান্য রাসায়নিক পদার্থ তৈরিতে গ্লুকোজ ব্যবহৃত হয়। এ গ্লুকোজ উদ্ভিদদেহের শ্বসন প্রক্রিয়ার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। উদ্ভিদ খেয়ে যেসব প্রাণী বেঁচে থাকে তারাও গ্লুকোজকে শ্বসন প্রক্রিয়ার জ্বালানি হিসেবে ব্যবহার করে। আবার অণুজীবরাও গ্লুকোজ ও অন্যান্য রাসায়নিক দ্রব্যকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। ফলে সবাত শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়ে পুনরায় বায়ুমণ্ডলে চলে যায়। তাই এটাকে কার্বন চক্র (Carbon cycle) বলে। একই ধরনের কার্বন চক্র জলজ জীব এবং পানিতে দ্রবীভূত কার্বন ডাই-অক্সাইডের মধ্যেও চলতে থাকে।
১০৪। DNA কী?
উত্তর : ডিএনএ-এর পূর্ণনাম ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড। ডিএনএ হলো জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ডিএনএ অণুর আকৃতি প্যাঁচানো সিঁড়ির মতো। সিঁড়ির মূল এবং বাইরের কাঠামো শর্করা এবং ফসফেট দিয়ে তৈরি। শর্করাগুলো নাইট্রোজেনের ক্ষারক দ্বারা যুক্ত। এ ক্ষারকগুলো হচ্ছে এডিনিন (A), গুয়ানিন (G), সাইটোসিন (C) এবং থাইমিন (T) Lanie
১০৫। Potential Energy বলতে কী বুঝেন? উদাহরণ দিন।
উত্তর : Potential Energy হচ্ছে বিভব শক্তি। স্বাভাবিক অবস্থান বা অবস্থা থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। যেমন : একটি বস্তুকে নিচ থেকে ওপরে ওঠালে তাতে বিভব শক্তি জমা হয়। অর্থাৎ m ভরের একটি বস্তুকে ভূমি থেকে h উচ্চতায় নিলে এর মধ্যে সঞ্চিত বিভব শক্তি (Ep) হলে, Ep = mgh, g = অভিকর্ষজ ত্বরণ
Ep=mgh
m
১০৬। বৈশ্বিক উষ্ণতার কারণসমূহ লিখুন ।
উত্তর : বৈশ্বিক উষ্ণতার মূল কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি । আমরা জানি, কার্বন ও অক্সিজে চক্রাকারে ফিরে আসে বলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের ভারসাম্য বজায় থাকে। কিন্তু শিল্প বিপ্লবের পর পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোতে কলকারখানা ও যানবাহনে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে। এসব জ্বালানি পোড়ানো থেকে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড কোনোভাবে ব্যয় বা শোষিত হচ্ছে না। বরং মানুষ বাড়ার ফলে এবং অন্যান্য কারণে গাছপালা কমে যাচ্ছে। ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বেড়ে যাচ্ছে। তাছাড়া আরো অনেক প্রকার গ্যাস যেমন ওজোন, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড এবং জলীয়বাষ্প ইত্যাদি বেড়ে যাচ্ছে। এগুলোকে গ্রিনহাউস গ্যাস বলে। এরাও বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী।
১০৭। পৃথিবীর তাপ বৃদ্ধির কারণ কী?
উত্তর : পৃথিবীর তাপ বৃদ্ধির কারণ হচ্ছে গ্রিনহাউস ইফেক্ট। আমাদের চারপাশের বায়ুমণ্ডলে কিছু উপাদান গ্রিনহাউসের মতো কাজ করে। সূর্য থেকে আগত তাপ ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের কারণে সহজে পৃথিবীতে আসে কিন্তু পৃথিবী থেকে বিকিরিত তাপ তুলনামূলক বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের কারণে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে মহাকাশে নিঃশেষ হতে পারে না। ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। বায়ুমণ্ডলের কিছু গ্যাস যেমন : কার্বন ডাই-অক্সাইড, মিথেন, সিএফসি, ওজোন প্রভৃতি গ্রিণহাউস ইফেক্টের জন্য দায়ী। এদের গ্রিনহাউস গ্যাস বলে।
১০৮। www বলতে কী বোঝায়? কম্পিউটারের সফটওয়্যারের ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য কী?
উত্তর : WWW-এর পূর্ণরূপ World Wide Web কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য :
সফটওয়্যার
১. সফটওয়্যার হচ্ছে একটি প্রোগ্রাম বা নির্দেশনাবলির সেট
২. সফটওয়্যার কোনো কাজ করতে পারে না যদি হার্ডওয়্যার না থাকে।
৩. সফটওয়্যার ক্ষতিগ্রস্ত হলে রিইনস্টল করা যায়।
8. উদাহরণ : VLC Player, Windows 10 ইত্যাদি।
হার্ডওয়্যার
১. হার্ডওয়্যার একটি কম্পিউটারের বাস্তবিক অংশ।
২. হার্ডওয়্যার সফটওয়্যারের নির্দেশ ছাড়া কাজ করতে পারে না।
৩. হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হলে পরিবর্তন করতে হয়। 8. উদাহরণ : কী বোর্ড, মাউস, নিটর, সিপিইউ ইত্যাদি।
১০৯। ইনসুলিন কী? এর কাজ কী?
উত্তর : ইনসুলিন হচ্ছে এক প্রকার হরমোন, যা অগ্ন্যাশয়ের মাঝে অবস্থিত আইলেটস অফ ল্যাংগারহ্যানস থেকে নিঃসৃত হয়। ইনসুলিন দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। অগ্ন্যাশয়ে যদি প্রয়োজনমতো ইনসুলিন তৈরি না হয় তবে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যায়, প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হয়। একে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বলে।
১১০। কোন ভিটামিনের অভাবে 'রাতকানা রোগ হয়?
উত্তর : ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়। এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হতে পারে। এ অবস্থাকে জেরপথ্যালমিয়া রোগ বলে। এই রোগ হলে আক্রান্ত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারে।
১১২। বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর : বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ ৭৮.০৯% যা সবচেয়ে বেশি এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে ২০.৯৪%।
১১৩। ই-কমার্স কী? ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কী বলা হয়।
উত্তর : ই-কমার্স-এর পূর্ণরূপ Electronic Commerce | ইন্টারনেট ব্যবহার করে আধুনিক ও ডিজিটাল ব্যবসা পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য সংঘটিত হয় তাকে ই-কর্মাস (E-Commerce) বলে। ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে টেলিমেডিসিন বলে।
১১৪। ‘ডিজিটাল পদ্ধতিতে লেনদেনে স্বচ্ছতা এসেছে'-এ বিষয়ে তিনটি লাইন লিখুন।
উত্তর : ডিজিটাল পদ্ধতিতে লেনদেন সহজ এবং স্বচ্ছ। এখানে ক্রেতার সাথে বিক্রেতার সরাসরি লেনদেন হয় এবং কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ প্রয়োজন নেই। তাছাড়া লেনদেনের তথ্য ক্রেতা-বিক্রেতার কম্পিউটারে বা মোবাইলে সংরক্ষিত থাকে।
১১৫। গ্রাফিক্স Software বলতে কী বোঝেন?
উত্তর : গ্রাফিক্স সফ্টওয়্যার (Graphics Software) বলতে ঐ সফ্টওয়্যারগুলোকে বুঝায় যে সকল সফ্টওয়্যার চিত্র/ছবি তৈরি বা সম্পাদনার কাজে ব্যবহৃত হয়। লোগো ডিজাইন, কভার ডিজাইন, ওয়েব গ্রাফিক্স প্রভৃতিতে গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহৃত হয়। যেমন— Adobe Photoshop, Adobe Illustrator |
১১৬। ‘হ্যাকিং' কী?
উত্তর : একটি কম্পিউটার সিস্টেম বা কোনো ব্যক্তিগত নেটওয়ার্কে প্রবেশ করে অবৈধ সুযোগ নেয়ার চেষ্টা করাকে হ্যাকিং বলে। সহজ কথায়, হ্যাকিং হলো অবৈধ উদ্দেশ্যে কম্পিউটার নেটওয়ার্কের সুরক্ষা সিস্টেম অননুমোদিত অ্যাক্সেস বা নিয়ন্ত্রণ ।
১১৭। হরমোন কি? দু'টি হরমোনের নাম লিখুন।
উত্তর : হরমোন হচ্ছে এক প্রকার জৈব রাসায়নিক তরল যা উৎপত্তিস্থল (নির্দিষ্ট কোষ বা কোষগুচ্ছ বা গ্রন্থি) থেকে সংবহনতন্ত্রের মাধ্যমে দেহের দূরবর্তী স্থানে পরিবাহিত হয়ে নির্দিষ্ট অংশে কাজ করে। যেমন— অক্সিন, জিবরেলিন।
১১৮। বায়ুদূষণ কী? বিশুদ্ধ বাতাসে নাইট্রোজেনের হার কত?
উত্তর : বায়ুদূষণ হলো বায়ুমণ্ডলে এমন পদার্থের উপস্থিতি যা মানব এবং অন্যান্য জীবের জন্য ক্ষতিকারক বা যা জলবায়ুর ক্ষতি করে। বিশুদ্ধ বাতাসে নাইট্রোজেনের হার ৭৮.০৯%।
১১৯। সূর্যের অতিবেগুনি রশ্মির দুটি ক্ষতিকর দিক উল্লেখ করুন।
উত্তর : সূর্যের অতিবেগুনি রশ্মির দুটি ক্ষতিকর প্রভাব হলো : i. অতিবেগুনি রশ্মির কারণে ত্বকে ক্যান্সার হতে পারে। 1. অতিবেগুনি রশ্মি চোখে প্রবেশ করলে দৃষ্টিশক্তি কমে যায়। এবং এর প্রভাবে চোখে ছানিও পড়তে পারে।
১২০। পানি ল্যাকটোমিটার কী?
উত্তর: 4°C (সেলসিয়াস) তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। ল্যাকটোমিটার হলো দুধের ঘনত্ব ও বিশুদ্ধতা পরিমাপক তন্ত্র
১২১। নবায়নযোগ্য এনার্জি কী? বাংলাদেশে এর প্রধান উৎস কী?
উত্তর : নবায়নযোগ্য শক্তি হলো এমন শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। যেমন : সূর্যের আলো ও তাপ, জোয়ারভাটা, বায়ুপ্রবাহ ইত্যাদি। রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের নবায়নযোগ শক্তির অন্যতম প্রধান উৎস। কর্ণফুলী নদীর স্রোতকে কাজে লাগিয়ে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
১২২। IPS ও UPS এর পূর্ণরূপ লিখুন।
উত্তর : IPS Instant Power Supply. UPS: Uninterruptible Power Supply.
১২৩। কোন পাখি উড়তে পারে না? সবচেয়ে ছোট পাখির নাম লিখুন
উত্তর : উটপাখি উড়তে পারে না। সবচেয়ে ছোট পাখির নাম হার্মিং বার্ড
১২৪। হেপাটাইটিস কী? কী কারণে হেপাটাইটিস হয়?
উত্তর : যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বলে। হেপাটাইটি প্রধানত কয়েকটি প্রজাতির হেপাটাইটিস ভাইরাস দ্বারা স যকৃতে ইনফেকশনের কারণে হয়ে থাকে। আবার কোনে কারণে যকৃতের কোষগুলো অতিরিক্ত পরিমাণে ভাঙতে থাকলে হেপাটাইটিস দেখা দেয়। যেমন—অতিরিত এন্টিবায়োটিক সেবন, অতিরিক্ত অ্যালকোহল সেবন ম্যালেরিয়া জীবাণু দ্বারা আক্রান্ত হলে যকৃতের কোষগুলে অতিমাত্রায় ভাঙনের ফলে হেপাটাইটিস সৃষ্টি হয়। এছাড়া কোনো কারণে পিত্তথলি অবরুদ্ধ বা বন্ধ হয়ে গেে অবস্ট্রাকটিভ (Obstructive) হেপাটাইটিস দেখা দেয়।
১২৫। তাপমাত্রা বলতে কী বুঝায়? তাপ ও তাপমাত্রার পার্থক্য লিখুন
উত্তর : তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা নির্ধারণ করে বস্তুটিকে অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে রাখ তাপ গ্রহণ করবে না বর্জন করবে। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য নিম্নরূপ :
তাপ
১. তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় ।
২. তাপ পরিমাপের একক ভুল। তাপমাত্রা
১. তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে নিয়ে এলে তাপ গ্রহণ কর না হারাবে তা নির্ধারণ করে
২. তাপমাত্রা পরিমাপের একক কেলভিন
৩. তাপ হলো তাপমাত্রার কারণ। ৩. তাপমাত্রা হলো তাপের ফল
১২৬। লেবুর রস এবং তেঁতুলে কোন কোন এসিড আছে?
উত্তর : লেবু সাইট্রিক এসিড, তেঁতুল, টারটারিক এসিড
১২৭। Wi-Fi এবং WiMAX এর পার্থক্য কী?
উত্তর: Wi-Fi এবং WiMAX-এর পার্থক্য নিম্নরূপ :
Wi-Fi
Wimax
S. Wimax হলো Wimax Forum কর্তৃক হার্ডওয়্যার ডিভাইসের জন্য প্রদত্ত একটি সার্টিফিকেশন মার্ক বা সনদ। ২. Wi-Fi একটি WLAN প্রযুক্তি। ২. Wimax একটি WMAN প্রযুক্তি।
1. Wi-Fi হলো Wi-Fi Alliance কর্তৃক হার্ডওয়্যার ডিভাইসের জন্য প্রদত্ত একটি সার্টিফিকেশন মার্ক বা সনদ।
৩. এতে ডেটা ট্রান্সমিশনে Half- Duplex Mode ব্যবহার করা হয়।
8. Wi-Fi ডেটা ট্রান্সমিশনে রেডিও ওয়েড ব্যবহার করা হয়।
৫. গতি অপেক্ষাকৃত কম।
৩. এতে ডেটা ট্রান্সমিশনে Full Duplex Mode ব্যবহার করা হয়।
8. Wimax ডেটা ট্রান্সমিশনে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।
৫. গতি অনেক বেশি।
১২৮। বিসিজি এবং ডিপিটি কোন কোন রোগের প্রতিষেধক?
উত্তর : বিসিজি যক্ষ্মা রোগের প্রতিষেধক।
ডিপিটি→ ডিপথেরিয়া-হুপিংকাশি-ধনুষ্টঙ্কার রোগের প্রতিষেধক।
১২৯। স্কার্ভি ও বেরিবেরি কিসের অভাবে হয়?
উত্তর : ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি রোগ হয় এবং ভিটামিন বি-এর অভাবে বেরিবেরি রোগ হয়।
১৩০। বায়োমেট্রিক কী কী কাজে ব্যবহৃত হয়?
উত্তর : বায়োমেট্রিক ব্যবহৃত হয়। যেমন
ক. এয়ারপোর্টের আগমন-নির্গমন নিয়ন্ত্রণে।
খ. বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবীদের উপস্থিতি নির্ণয়ে ।
গ. মোবাইল সিম কার্ড নিবন্ধন এবং নতুন সিম কার্ড
উত্তোলনে বায়োমেট্রিক ব্যবহৃত হয়। ঘ. জাতীয় পরিচয় পত্র (NID) নিশ্চতকরণে বায়োমেট্রিক ব্যবহৃত হয় । ঙ. বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং লাইব্রেরিতে।
১৩১। বর্ণিত কোন যন্ত্রটি কী কাজে ব্যবহৃত হয়?
ক. ম্যানোমিটার (Manometer)
উত্তর : ম্যানোমিটার (Manometer) → গ্যাসের চাপ (pressure) পরিমাপ করার জন্য।
খ. এনিমোমিটার (Anemometer)
উত্তর : এনিমোমিটার (Anemometer) → বাতাসের গতি (windspeed) ও শক্তি পরিমাপ করার জন্য।
১৩২। বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য লিখুন।
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য নিম্নরূপ :
বিজ্ঞান
১. বিজ্ঞান হলো প্রযুক্তি-সম্পর্কিত জ্ঞান। বিজ্ঞান পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করে।
প্রযুক্তি
১. প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ।
২. প্রযুক্তি তৈরিতে বৈজ্ঞানিক জ্ঞানের | ২. বৈজ্ঞানিক জ্ঞানকে আমাদের জীবনের প্রয়োগ করা হয়। যেমন— বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন ।
মানোন্নয়নের জন্য বিভিন্ন প্রযুক্তি যেমন— রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল ফোন এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়।
৩. প্রাচীনকালে প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে বিজ্ঞানের তেমন জ্ঞান অর্জন না করেই। যেমন— মানুষ দেখেছে পাথরকে ঘষলে তা ধারালো হয়, সেটি দিয়ে কোনো কিছু কাটা যায়। এ ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞান দরকার হয়নি।
৩. বর্তমান সময়ে প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞান বিরাট ভূমিকা রাখছে। কারণ প্রকৃতি সম্পর্কে জানলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করা সহজ হয়ে যায় ।
No comments