রাসবেরি পাই কী?

রাসবেরি পাই হচ্ছে একটি সিঙ্গেল বোর্ড মিনিয়েচার কম্পিউটার। এর আকার মোটামুটি একটি ক্রেডিট কার্ডের মতো। কম্পিউটারকে শুধু উচ্চবিত্ত এবং উচ্চমধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার হাতে তুলে দেবার লক্ষ্যেই রাসবেরি পাইয়ের জন্ম। ইতোমধ্যে বাজারে এই সিঙ্গেল বোর্ড কম্পিউটারটির কয়েকটি ভার্শন বেরিয়েছে
ব্যবহারঃ
একটি এসডি কার্ডে রাসবেরি পাইয়ের অপারেটিং সিস্টেম বুট করে, একটি মনিটর, কি-বোর্ড আর মাউস কানেক্ট করে নিলেই এটি একটি পূর্ণাংগ কম্পিউটারের মত ব্যবহার করা যাবে। আর জিপিআইও কানেকটরগুলো এমবেডেড সিস্টেম ডিজাইনারদের জন্য আশির্বাদস্বরুপ। এই জিপিআইও কানেকটরগুলো ইনপুট-আউটপুট হিসেবে ব্যবহার করে আমরা এমবেডেড সিস্টেমের যেকোনো প্রজেক্ট করতে পারি। যেসব প্রজেক্টে আরডুইনো, পিআইসি বা এভিআর মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয় সেগুলো রাসবেরি পাই দিয়ে করা তো যাবেই, অতিরিক্ত আরও অনেককিছু করা যাবে। বর্তমানে ইমেজ প্রসেসিং এর বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ফেস ডিটেকশন এবং রিকগনিশন, কিউআর কোড স্ক্যানিং ইত্যাদি তৈরী কাজে রাসবেরি পাই অনেকের প্রথম পছন্দ। রোবটিক্স, হোম অটোমেশন, আইওটি ইত্যাদি ক্ষেত্রেও রাসবেরি পাই বহুল প্রচলিত।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.